রাজ্যে আগামী বছর সরকারি উদ্যোগে ৬১৭টি মেলা, ঘোষণা মমতার
মেলার মাধ্যমে ৩.৬৪ লক্ষ কর্মসংস্থান, ১৫৬ কোটি টাকা খরচ
![রাজ্যে আগামী বছর সরকারি উদ্যোগে ৬১৭টি মেলা, ঘোষণা মমতার West Bengal Fair Mela Calendar 2021 Mamata Banerjee Big Announcement রাজ্যে আগামী বছর সরকারি উদ্যোগে ৬১৭টি মেলা, ঘোষণা মমতার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/02200002/web-file-gaan-mela-still-021220.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রাজ্য রাজনীতিতে ফের শাসক-বিরোধী মেলা-তরজা।
মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী বছর রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি উদ্যোগে করা হবে ৬১৭টি মেলা। যে সব মেলার মাধ্যমে বিপুল কর্মসংস্থান হবে বলেও দাবি করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, মেলার মাধ্যমে ৩.৬৪ লক্ষ কর্মসংস্থান হবে। ১৫৬ কোটি টাকা খরচ হবে।
কোভিড পরিস্থিতিতে রাজ্যে বহু মানুষের জমির খাজনা বকেয়া রয়েছে। নিয়ম অনুসারে বকেয়া খাজনার উপর সুদ দিতে হয়। এদিন এই নিয়েও মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জুন পর্যন্ত বকেয়া খাজনার ক্ষেত্রে সুদ দিতে হবে না বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, আগে বকেয়া খাজনায় সুদ দিতে হত। জুন পর্যন্ত খাজনায় সুদ লাগবে না।
রাজ্যে মোট ৪টি পকসো আদালত রয়েছে। আরও ৭টি নির্মাণের জন্য এদিন অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)