WB Election 2021: আজ বাঁকুড়ায় তিনটি জনসভা মমতার
শনি ও রবিবার ফের নন্দীগ্রাম যাচ্ছেন তৃণমূলনেত্রী
![WB Election 2021: আজ বাঁকুড়ায় তিনটি জনসভা মমতার West Bengal Elections 2021 TMC supremo Mamata Banerjee triple Rally at bankura today WB Election 2021: আজ বাঁকুড়ায় তিনটি জনসভা মমতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/16/23d3381cee4136ab1b90191a7f7c5bcb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আশাবুল হোসেন, বাঁকুড়া: আজ বাঁকুড়ায় তিনটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথম নির্বাচনী সভা শালতোড়া বিধানসভা এলাকায় মেজিয়া স্কুল মাঠে। দ্বিতীয় সভা ছাতনায়। এখানে অনুকুল ঠাকুর আশ্রম মাঠে জনসভা করবেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় জনসভাটি হবে রাইপুরে।
নন্দীগ্রামে আহত হওয়ার পর, গতকাল প্রথম জেলা সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ায়জোড়া সভা করেন তৃণমূলনেত্রী। হুইলচেয়ারে বসেই ভাষণ দেন তিনি। প্রথমে ঝালদা হাইস্কুল মাঠে নির্বাচনী সভা করেন। পরের সভাটি ছিল বলরামপুরে।
গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়াতে ভাল ফল করে তৃণমূল। জেলার ৯টি বিধানসভার মধ্যে ৭টিই তারা দখল করে। ২টি আসন পায় কংগ্রেস। শূন্য হাতে ফিরতে হয় বিজেপিকে।
কিন্তু লোকসভা ভোটে সেই হিসেব উল্টে যায়। পুরুলিয়া লোকসভা আসনটি দখল করা ছাড়াও এই লোকসভা কেন্দ্রের অধীনে ৭টি বিধানসভাতেও তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে বিজেপি।
এই পরিস্থিতিতে ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভা কেন্দ্রের খাতরায় নির্বাচনী সভা করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাম জমানা থেকে মুক্তি চেয়েছিল বাংলার মানুষ। কিন্তু কী হল? গত ১০ বছরে দিদি যেভাবে বাংলা চালালেন, তাতে এই রাজ্যের অবস্থা আরও খারাপ হল। এবার বিজেপিকে জেতান। নরেন্দ্র মোদির নেতৃত্বে সোনার বাংলা গড়ব।
২০১৯-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রেই জিতেছে বিজেপি। সেই ফল একুশের ভোটে বাড়তি অক্সিজেনের কাজ করবে বলে মনে করছে গেরুয়া শিবির। সেই কারণেই বিজেপির নির্বাচনী প্রচারের সূচনা হয় জঙ্গলমহল থেকে।
আজ মমতা সেখানে গিয়ে কী বার্তা দেন, সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
এদিকে, শনি ও রবিবার ফের নন্দীগ্রাম যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম এক এবং দু’নম্বর ব্লকে মোট আটটি জনসভা করতে পারেন তিনি।
গত বুধবার নন্দীগ্রামে মনোনয়ন পেশ করেন তিনি। কিন্তু, সেদিনই পায়ে আঘাত নিয়ে নন্দীগ্রাম থেকে ফিরতে হয় তাঁকে।
রবিবার থেকে হুইলচেয়ারে ফের কর্মসূচিতে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে হুইলচেয়ারে জেলা সফরেও বেরিয়ে পড়েছেন।
এবার এসপ্তাহের শেষেই তাঁর গন্তব্য ফের নন্দীগ্রাম।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)