WB Election 2021: ‘খেলা হবে’ নিয়ে শুভেন্দু-মদনের বাগযুদ্ধ
ভোটের আবহে রাজ্যের দুই প্রাক্তন পরিবহণমন্ত্রীর কথার লড়াই
![WB Election 2021: ‘খেলা হবে’ নিয়ে শুভেন্দু-মদনের বাগযুদ্ধ West Bengal Election 2021 Suvendu Adhikari Madan Mitra Khela Hobe War of Words WB Election 2021: ‘খেলা হবে’ নিয়ে শুভেন্দু-মদনের বাগযুদ্ধ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/24/bb8ceb5dc8b4311cf7c4a5a47518dc35_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: ‘খেলা হবে’ নিয়েও এবার সম্মুখসমরে শুভেন্দু অধিকারী-মদন মিত্র।
শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে খেলা হবে স্লোগান তুলে তাঁর দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মদন মিত্র। বললেন, তুই যখন জেলা সভাপতি, আমি রাজ্য সভাপতি। তুই যখন রাজ্য সভাপতি, আমি ভারতের সভাপতি। আমি যখন পরিবহণমন্ত্রী তখন তুই অন্য জায়গায় খেলছিস। একটা জিনিসে তুই আমাকে ছুঁতে পারিসনি, খেলা। আমি তো খেলমন্ত্রী। খেলাই আমার কাজ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে সিবিআই এর জিজ্ঞাসাবাদ নিয়ে শুভেন্দুর খোঁচারও জবাব দিয়েছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী।
'খেলা হবে, পদ্মফুলের মেলা হবে, তৃণমূলকে ফেলা হবে।'
সিবিআই প্রসঙ্গেও শুভেন্দুকে চ্যালেঞ্জ করলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী। বলেন, এখন দুয়ারে সরকার নয়, এখন দুয়ারে সিবিআই। জবাবে মদন মিত্র বলেন, তুই বলছিস দুয়ারে সিবিআই। শুনে রাখ তোর দুয়ারে দাঁড়িয়ে তৃণমূল।
কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নোটিস পাঠানো মাত্রই কটাক্ষ ছুঁড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বলেছেন, বড় কথা বলেছিল না, সিবিআই কাঁচকলা করবে? এবার ভাইপো শ্রীঘরে।
যা নিয়ে কাঁথি থেকে পাল্টা চ্যালেঞ্জের সুর মদন মিত্রের গলায়। বলেন, কয়েকটা সিবিআইকে আমরা দেখে নেব।
তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের পর থেকে লাগাতার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে চলেছেন শুভেন্দু অধিকারী। আর এরইসঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর বাগযুদ্ধও নিত্যদিন নতুন মাত্রা নিচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)