WB Election 2021: কে কটা আসন পাবে? ভোটের আগেই শুরু তৃণমূল-বিজেপি বাগযুদ্ধ
‘খেলা হবে’ স্লোগান নিয়েও যুদ্ধ তুঙ্গে উঠেছে... ভোটের খেলায় কে উইনার হয়, সেটাই দেখার!
বিশ্বজিৎ দাস, রঞ্জিত হালদার ও সমীরণ পাল: ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে ভোটে কে কত আসন পাবে, তা নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে দাবি পাল্টা দাবি তুঙ্গে।
সম্প্রতি, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তৃণমূল আড়াইশো আসন পাবে। বুধবার উত্তর ২৪ পরগনার গারুলিয়া থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ভাইপো বলছে আড়াইশোর বেশি আসন পাবে, তাহলে ৪৪টি আসন বাকি দিচ্ছেন কেন।
এর আগে, মঙ্গলবার ঝাড়গ্রামের সভার থেকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ২০০-র বেশি আসন পাবে বিজেপি। বুধবার, তৃণমূল নেতা মদন মিত্র বলেন, আসন্ন বিধাসনভা নির্বাচনে আমরা ২৫০ বেশি সিট নিয়ে আসছি।
এরইমধ্যে ‘খেলা হবে’ স্লোগান নিয়েও যুদ্ধ তুঙ্গে উঠেছে। অনুব্রত মণ্ডলের হাত ধরে জনপ্রিয় হয়ে ওঠা এই স্লোগান এখন সব দলেরই মুখে মুখে!
আক্রমণ-জবাব, সবই খেলার ভাষায়।
ভাঙড় থেকে মদন মিত্র বলেন, মিমি এখানে ১ লাখ ১০ হাজার ভোটে জিতেছিল। এবার ভাঙড় বিধানসভায় দেড় লাখ ভোটে জিতব। তার জন্য যা যা খেলতে হয়, যা যা জোগাড় করতে হয়, যেসব মানুষককে নিতে হয় সব কিছু করব। কাল ভোটে হলেই আমরা জিতব।
এর আগে, বুধবার সকালে চায় পে চর্চায় যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন, খেলা তো দেখাব আমরা। যাদের স্ট্রাইকার, ডিফেন্ডার সব আমাদের দলে এসে গেছে, তারা আবার কী খেলা দেখাবে? ওদেরকে এবার গ্যালারিতে বসাব।
ভোটের খেলায় কে উইনার হয়, সেটাই দেখার।