(Source: ECI/ABP News/ABP Majha)
Suvendu Attacks TMC: ‘বিজেপির সঙ্গে আমার উন্নয়নের ডিল হয়েছে’, ঝাড়গ্রামের সভা থেকে তৃণমূলকে জবাব শুভেন্দুর
‘তোলাবাজ ভাইপো বলায় তৃণমূলের গায়ে লেগেছে’, নাম না করে অভিষেককে নিশানা শুভেন্দুর
পশ্চিম মেদিনীপুর: ঝাড়গ্রামের সভা থেকে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বললেন, ‘তৃণমূল বলছে আমার সঙ্গে বিজেপির ডিল হয়েছে। বিজেপির সঙ্গে আমার উন্নয়নের ডিল হয়েছে।’
তিনি বলেন, ‘তোলাবাজ ভাইপো বলায় তৃণমূলের গায়ে লেগেছে। লালা, এনামুল তৃণমূল, এরা গরু-বালি চুরি করেছে। সুবর্ণরখা থেকে বালি চুরি করে বিক্রি করে দিচ্ছে।’
শুভেন্দু জানিয়ে রাখেন, ঝাড়গ্রামে ৪ আসনেই তৃণমূলকে হারাতে হবে। বলেন, ‘জঙ্গলমহলে তৃণমূলকে প্রতিষ্ঠা করতে কী করেছি আপনারা জানেন। মেদিনীপুরের দিলীপ-শুভেন্দু বাংলায় পদ্ম ফোটাবে।’
তিনি বলেন, ‘দিল্লি ও বাংলায় এক দলের সরকার থাকবে। মোদির নেতৃত্বে বিজেপি বাংলায় সরকার গড়বে।’
শুভেন্দুর অভিযোগ, ‘কেন্দ্রের টাকা তৃণমূল তছরুপ করেছে, তার জবাব দিতে হবে। কেন্দ্রের প্রকল্প নাম বদলে বাংলার নামে চালানো হচ্ছে। আয়ুষ্মান ভারত বাংলায় চালু করতে দিচ্ছে না তৃণমূল। কৃষক সম্মান যোজনার বাংলার কৃষকরা পাচ্ছেন না। এর জবাব বিধানসভা ভোটে দিতে হবে।’
প্রসঙ্গত, আজ ঝাড়গ্রামে যৌথসভা করেন দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী। বিজেপির তরফে বালিয়াবেড়ায় জনসভার পাশাপাশি, যোগদান মেলারও আয়োজন করা হয়।
এরপর দুপুর ৩টে নাগাদ নিজের গড়ে পদযাত্রা ও সভা করবেন শুভেন্দু অধিকারী। কাঁথির ঢোলমারি বাজার থেকে মুকুন্দপুর পর্যন্ত পদযাত্রা করবেন তিনি।
এরপর বসন্তিয়ার মাঠে জনসভা করবেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক সভায় তৃণমূলকে বিঁধছেন শুভেন্দু অধিকারী। আজকের সভা থেকে তিনি কী বার্তা দেন, তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।