Bardharman News: বর্ধমান ৩ তৃণমূল নেতাকে সশস্ত্র পুলিশের নিরাপত্তা, তুঙ্গে রাজনৈতিক তরজা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মালদায় খুন হয়েছেন জেলা তৃণমূলের সহ-সভাপতি ও কাউন্সিলর দুলাল সরকার। এই আবহেই এবার দুই বর্ধমান জেলার ৩ তৃণমূল নেতাকে সশস্ত্র পুলিশের নিরাপত্তা দেওয়া হল। আর এনিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
বাংলাদেশে টার্গেট হিন্দু, ফের মন্দিরে লুঠপাট
বাংলাদেশে টার্গেট হিন্দু, ফের মন্দিরে লুঠপাট। চট্টগ্রামের চৌধুরীহাট-ফতেয়াবাদ এলাকায় ৩টি মন্দিরে লুঠপাট। বিগ্রহের গয়না ও প্রণামীর বাক্স লুঠ। শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম, শ্রীশ্রী বিশ্বেশ্বরী কালী মন্দির ও সত্য়নারায়ণ মন্দিরে লুঠপাট। বাংলাদেশের সংবাদপত্র ‘ডেলি স্টার’ সূত্রে খবর। মন্দিরের পাশাপাশি হিন্দুদের বাড়িতেও ভাঙচুরের চেষ্টা।
শিয়ালদার হস্টেলে দুষ্কৃতী তাণ্ডব। আবাসিক ও নিরাপত্তারক্ষীদের মারধর। ১ আবাসিকের সঙ্গে বচসা থেকে গণ্ডগোলের সূত্রপাত। ৫০ থেকে ৬০ জন দুষ্কৃতী চড়াও হস্টেলে, আতঙ্কে আবাসিকরা।
শিয়ালদা ডিআরএম অফিসের কাছের হস্টেলে দুষ্কৃতী তাণ্ডব।