WB Election 2021: 'আগে মমতার একটা ইঞ্জিনের সঙ্গে মোকাবিলা করুন', বিজেপিকে তোপ অভিষেকের
সাংসদের দাবি, বিজেপির ডবল ইঞ্জিন সরকার মানে ইডি-সিবিআই...
জয়দীপ হালদার ও ঝিলম করঞ্জাই, দক্ষিণ ২৪ পরগনা: 'ডবল ইঞ্জিন সরকার' মন্তব্যের জন্য বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন দক্ষিণ ২৪ পরগনার কুলপির জনসভায় বক্তব্য রাখেন তিনি। সেখান থেকে তিনি বলেন, ‘দিল্লির বিজেপি নেতারা বলছেন ডবল ইঞ্জিন সরকার বানাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইঞ্জিনের সঙ্গে আগে মোকাবিলা করুন। বিজেপি নেতারা বলছেন কেন্দ্র-রাজ্যে একই সরকার থাকতে হবে।’
এখানেই থেমে থাকেননি অভিষেক। বলেন, ‘এই বাংলায় মমতা আছেন। তার বিরুদ্ধে লড়তে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, নেতা ক্যাম্প করে বসে আছে। মমতার একটা ইঞ্জিনের মোকাবিলায় ৫০০ ইঞ্জিন নামাতে হচ্ছে। তাতেও হচ্ছে না। চার্টার্ড ফ্লাইটে করে নেতা কিনে নিয়ে যাচ্ছে। পুরনো বিজেপির কপালে দুঃখ।’
অভিষেক আরও বলেন, ‘টালির চালার তলায় থাকা একটা মহিলা, ৫ ফুট ২ ইঞ্চির, চপ্পল পরা, তাকে মোকাবিলা করতে এত কিছু? দিল্লি আর এখানে একই সরকার করতে বলছে, চোর চুরি করলে ধরা পড়বে না, সে জন্য? গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানায় যেমন চোর ধরা পড়ে না, সেভাবে?‘
‘চুরি করতে সুবিধা হবে বলে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন?’ প্রশ্ন অভিষেকের। তাঁর দাবি, বিজেপির ডবল ইঞ্জিন সরকার মানে ইডি-সিবিআই।‘
তিনি যোগ করেন, ‘বিজেপি বলছে, মোদির হাতে তুলে দিতে হবে। এটা কি জয়নগরের মোয়া?‘
প্রসঙ্গত, কুলপি বিধানসভা আসন তৃণমূলের দখলে। ২০১৯-এর লোকসভা নির্বাচনের ফলের নিরিখে সাড়ে ২৫ হাজারেরও বেশি ভোটের লিড রয়েছে শাসকদলের। তবে বিজেপিও নিজেদের শক্তি অনেকটাই বাড়িয়েছে।