West Bengal News Live: মনোহরপুকুরে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
Get the latest West Bengal News and Live Updates: মনোহরপুকুরে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। দাম্পত্য কলহ থেকেই খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
LIVE
Background
৬ মাস পরে রবিবার থেকেই চালু হচ্ছে লোকাল। ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল চলায় রাজ্যের ছাড়পত্র। অসুবিধে নেই, জানাল রেল।
করোনা বিধি মেনে ফিল্ম-সিরিয়ালের আউটডোর শ্যুটিংয়ে অনুমতি। হলের মধ্যে বিয়ে বাড়ি, অনুষ্ঠানে ৭০ শতাংশ পর্যন্ত জমায়েতে ছাড়পত্র।
৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাত্রিকালীন কড়াকড়ি। শুধু কালীপুজো, ছটপুজোর সময় ৬দিন ছাড়। রেস্তোরাঁ, জিমেও ৭০ শতাংশ সম্মতি।
১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল। সকাল ১০টায় শুরু নবম-একাদশের ক্লাস। ১১টা থেকে দশম-দ্বাদশ। আধঘণ্টা আগে আসতে হবে ছাত্র-ছাত্রীদের।
কালীপুজো, দীপাবলি, ছটপুজোয় বাজি বিক্রি-ফাটানোয় নিষেধাজ্ঞা। পরিবেশবান্ধব বাজি চিহ্নিত করা সম্ভব নয় পুলিশের পক্ষে, জানাল হাইকোর্ট।
হাইকোর্টের নির্দেশের পরেই বাজি নিয়ে শুরু কড়াকড়ি। জেলায় জেলায় অভিযান। প্রচুর বাজি বাজেয়াপ্ত। কয়েকজন গ্রেফতার।
সব ধরনের বাজিকে নয়। শুধু বেরিয়াম সল্ট-কেমিক্যাল ক্র্যাকার নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট। কারও স্বাস্থ্যের বিনিময়ে নয় উৎসব, বলল আদালত। খবর এএনআই সূত্রে।
দীপাবলির আগে ৫ কোটি গ্রাহকের জন্য আশঙ্কার অবসান। ২০২০-২১ অর্থবর্ষে ইপিএফও-তে ৮.৫ শতাংশ সুদেই কেন্দ্রের অনুমোদন।
'আমি বহিরাগত নই, ভারতের যে কোনও জায়গায় যেতে পারি, বিভেদের রাজনীতি করি না', গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়া গিয়েই বিজেপির দাদাদিরি চলবে না বলে মমতার হুঙ্কার। যুক্তরাষ্ট্রীয় কাঠামোই তো মানেন না, পাল্টা সুকান্ত।
WB News Live Updates: মনোহরপুকুরে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
মনোহরপুকুরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আহত হয়েছে মেয়ে। ১০০ নম্বরে ডায়াল করে খুনের কথা স্বীকার করে স্বামী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু’বছর ধরে কর্মহীন ছিলেন স্বামী, এর জেরে দাম্পত্য বিবাদে চরমে ওঠে। তার ফলেই খুন বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। মৃতার নাম প্রিয়ঙ্কা বাজাজ। অভিযুক্ত অরবিন্দ বাজাজকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
West Bengal News Live: আগামী বছরেই চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া স্টেশন?
আগামী বছরেই চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া স্টেশন? কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, এশিয়ার মধ্যে এটিই গভীরতম মেট্রো স্টেশন।
WB News Live Updates: মুর্শিদাবাদের সালারে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীকে কুপিয়ে খুন
মুর্শিদাবাদের সালারে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীকে কুপিয়ে খুন। বাড়ি ফেরার পথে বাইক থেকে নামিয়ে এলোপাথাড়ি কোপ। ঘটনাস্থলেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর মৃত্যু। ব্যবসায়িক কারণে খুন বলে অনুমান পুলিশের। অভিযুক্তের বাড়ি জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা, পলাতক অভিযুক্ত।
West Bengal News Live: আদালতের বাজি বন্ধের নির্দেশের পর তত্পর প্রশাসন
আদালতের বাজি বন্ধের নির্দেশের পর তত্পর হল প্রশাসন। আজ এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কলকাতা পুলিশ কমিশনার। আদালতের রায়কে কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। উত্সবের দিনগুলিতে আবাসনের ছাদগুলিতেও চলবে নজরদারি।
WB News Live Updates: আলাপন বন্দ্যোপাধ্যায়ের পাশে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা
প্রাক্তনীদের বক্তব্য, তাঁরা আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চিন্তিত। ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে তিনি যথেষ্ট খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই এই সময়ে বন্ধু হিসেবে তাঁর পাশে থাকতে চান সকলে। মঙ্গলবার হুমকি চিঠি পান আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের নামে এই হুমকি চিঠি পাঠানো হয়।