WB News Live Updates: রাজ্যে কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা, গত ১ দিনে সংক্রমিত ১,৩৯১
Get the latest West Bengal News and Live Updates: চিকিত্সক নন তবস্সুম, তাঁর নেই কোনওরকম নার্সিং প্রশিক্ষণও

Background
লেকটাউনে মিনি জয়া সিনেমা হলে বিধ্বংসী আগুন। ২জন আহত। বন্ধ সিনেমা হলের ৪ তলায় আগুন। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে।
স্পুটনিকের আড়ালে ছিল স্টেরয়েড ন্যাডিকোর্টের ভায়াল। একই লাল ক্যাপ থাকায় জালিয়াতি। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে হাইকোর্টে হলফনামা রাজ্যের। ভায়ালে ঠিক কী ব্যবহার, এখনও পরীক্ষা করা হয়নি, জানাল পুলিশ।
করোনার ভ্যাকসিনের আড়ালে ত্বকের চিকিৎসায় ব্যবহৃত স্টেরয়েড। সুস্থ শরীরে প্রয়োগ করলে বাড়তে পারে সুগার। হতে পারে চোখ, ছত্রাকজনিত সমস্যা, আশঙ্কা চিকিৎসকদের। ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় পুলিশ।
বিএসএফ কর্তা পরিচয়েও কী প্রতারণার ছক ছিল দেবাঞ্জনের? বাড়ি থেকে বাজেয়াপ্ত ব্যাজ দেওয়া উর্দি ঘিরে বাড়ছে রহস্য। ২৭জুন তল্লাশির প্রসঙ্গ উল্লেখ করে হাইকোর্টে রাজ্য সরকারের হলফনামা।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে গ্রেফতার দেবাঞ্জন সহযোগী ইন্দ্রজিত্ সাউ। সিটি কলেজে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজনের দায়িত্বে ছিল। দেবাঞ্জনকে কলেজে নিয়েও গিয়েছিল ইন্দ্রজিত্, দাবি পুলিশের।
বাজেট অধিবেশনে মাত্র ৪ মিনিট ভাষণ রাজ্যপালের। লিখিত ভাষণের শুরু ও শেষের অংশ পড়ে পেশ করলেন বিধানসভায়। বাইরে এসে বিদায় জানালেন অধ্যক্ষ-মুখ্যমন্ত্রী। শুরুতেই ওয়েলে নেমে বিজেপির বিক্ষোভ।
দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ রাজ্য পশ্চিমবঙ্গ। সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। তার পরেও ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে রাজনৈতিক উদ্দেশে চলছে অপপ্রচার, ভাষণে বললেন রাজ্যপাল। রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান।
রাজ্যপালকে লিখে দেওয়া সরকারের ভাষণে কেন উল্লেখ নেই ভোট পরবর্তী হিংসার? প্রশ্ন শুভেন্দুর। পরিকল্পনা করে গণ্ডগোল পাকানোর চেষ্টা মন্তব্য পার্থর।
ভোট পরবর্তী হিংসায় সব অভিযোগে মামলা রুজু করতে হবে, নির্দেশ হাইকোর্টের। যাদবপুরের ঘটনায় কেন আদালত অবমাননা নয়? ডিসি এসএসডিকে শোকজ নোটিস। তদন্তে বিশেষ কমিটির মেয়াদ বৃদ্ধি।
নারদকাণ্ডে অভিযুক্ত কীভাবে দেখা করেন সলিসিটর জেনারেলের সঙ্গে? সাক্ষাতের বিতর্কে তুষার মেহতার অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে তৃণমূলের ৩ সাংসদের চিঠি। দেখাই করেননি সলিসিটর জেনারেল, পাল্টা দাবি শুভেন্দুর।
না জানিয়েই বাড়িতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় দেখা করতে পারব না বলে জানানোর পরেই চলে যান। সাক্ষাৎ-বিতর্কে তৃণমূলের অভিযোগ উড়িয়ে দাবি সলিসিটর জেনারেলের।
সলিসিটর জেনারেলের বাড়িতে আধ ঘণ্টা ছিলেন শুভেন্দু, এরপরেও মনে হবে গোপন বৈঠক হয়নি? সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি অভিষেকের। ভিডিও ট্যুইট। যারা বলছেন দেখা হয়েছে, প্রমাণ দিন, পাল্টা দিলীপ।
অপদার্থ স্কুল সার্ভিস কমিশন। কী ধরনের আধিকারিকরা চালাচ্ছেন কমিশন? এই কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত। উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে তীব্র ভর্ত্সনা হাইকোর্টের। শুক্রবার পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ।
নিয়ম মেনে কেন তালিকা প্রকাশ করা হয়নি? এসএসসি চেয়ারম্যানকে প্রশ্ন হাইকোর্টের। নিয়োগ শুরু করার আবেদন সরকারের। ৭দিনে স্বচ্ছতার সঙ্গে তালিকা প্রকাশ করুন, স্থগিতাদেশ তুলে নেব, বললেন বিচারপতি।
নভেম্বরের মধ্যে শেষ ৬ মাসের মেয়াদ। রাজ্যসভার ২টি আসন, ভবানীপুর-সহ ৭টি উপনির্বাচনও সেরে ফেলতে চায় সরকার। মিলেছে কমিশনের অনুমতি, দাবি নবান্ন সূত্রে। পুরভোট কেন আপত্তি? প্রশ্ন বিজেপির।
West Bengal News Live: ফেসবুক পোস্টের পর ফের জল্পনা বাড়ালেন মনোরঞ্জন ব্যাপারী
গতকাল ফেসবুক পোস্টের পর ফের জল্পনা বাড়ালেন মনোরঞ্জন ব্যাপারী। এবার ফেসবুক থেকে সন্ন্যাসের ইঙ্গিত দিলেন হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক। দীর্ঘ ফেসবুকে পোস্টে শাসকদলের প্রশংসার পাশাপাশি বিরোধীদের কড়া সমালোচনা করেছেন তিনি। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
West Bengal News Live: ১০ হাজার টাকা কুড়িয়ে পেয়েও থানায় পৌঁছে দিলেন তরুণ।
রাস্তা থেকে প্রায় ১০ হাজার টাকা কুড়িয়ে পেয়েও তা ফিরিয়ে দিলেন ফুড ডেলিভারি বয়। আর এমন সততার পরিচয় দিয়ে মন জিতলেন বছর ২৩-এর অজিত কর্মকার। শনিবার ঘটনাটি ঘটেছে খাস কলকাতয়।






















