WB Election 2021: আজ পূর্ব মেদিনীপুরে তিনটি জনসভা মমতার
প্রথম সভা হলদিয়ার সুতাহাটা, দ্বিতীয় খেজুরির বামনচকে ও তৃতীয় পাঁশকুড়ার মেচোগ্রামে
আশাবুল হোসেন, পূর্ব মেদিনীপুর: খড়গপুরে নরেন্দ্র মোদির সভার দিনই আজ পূর্ব মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। হলদিয়ার সুতাহাটা, খেজুরির বামনচকে ও পাঁশকুড়ার মেচোগ্রামে পরপর তিনটি জনসভা করবেন তিনি।
পূর্ব মেদিনীপুর অধিকারী গড় হিসেবে পরিচিত। জেলায় দলীয় সংগঠনের জমি তৈরি করতে একসময় অধিকারী পরিবারের উপরেই ভরসা রেখেছিলেন তৃণমূলনেত্রী। সেই হিসেব উল্টে যায় অমিত শাহর সভায় শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর থেকে।
একুশের নির্বাচনে অধিকারী পরিবারই এখন তৃণমূলনেত্রীর প্রধান প্রতিপক্ষ। আজ নির্বাচনী সভা থেকে মোদির আক্রমণের জবাব দেওয়ার পাশাপাশি, ফের অধিকারী পরিবারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগে সরব হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
গতকাল পূর্ব মেদিনীপুরে প্রচার চালান মমতা বন্দ্যোপাধ্যায়। এগরা, পটাশপুর ও মেচেদায় জনসভা করেন তৃণমূলনেত্রী। অধিকারী পরিবারের জেলায় দাঁড়িয়ে নাম না করে, এই বাছা বাছা শব্দ ব্যবহার করেই দলত্যাগীদের উদ্দেশে কড়া আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলনেত্রী বলেন, যদি কেউ মনে করে কিছু গদ্দার নিয়ে এসে তারা মানুষের উপর অত্যাচার করবে। অনেক সহ্য করেছি। অনেক অন্ধ ভালবাসা দিয়েছি। তার পরিণামে ওরা যা আমায় দিয়েছে, জেনে রাখুন আমি এক ইঞ্চি জমি ছাড়ব না। তাঁর কটাক্ষ, যাঁরা গদ্দার, মিরজাফর তাঁরা আজকে বিজেপি-র প্রার্থী। বিজেপি-র পুরনো প্রার্থীরা আদ ঘরে বসে কাঁদছে।
শুভেন্দু এবং শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন। শুভেন্দুর বাবা শিশির অধিকারীও দ্রুত বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর। খাতায় কলমে এখনও তৃণমূলে আছেন শুভেন্দুর সেজ ভাই দিব্যেন্দু অধিকারী। তবে তিনি কবে পদ্ম শিবিরে যোগ দেবেন, তা নিয়ে এখনও জল্পনা তুঙ্গে।
একুশের বিধানসভা ভোটের মুখে এবার বিজেপি নেতাদের মুখে শোনা যাচ্ছে পরিবর্তনের ডাক। শুক্রবার পটাশপুরের সভা থেকে এনিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন দিল্লিতে পরিবর্তনের ডাক। বলেন, পরিবর্তন তো আমাদের স্লোগান। বাংলায় জিতে দিল্লিতে পরিবর্তন আনব।
এগারোর পর একুশে কি ফের পরিবর্তন দেখবে বাংলা? নাকি হ্যাটট্রিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? উত্তর মিলবে ২ মে।