West Bengal News Live কেরলে ঢুকল বর্ষা, বঙ্গে কবে? অপেক্ষায় রাজ্যবাসী
Get the latest West Bengal News and Live Updates: কেরলের দক্ষিণ অংশে ঢুকল মৌসুমী বায়ু

Background
শেষমুহূর্তে পিছিয়ে গেল মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সূচি ঘোষণা। অতিমারী পরিস্থিতিতে ২ পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটিতে ২ চিকিৎসক। ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ।
সংঘাতের আবহে বেনজির সৌজন্য। করোনা আক্রান্ত মুকুল রায়ের স্ত্রীকে দেখতে অ্যাপোলোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকলেন মিনিট ১৫। শুভ্রাংশুর সঙ্গে কথা। আমি আপ্লুত, ঘনিষ্ঠমহলে বললেন মুকুল-পুত্র। অভিষেক যাওয়ার আড়াই ঘণ্টার মধ্যেই মুকুল-পত্নীকে দেখতে অ্যাপোলোয় দিলীপ।
ইয়াস-বিধ্বস্ত পাথরপ্রতিমায় গিয়ে তোপ অভিষেকের। বললেন, বিপর্যয় মোকাবিলা আইন লঙ্ঘন করায় আগে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক
কোথায় গেল আমফানের সময় ভেঙে পড়া গাছ? কোথায় গেল ম্যানগ্রোভ? ৩দিনের মধ্যে রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী। বারবার বাঁধ ভাঙায় সেচ দফতরকে প্রশ্ন। দুয়ারে সরকার এখন মুখ লুকোতে ব্যস্ত, পাল্টা বিজেপি।
জামিনের বিরোধিতা করেছেন, আবার বলছেন ভাল করে বলা যায়নি। এটা স্ববিরোধিতা নয়? সশরীরে চার্জশিট দিতে পারলে, কেন কেস ডায়েরি পেশ নয়? নারদকাণ্ডে সিবিআইকে প্রশ্ন হাইকোর্টের। আজ ফের শুনানি।
WB News Live Updates: আলাপান বন্দ্যোপাধ্যায়ের জবাবি চিঠি
কেন্দ্রীয় সরকারের শো-কজের জবাব দিলেন পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। আলোচনার পরে রিপোর্ট দিয়ে অনুমতি নিয়ে বেরিয়ে আসি। প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই আমরা বেরিয়ে আসি।’
West Bengal News Live: দিঘার দুর্গতদের পাশে দুর্গাপুরের নারীশক্তি বাহিনী
সংসার খরচ থেকে জমানো টাকায় ত্রাণ সামগ্রী কিনে দিঘার দুর্গতদের পাশে দুর্গাপুরের নারীশক্তি বাহিনী। বাসে করে ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিলেন দিঘার উদ্দেশ্যে। ইয়াসের তাণ্ডবে লন্ডভন্ড দিঘা। সমুদ্রের জলে ভেসে গিয়েছে দোকান, বাড়িঘর, হোটেল। বহু মানুষ আশ্রয়হীন। এই পরিস্থিতিতে দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী কিনে দিঘায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন দুর্গাপুরের লেডিস ক্লাবের সদস্যরা।






















