West Bengal News Live পার্কিং লটে দাঁড়িয়ে বাসে হঠাৎ আগুন, নিমেষে ভষ্মীভূত ৩টি বাস
Get the latest West Bengal News and Live Updates: ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ লিখেছেন, দেখে যেন মনে হচ্ছে, মানুষের সমস্যা বাড়াতে খুব পরিশ্রম করছে কেন্দ্রের সরকার।

Background
২ দিনের মধ্যে ফের কলকাতায় ফের বেপরোয়া গতির বলি। দ্বিতীয় হুগলি সেতুতে লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। পলাতক ঘাতক লরি। রেড রোডে দুর্ঘটনায় ঘাতক মিনিবাসের চালক কামারহাটিতে গ্রেফতার।
চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নন, তাও কুলটিতে ভ্যাকসিন দিয়ে বিতর্কে আসানসোলের তৃণমূলের বিদায়ী ডেপুটি মেয়র। বিতর্কে মুখে শুধু হাতে সিরিঞ্জ ধরার সাফাই। ঠিক করেননি, বললেন পুরসভার প্রশাসক।
স্বাস্থ্যকর্মীদের সামনেই কীভাবে ভ্যাকসিন দিলেন বিদায়ী ডেপুটি মেয়র? তদন্তের দাবি বিজেপির। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ। হাতুড়ে ডাক্তারদেরও স্বীকৃতি দিয়েছে কেন্দ্র, অসুবিধে কোথায়? পাল্টা তৃণমূল।
খবরের জেরে আসানসোলকাণ্ডে তৎপর স্বাস্থ্য দফতর। সিএমওএইচের কাছ থেকে রিপোর্ট তলব। ভ্যাকসিন গ্রহীতার স্বাস্থ্যে নজর রাখার নির্দেশ। বিদায়ী ডেপুটি মেয়রের সঙ্গে ১ চিকিৎসক, ২ নার্সকে শোকজ পুরসভার।
কে কোথায় বসত দেবাঞ্জনের কসবার অফিসে? ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে থ্রিডি স্ক্যানার নিয়ে তল্লাশি পুলিশের। বাজেয়াপ্ত রেজিস্টার, ভিজিটর্স স্লিপ। মিলল পুরসভার ভুয়ো টেন্ডার থেকে প্রচুর চাকরীর নিয়োগপত্র।
স্পুটনিকের আড়ালে স্টেরয়েড ন্যাডিকোর্টের ভায়াল? ঠিক কী দেওয়া হয়েছিল? ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে বাজেয়াপ্ত ভায়াল পাঠানো হল নাইসেডে। প্রতারণার জালের সন্ধানে দেবাঞ্জনকে নিয়ে কসবার অফিসে ফের তল্লাশি।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জনের আরেক সহযোগী গ্রেফতার। পাকড়াও আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে ক্যাম্পের আয়োজক। ৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত। আর কোথায় কোথায় ভুয়ো ক্যাম্প? জানতে জেরা।
ভ্যাকসিন নিয়ে বাঁকুড়ায় চূড়ান্ত বিশৃঙ্খলা। পুলিশের সঙ্গে হাতাহাতি। টিকাকরণের জন্য হুড়োহুড়ি আমডাঙাতেও। ধাক্কাধাক্কিতে কয়েকজন অসুস্থ। ভ্যাকসিনের আকালের মধ্যে অনেকে আসায় বিপত্তি, দাবি প্রশাসনের।
শুভেন্দুর সঙ্গে সলিসিটর জেনারেলের বৈঠকের অভিযোগ। তুষার মেহতার অপসারণের দাবিতে সোমবার রাষ্ট্রপতির কাছে যাচ্ছে তৃণমূল। অপসারণের রাজনীতি শাসকদলের, খোঁচা দিলীপের।
আসানসোলে ভ্যাকসিনকাণ্ড নিয়ে সোমবার থেকে বিধানসভায় সরব হবে বিজেপি। বিধায়কদের নিয়ে বৈঠক। মানুষের স্বার্থে কী করতে পারি, দেখিয়ে দিয়েছি বলে হুঁশিয়ারি দিলীপের। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
গায়ের রং নিয়ে সোশাল মিডিয়ায় লাগাতার কটূক্তি। লালবাজারের দ্বারস্থ অভিনেত্রী শ্রুতি দাস।
১৩। রাজ্যে একদিনে করোনায় ২১জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯১। ৯৭ দিন পর দেশে ৫ লক্ষের নীচে নামল অ্যাক্টিভ কেস।
কলকাতাকে পিছনে ফেলে পেট্রোলে সেঞ্চুরি দার্জিলিং, আলিপুরদুয়ার থেকে কৃষ্ণনগর, পুরুলিয়া। শিলিগুড়ি থেকে পাহাড়ে যাওয়ার ভাড়া বেড়ে দ্বিগুণ। রাস্তায় বেসরকারি বাস নামাতে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি পরিবহণমন্ত্রীর।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও প্রতারণার জাল ছড়িয়েছিলেন দেবাঞ্জন!
শুধু দক্ষিণবঙ্গ নয়। উত্তরবঙ্গেও প্রতারণার জাল ছড়িয়েছিলেন দেবাঞ্জন? চা বাগানের সমস্যা নিয়ে পর্ষদ গড়ার আশ্বাস দিয়ে এক ব্যক্তির থেকে ৩ লক্ষ টাকা নেন বলে অভিযোগ। ভুয়ো ভ্যাকসিনকাণ্ড প্রকাশ্যে আসতেই, মুখ খুলেছেন শিলিগুড়ির এই বাসিন্দা।
West Bengal News Live: বাঁকুড়ার ধাদিকা গ্রামে দলমার দাঁতালের তাণ্ডব
বাঁকুড়ার ধাদিকা গ্রামে দলমার দাঁতালের তাণ্ডব। শাটার ভেঙে মুদি দোকান তছনছ করল হাতির দল। খাবারের অভাবেই বারবার লোকালয়ে ঢুকছে হাতির পাল। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেওয়া হবে, আশ্বাস বন দফতরের।






















