West Bengal News Live West Bengal News Live: ২৪ ঘণ্টার মধ্যে বড়বাজারে ফের আগুন, প্রায় সাড়ে ৩ ঘণ্টা পরে দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে
Get the latest West Bengal News and Live Updates: নেতাজি সুভাষ রোডে প্লাস্টিকের গুদামে আগুন।

Background
উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে চেয়ে বিতর্কিত মন্তব্যের জের। দিনহাটা থানায় বিজেপি সাংসদ জন বার্লার বিরুদ্ধে এফআইআর তৃণমূলের। উত্তরবঙ্গের শান্তি বিঘ্নিত করার অভিযোগ।
বিধানসভা ভোটের ব্যাপক সাফল্যের পরেও আলিপুরদুয়ারে বিজেপিতে ভাঙন। তৃণমূলে যোগ দিচ্ছেন খোদ জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। যোগ দিতে পারেন জেলা বিজেপির আরও ৬ পদাধিকারী। তুঙ্গে তরজা।
পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে বিধায়কদের মত দেওয়ার দিনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন রাজ্য বিজেপির। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান। অখণ্ড বাংলা ভাগ, এ তো বঙ্গভঙ্গ দিবস, পাল্টা তৃণমূল।
ভোট পরবর্তী অশান্তি নিয়ে হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি। বৃহত্তর বেঞ্চে আবেদন রাজ্যের। আজ শুনানির সম্ভাবনা। ছাড়ব না, দরকারে যাব সুপ্রিম কোর্টে, হুঙ্কার শুভেন্দুর।
আইএসএফের সঙ্গে জোট নিয়ে সূর্যকান্তদের পাশেই ইয়েচুরি। পার্টি লাইনেরবিরোধী জোট হয়নি, সিপিএমের ২ দিনের রাজ্য কমিটির বৈঠকে স্পষ্ট করলেন ইয়েচুরি। কংগ্রেসের সঙ্গে জোট ভাঙতে চাইছে না সিপিএম।
চেতলায় বান্ধবীকে নিয়ে স্ত্রীকে হেনস্থার অভিযোগ কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। থানায় অভিযোগ কাঞ্চনের স্ত্রী-র। বিধায়ক হওয়ার পরেই অভিযোগ? পাল্টা কাঞ্চন। অহেতুক কুত্সা, মন্তব্য কাঞ্চনের বান্ধবীর।
কালিয়াচকে হত্যাপুরীর পরতে পরতে রহস্য। বাড়িতে গোপন পথ। চারদিকে সিসি ক্যামেরার সন্দেহজনক উপস্থিতি। ১২ দিনের পুলিশ হেফাজত আসিফের। চারদিনের পুলিশ হেফাজত ২ বন্ধুর।
বাবার সই ছাড়া জমি বেচার উপায় খুঁজতে আসায় সন্দেহ, জানালেন আসিফের কাকা। বন্ধুর বাড়িতে জোর করে রেখে যাওয়া ব্যাগে অস্ত্র। গোপন তথ্য অ্যাপে লুকিয়ে রাখত আসিফ। আগ্রহ ছিল ক্রিপ্টো কারেন্সিতেও।
একের দেহ অন্যের হাতে? জ্ঞানেশ্বরী প্রতারণায় রহস্য ঘনীভূত। দুর্ঘটনায় নিখোঁজ রেল কন্ট্রাক্টর স্বামীর দেহ পাননি, অভিযোগ সালকিয়ার যূথিকা আটার। কার দেহ দেখিয়ে ক্ষতিপূরণ-চাকরি পেল চৌধুরী পরিবার?
ডিএনএ পরীক্ষার ফল নিয়ে প্রশ্ন তুললেন যূথিকা আটা। স্বামীর দেহ না মেলায়, মেলেনি ডেথ সার্টিফিকেট, পাননি চাকরিও। অভিযুক্ত অমৃতাভ চৌধুরীকে টানা জিজ্ঞাসাবাদ সিবিআই-এর।
আইসিএসই, আইএসসি-র নম্বর-বিধি প্রকাশ। নবম-দশমের গড় নম্বর, আইসিএসই-র অভ্যন্তরীণ মূল্যায়নে দশমের মার্কশিট। একাদশ-দ্বাদশের গড় নম্বর, দশমের বোর্ড পরীক্ষার গড় নম্বরের ভিত্তিতে দ্বাদশের ফল।
এবার সবরমতীর জলেও করোনা ভাইরাস! আমদাবাদের দু’টি হ্রদেই মিলল অস্তিত্ব। উদ্বেগজনক তথ্য আইআইটি গান্ধীনগর, জেএনইউ-এর স্কুল অফ এনভায়রনমেন্ট সায়েন্সের গবেষণায়।
রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু। ৮১ দিন পর ভারতে দৈনিক আক্রান্ত ৬০ হাজারের নীচে। ইউনিভার্সাল ভ্যাকসিনেশন প্রোগ্রাম সোমবার থেকে শুরু হচ্ছে না রাজ্যে। জোগান কম থাকায় সিদ্ধান্ত।
West Bengal News Live Updates: জ্ঞানেশ্বরীকাণ্ডে সিবিআইয়ের দ্বারস্থ নিখোঁজ হাওড়ার বাসিন্দা প্রসেনজিৎ আটার পরিজনরা
জ্ঞানেশ্বরীকাণ্ডে এবার সিবিআইয়ের দ্বারস্থ হলেন ট্রেন দুর্ঘটনার পর থেকে নিখোঁজ হাওড়ার বাসিন্দা প্রসেনজিৎ আটার পরিজনরা। মৃতদেহ সনাক্ত করার পরও, কেন তা তুলে দেওয়া হল না পরিবারের হাতে? প্রশ্ন তুলেছেন আত্মীয়রা।
WB News Live Updates: আলাপন বন্দ্যোপাধ্যায়কে ফের কড়া চিঠি দিল কেন্দ্র
শোকজের জবাবে সন্তুষ্ট নয় কেন্দ্র। তাই রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ফের কড়া চিঠি দিল কেন্দ্র। শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আগামী একমাসের মধ্যে চিঠি দিয়ে কিংবা সশরীরে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থন না করলে, আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিঠিতে। বিষয়টি নিয়ে ফের শুরু হয়েছে রাজনীতি।






















