এক্সপ্লোর
Advertisement
West Bengal Elections 2021: সিভিক পুলিশদের মাইনে এত কম, কেউ মেয়ে দেয় না, বিজেপি এলে পরিস্থিতি বদলাবে, শুভেন্দুর প্রতিশ্রুতি
West Bengal Elections 2021: তাঁর কথায়, বিজেপি করলে লোকে বিয়ের জন্য মেয়ে দেয়। বিজেপি চাকরি খায় না, চাকরি দেয়।
পশ্চিম মেদিনীপুর: সিভিক পুলিশদের সামান্য কিছু টাকা দিয়ে কর্মসংস্থান দেখাচ্ছে রাজ্য সরকার। কিন্তু এদের মাইনে এত কম, বিয়ের জন্য কেউ মেয়ে দেয় না। বিজেপি এলে পরিস্থিতির পরিবর্তন হবে। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী এই আশ্বাস দিলেন।
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের জনসভায় শুভেন্দু বলেন, স্কুলে চাকরির নামে টাকা তুলছে তৃণমূল। সিভিক পুলিশ কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে বলছে বিজেপি চাকরি খাবে। অথচ বিজেপি চাকরি খাওয়ার দল নয়, চাকরি দেওয়ার দল। সিভিক পুলিশের মাইনে এত কম, কেউ বিয়ের জন্য মেয়ে দিতে চায় না। বিজেপি এলে এদের মাইনে আরও বাড়িয়ে দেবে। তাঁর কথায়, বিজেপি করলে লোকে বিয়ের জন্য মেয়ে দেয়। বিজেপি চাকরি খায় না, চাকরি দেয়।
২০১৪ সাল থেকে এসএসসির চাকরি নেই, বলেছেন শুভেন্দু। এখন তৃণমূল ডেকে ডেকে সবাইকে বলছে, বিজেপিতে যাবি না, প্রাইমারিতে চাকরি দেব। সব খবর আমার কাছে আছে। সবাইকে বলছে বিজেপি এলে চাকরি চলে যাবে, অথচ নিজেরা বেকারদের সর্বনাশ করতে চুক্তিভিত্তিক চাকরি দিয়েছে। সিপিএম অন্তত প্রতি বছর এসএসসিতে চাকরি দিয়েছে, তৃণমূলের আমলে সব বন্ধ। এদের জন্যই বাংলায় আজ ২ কোটি বেকার। তাঁর প্রশ্ন, এরা ভোট এলেই বলে শঙ্করপুরে সমুদ্রবন্দর হবে, তা বন্দরের জন্য তো জমি লাগে, সেই জমি কোথায়? যা জমি নীতি তাতে পশ্চিমবঙ্গে কিছু হবে না। আমফানের টাকাও হাতিয়ে নিয়েছে, শুধু কাটমানি খেয়েছে।
শুভেন্দু জানিয়েছেন, ৪ জানুয়ারি তিনি গড়বেতায় আসবেন। নরেন্দ্র মোদির হাতে এই রাজ্য তুলে দিতে না পারলে বাংলা বাঁচবে না। বিজেপি এলে বেকার যুবকদের চাকরি হবে, শিল্প আসবে, চাকরি হবে। সোনার বাংলা গড়তে বিজেপিকে আনা প্রয়োজন। বলেছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement