WB Election 2021: আজই প্রথম ২ দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
বিজেপি সূত্রের খবর, নন্দীগ্রাম থেকেই প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। খড়গপুরে দিলীপ ঘোষকে প্রার্থী করা নিয়ে জল্পনা
বিজেন্দ্র সিংহ, কলকাতা ও নয়াদিল্লি: আজই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ। আজই প্রথম ২ দফার ভোটের প্রার্থী তালিকা প্রকাশ। মোদির ব্রিগেডের আগেই প্রার্থী তালিকা বিজেপির। বিজেপি সূত্রের খবর, নন্দীগ্রাম থেকেই প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। খড়গপুরে দিলীপ ঘোষকে প্রার্থী করা নিয়ে জল্পনা।
আগামীকাল, বিজেপির ব্রিগেড সমাবেশ। আর সেখানে মূল আকর্ষণ অবশ্যই নরেন্দ্র মোদি। আগামীকাল বিজেপির ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।
গেরুয়া শিবির সূত্রে খবর ছিল, মোদির ব্রিগেড সমাবেশের পরই প্রথম দু'দফার প্রার্থীতালিকা প্রকাশ করার কথা ছিল বিজেপির। কিন্তু, শনিবার বিকেলে সিদ্ধান্ত নেওয়া হয়, এদিনই প্রথম দুদফার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
প্রথম দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৃহস্পতিবার দিল্লিতে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাসভবনে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন অমিত শাহও।
এর আগে রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক শিবপ্রকাশের বাড়িতেও প্রার্থী তালিকা চূড়ান্ত করা নিয়ে বৈঠক করেন কৈলাস বিজয়বর্গীয়, শুভেন্দু অধিকারীরা।
বিজেপি সূত্রে খবর, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে শুভেন্দু অধিকারীকেই দাঁড় করাতে পারে বিজেপি। যিনি আগেই মমতাকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
আরও পড়ুন
WB Elections 2021: বিজেপিতে যোগ দীনেশ ত্রিবেদীর
বিজেপি সূত্রে খবর, তৃণমূল ছেড়ে আসা রাজ্যের আরেক প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে তাঁর পুরনো কেন্দ্র ডোমজুড়েই প্রার্থী করা হতে পারে।
পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী করতে, সদ্য তৃণমূল ছাড়া প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে। বালি থেকে বিজেপি প্রার্থী করতে পারে এই কেন্দ্রেরই প্রাক্তন তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়াকে।