West Bengal News Live: পার্থর বাড়িতে শোভন-বৈশাখী, এক ঘণ্টার ওপর চলছে সাক্ষাৎপর্ব
Get the latest West Bengal News and Live Updates: মৃত গ্যাংস্টারদের সঙ্গে আটক সন্দেহভাজনদের কোনও যোগ ছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে

Background
মঙ্গলবার পর্যন্ত কার্যত লকডাউন। লোকাল ট্রেন চালু নিয়ে কী ভাবনা ? রাজ্যকে চিঠি পূর্ব রেলের। সরকারি বাসগুলিকে স্যানিটাইজ করে প্রস্তুত রাখতে পরিবহণ নিগমগুলিকে মৌখিক নির্দেশ রাজ্য সরকারের।
শনিবার কুণাল, রবিবার পার্থ চট্টোপাধ্যায়ের মাতৃবিয়োগের পর নাকতলার বাড়িতে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে ল্যান্ড করলেন, কটাক্ষ অনুপমের। কুণালের বাড়িতে গিয়ে গঙ্গাজলে শুদ্ধ হননি, আক্রমণ কল্যাণের।
বিজেপিতে আরও ভাঙন। ইমেলে দিলীপ ঘোষকে পদত্যাগপত্র পাঠালেন মুকুল ঘনিষ্ঠ উত্তর ২৪ পরগনার বিজেপি নেতা। অনেকেই যোগ্য সম্মান পাচ্ছে না। আগামীর পরিকল্পনা ভবিষ্যতে বলব। মন্তব্য দুলাল বরের।
মুকুলের প্রত্যাবর্তনের পরই সুনীল সিংহর তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা। বিরোধিতার হুঁশিয়ারি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। বিজেপিতে গুরুত্ব পাননি মুকুল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ব্যারাকপুরের বিজেপি সভাপতির।
বিজেপিতে আরও বেসুরো। কাকে নেওয়া হবে ঠিক করবে দল। প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের। দল ছাড়াটা এখন অভ্যাসে পরিণত হয়েছে। শুধু ক্ষমতা ভোগ করতে চাইলে বিজেপিতে রাখব না। কড়া বার্তা দিলীপের।
বন্ধুকে হারিয়ে হয়ত হৃদয় ভেঙেছে। কৈলাসকেও দলে নিক। তৃণমূলনেত্রীকে উদ্দেশ্য করে ট্যুইট তথাগতর। নাম না করে কৈলাসকে বোকা বিড়ালের সঙ্গে তুলনা। কাজ নেই, তাই ট্যুইট। খোঁচা কল্যাণের।
একাধিক টোল প্লাজায় পঞ্জাব পুলিশ কনস্টেবলের পরিচয়পত্র ব্যবহার করে গ্যাংস্টারদের কলকাতায় আনে ভরত কুমার। নিউটাউনকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। আটক কনস্টবেল। খোয়া গেছে পরিচয়পত্র, দাবি অমরজিতের।
সুখবৃষ্টি আবাসনে ২ গ্যাংস্টারের পরিচিতকে দিয়ে খোলানো হয় ফ্ল্যাটের দরজা। ৩৮ রাউন্ড গুলি চালায় এসটিএফ। জয়পাল ভুল্লারের শরীরে ৯টি বুলেটের ক্ষত। খবর সূত্রের। ধৃত সুমিত কুমারের ৬ দিনের পুলিশ হেফাজত।
সাইবার অ্যাটাকের পরিকল্পনা ছিল হান জুনওয়ের। চিনে এক হাজারের বেশি ডেটাবেস পাচার। মালদা থেকে ধৃত চিনা নাগরিককে জেরায় মিলল তথ্য। আরও তথ্য পেতে ল্যাপটপের পাসওয়ার্ড ক্রাক করার চেষ্টা।
চিনের সামরিক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক হান জুনওয়ে। কেন ইংরেজি নিয়ে পড়াশোনা? তদন্তে গোয়েন্দারা। বাংলাদেশে আরও এক চিনা নাগরিকের সঙ্গে ছিলেন জুনওয়ে। বাংলাদেশের বাসিন্দার খোঁজে পুলিশ।
West Bengal News Live : মঙ্গলবার দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস
মঙ্গলবার দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আগামী পাঁচদিন বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে দুই দিনাজপুর, মালদা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। জানাল আবহাওয়া দফতরের।
West Bengal News Live : জল্পনা বাড়িয়ে পার্থর বাড়িতে বৈশাখীকে নিয়ে শোভন
রাজীবের পর এবার শোভন চট্টোপাধ্যায়। জল্পনা বাড়িয়ে পার্থর বাড়িতে বৈশাখীকে নিয়ে শোভন। শোভন-বৈশাখীকে বাড়ির ভিতরে নিয়ে যান তৃণমূলের মহাসচিব। একঘণ্টার বেশি সময় ধরে চলছে সাক্ষাৎ।






















