(Source: ECI/ABP News/ABP Majha)
WB Election 2021: বহিরাগত প্রার্থীকে না মানার দাবিতে তালড্যাংরায় BJP অফিসের বাইরেই পড়ল পোস্টার!
বিজেপির অভিযোগ, পোস্টারের নেপথ্যে থাকতে পারে তৃণমূল। যদিও তৃণমূলের পাল্টা দাবি এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল ৷
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বহিরাগত প্রার্থীকে না মানার দাবিতে এবার বাঁকুড়ায় তালড্যাংরাতে পোস্টার পড়ল বিজেপি অফিসের বাইরেই। বিজেপি প্রার্থী শ্যামল সরকারকে না মানার দাবি। বিজেপির অভিযোগ, পোস্টারের নেপথ্যে থাকতে পারে তৃণমূল। যদিও তৃণমূলের পাল্টা দাবি, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল ৷
বিজেপি প্রার্থী শ্যামল সরকার বহিরাগত, তাঁকে মানছি না! ফের পোস্টার বিড়াম্বনায় বিজেপি! ভোটের দামামা বেজে গিয়েছে। শনিবারই প্রথম দু’দফার ৬০টি আসনের মধ্যে ৫৭টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। বাঁকুড়ার তালড্যাংরা আসনে প্রার্থী হিসেবে শ্যামল সরকারের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। তিনি রানিবাঁধ বিধানসভা কেন্দ্রের বাসিন্দা ৷ এই প্রেক্ষাপটে তালড্যাংরা বিধানসভার বিজেপি মণ্ডল অফিসের বাইরে শ্যামল সরকারকে বহিরাগত প্রার্থী বলে দাবি করে, পড়েছে এই পোস্টার। এমনকি পোস্টারে বিজেপির বাঁকুড়ার সাংসদের বিরুদ্ধে ক্ষোভও উগরে দেওয়া হয়েছে। কিন্তু এই পোস্টারগুলি লাগাল কারা? তা নিয়েই ভোটের আগে শুরু হয়ে গিয়েছে তরজা! তালড্যাংরা মণ্ডল (১)-এর বিজেপি সম্পাদক মধুময় প্রামাণিক বলেন, ‘‘এর নেপথ্যে তৃণমূল থাকতে পারে। দলের বিক্ষুব্ধ রা কেউ করেছে কিনা তাও দেখছি।’’
তৃণমূল কংগ্রেসের তালড্যাংরার ব্লক সভাপতি মনসারাম লায়েক বলেন, ‘‘এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আদি নব্যের লড়াই। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।’’
গত শুক্রবার তালড্যাঙরায় বিজেপি কার্যালয়ের পাশে সাদা কাগজের ওপর লাল কালিতে লেখা পোস্টার নজরে আসে। তাতে লেখা ছিল, তালড্যাংরা বিধানসভায় বিজেপির ভূমিপুত্র প্রার্থী চাই। বহিরাগত প্রার্থী ও জেলা সভাপতি বিবেকানন্দ পাত্রকে চাই না! ১ এপ্রিল বাঁকুড়ার তালড্যাংরাতে ভোট।