WB News Live Updates: রাজ্যে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা; ১ দিনে আক্রান্ত ৯৯৫, মৃত্যু ১৭ জনের
Get the latest West Bengal News and Live Updates: মূল্যবৃদ্ধির বাজারে রাজ্য বাজেটে জমি-বাড়ি-ফ্ল্যাট কেনায় মধ্যবিত্তের স্বস্তি। রেজিস্ট্রেশনের স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়।

Background
কলকাতা: প্রথমবার সাংসদ হয়েই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন নিশীথ প্রামাণিক। যুব কল্যাণ-ক্রীড়ার বাড়তি দায়িত্ব। শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছেন সুভাষ সরকার। জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু। সংখ্যালঘু মন্ত্রকে জন বার্লা।
দ্বিতীয় মোদি সরকারের প্রথম সম্প্রসারণেও পূর্ণ মন্ত্রী পেল না বাংলা।প্রতিমন্ত্রী হলেন শান্তনু ঠাকুর, জন বার্লা, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার। বাংলা ভাগ করতে চাওয়া সাংসদকেই পুরস্কার, কটাক্ষ মহুয়ার।
কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন বাবুল-দেবশ্রী। ইস্তফা দিতে বলা হয়েছে, ট্যুইট আসানসোলের বিজেপি সাংসদের। বাবুল, রাজবংশী মেয়েটাও এখন খারাপ, বিনাশকালে বুদ্ধিনাশ, কটাক্ষ মমতার।
আচমকা যুব মোর্চার পদে ইস্তফা সৌমিত্রর। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেও পরে প্রত্যাহার। বিজেপিতে নিশ্বাস নেওয়াই কষ্টকর, কটাক্ষ সুজাতার। ক্ষোভ থাকলে দলে বলুন, মন্তব্য অনুপমের।
একনায়কতন্ত্রের অভিযোগ তুলে সৌমিত্রের নিশানায় শুভেন্দু। সৌমিত্রের আক্রমণকে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু।
শুভেন্দুর সঙ্গে দিলীপ নিয়েও বিস্ফোরক সৌমিত্র।
কেমন যেন পোড়া পোড়া গন্ধ, দমবন্ধের ভাব। শপথ দেখে অনেকে না বিপথে যান, কেন্দ্রীয় মন্ত্রিসভায় সৌমিত্র জায়গা না পাওয়ায় ঘুরিয়ে কটাক্ষ কুণালের। আদি বিজেপিকে জাদুঘরের স্মারক বলে খোঁচা।
সৌমিত্রের পর শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক রাজীব। ২১৩ আসনে জিতে আসা মুখ্যমন্ত্রীকে আক্রমণের বদলে পেট্রোলের দাম কমাতে চেষ্টা করুন বলে কটাক্ষ। রাজ্যে বিদ্যুতের চড়া দাম নিয়েও বলুন, পাল্টা দিলীপ।
মূল্যবৃদ্ধির বাজারে রাজ্য বাজেটে জমি-বাড়ি-ফ্ল্যাট কেনায় মধ্যবিত্তের স্বস্তি। রেজিস্ট্রেশনের স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়। জমির বাজারদরেও ১০ শতাংশ ছাড়। ৩০ অক্টোবর পর্যন্ত মিলবে সুবিধে।
কৃষক বন্ধু থেকে স্বাস্থ্য সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। রাজ্য বাজেটে ঢালাও বরাদ্দ। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি বাসের রোড ট্যাক্স মকুব। ত্রাণ নয়, পরিত্রাণ চায় বাংলা, কটাক্ষ বিজেপির।
কেন্দ্রের কাছ থেকে ৬০ হাজার কোটি থেকে বঞ্চিত বাংলা। বাজেট পেশের পরে আক্রমণে মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় প্রকল্পকে রাজ্যের বলে চালানোর চেষ্টা, পাল্টা আক্রমণে বিজেপি।
বিতর্কের মুখে নন্দীগ্রাম মামলায় এজলাস বদল। সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ। বিচারব্যবস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে মমতাকে ৫ লক্ষ টাকা জরিমানা। সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি তৃণমূলের।
দেবাঞ্জন-সনাতনের ধাঁচেই এবার বিচারক সেজে প্রতারণা। বিহারের বিচারকের ভুয়ো পরিচয় দিয়ে শিলিগুড়ির ব্যবসায়ীর ২ কোটি টাকা গায়েবের অভিযোগ। কিষেণগঞ্জ থেকে গ্রেফতার ২।
করোনা আবহে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রবেশিকা নয়। নেওয়া যাবে না ভর্তির আবেদনের ফি। ২ অগাস্ট থেকে শুরু স্নাতকে ভর্তির প্রক্রিয়া। ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তরে ভর্তি শুরু।
West Bengal News Live: প্রবল বৃষ্টির জেরে দার্জিলিংয়ের বিভিন্ন এলাকাজুড়ে ধস
প্রবল বৃষ্টির জেরে দার্জিলিংয়ের বিভিন্ন এলাকাজুড়ে ধস। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০টিরও বেশি বাড়ি। ৩৬ জনকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ের একাধিক রাস্তা। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন।
West Bengal News Live: বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশের জের, সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলীপের
ফেসবুকে বঙ্গ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশের জের। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি। আজই রাজীব বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী দত্তকে দল থেকে বের করে দেওয়ার দাবি তোলেন অমৃতা বন্দ্যোপাধ্যায় নামে বিজেপি যুব মোর্চার এক নেত্রী। মেলেনি রাজীবের প্রতিক্রিয়া। গুরুত্ব দিচ্ছেন না সব্যসাচী।






















