WB Elections 2021 হাওড়ায় বিজেপি নেতা শাহনওয়াজের সভায় পাথর ছোড়ার অভিযোগ
অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের।
হাওড়া : হাওড়ায় বিজেপির কেন্দ্রীয় নেতা শাহনওয়াজ হুসেনের সভায় পাথর ছোড়ার অভিযোগ। যে ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের শাহনাওয়াজ হুসেনের। তৃণমূল ভোটে হেরে যাবে তাই ভয়ে এসব করছে বলে তোপ দাগেন শাহনওয়াজ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
হাওড়ার উত্তরভাগে চতুর্থ দফায় ১০ এপ্রিল ভোট। যার আগে হাওড়ার পিলখানায় উত্তর হাওড়ার বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করছিলেন শাহনওয়াজ হুসেন। শাহনওয়াজের ভাষণ চলাকালীন মঞ্চ লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ বিজেপির। সভা শেষের পরই গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন শাহনাওয়াজ হুসেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপির কেন্দ্রীয় নেতা। যদিও ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া দেওার সময় যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।
এদিকে, তৃতীয় দফার ভোটে সারাদিন জুড়েই হাওড়ায় দফায় দফায় সংঘর্ষ, অশান্তির খবর আসে। উলুবেড়িয়া দক্ষিণের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী আক্রান্ত হন। ঘাড় ধাক্কা দেওয়া হয় তাঁকে, করা হয় মাথায় আঘাত। যে ঘটনার পরও তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন পাপিয়া অধিকারী।
অপরদিকে, ভোট চলাকালীন হাওড়ার আমতা বিধানসভার দক্ষিণ ভাটোরার ৯০ নম্বর বুথে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। একদিকে যখন তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তখন, হুগলির আরামবাগের গৌরহাটি এলাকায় তৃণমূল ব্লক সভাপতি পলাশ রায়ের গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূল নেতাকে লক্ষ্য করে ইটবৃষ্টি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ইটবৃষ্টির মাঝে কোনওমতে এলাকা ছাড়েন তৃণমূল নেতা।
হাওড়ার জগৎবল্লভপুরের সুকান্ত পল্লিতে তৃণমূল কর্মীর বাড়িতে মোটরভ্যান ও খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। আইএসএফ, জগৎবল্লভপুর ১৭৩ নম্বরের বুথ সম্পাদক শেখ হাসিবুল অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন ৷ বাগনানের ২২৮ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এরইমধ্যে, সোমবার রাতে, বাসন্তী বিধানসভার সোনাখালি থেকে উদ্ধার হয় প্রচুর তাজা বোমা।