West Bengal News Live : রাজ্যে একসঙ্গে ৫৫জন আইপিএসের রদবদল
Get the latest West Bengal News and Live Updates: ‘দিঘার সংস্কারের কাজ দ্রুত শেষ করতে হবে’, বললেন মুখ্যমন্ত্রী
LIVE
Background
আজ সম্ভবত দিল্লি যাচ্ছেন না আলাপন বন্দ্যোপাধ্যায়। রিলিজ অর্ডার দেয়নি রাজ্য, নবান্ন সূত্রে খবর। আজ থাকবেন মুখ্যমন্ত্রীর ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি-পর্যালোচনা বৈঠকে। রবিবার নবান্নে তিন ঘণ্টা থাকলেন সস্ত্রীক মুখ্যসচিব।
আলাপনের বদলি নিয়ে চাপানউতোর অব্যাহত। (দিলীপের বাইট: মোদি, অমিতকে আগে কী কথা বলেছেন। মমতার মুখে সম্মান, সংবিধানের কথা মানায় না। কল্যাণ: দেশে হিটলার মোদি। হেরে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা
মমতার মন্ত্রিসভায় ঠাঁই না পাওয়া প্রসঙ্গে বিস্ফোরক মদন মিত্র। এসএসকেএম থেকে ছাড়া পেয়ে ফুরফুরে মেজাজে মদন মিত্র। গাইলেন গান। পরে আচমকা শ্বাসকষ্ট। অক্সিজেন, ইনহেলার নিয়ে তড়িঘড়ি ফিরলেন ভবানীপুরের বাড়িতে।
দিল্লির পর কলকাতা। মেশিনে যন্ত্র বসিয়ে সার্ভারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে অভিনব কায়দায় এটিএম লুঠ। নিউ মার্কেট, যাদবপুর, কাশীপুরের একাধিক এটিএম থেকে গায়েব প্রায় ৪০ লক্ষ টাকা। তদন্তে পুলিশ।
ইয়াসের ধাক্কায় বিপর্যস্ত সুন্দরবন। হরিখালি ক্যাম্পের কাছে অসুস্থ অবস্থায় উদ্ধার রয়্যাল বেঙ্গল টাইগার। সজনেখালিতে নিয়ে যাওয়ার পথে মৃত্যু। ঘূর্ণিঝড়ের জেরে খাবারের অভাবে মৃত্যু? খতিয়ে দেখছে বন দফতর।
বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা স্থিতিশীল। কমেছে কাশি, এক্স-রে রিপোর্টে নেই উদ্বেগজনক পরিবর্তন। রক্তচাপ, অক্সিজেনের মাত্রা স্বাভাবিক। কমেছে বাইপ্যাপ নির্ভরশীলতা।
করোনা আবহে বন্ধ মিউজিয়ামে চুরি। আমহার্স্ট স্ট্রিটে রাজা রামমোহন রায় মিউজিয়াম থেকে খোয়া গেল বিভিন্ন দুষ্প্রাপ্য সামগ্রী। পরে উদ্ধার কিছু সামগ্রী। গ্রেফতার এক। নেপথ্যে বড় চক্র ? তদন্তে পুলিশ।
West Bengal News Live : ডিআইজি মালদা হলেন প্রবীণ ত্রিপাঠী
রাজ্যে একসঙ্গে ৫৫জন আইপিএসের রদবদল। ঝাড়গ্রাম-বাঁকুড়ার পুলিশ সুপার বদল। ঝাড়গ্রামের নতুন পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ। বাঁকুড়ার নতুন পুলিশ সুপার ধৃতিমান সরকার। ডিআইজি মালদা হলেন প্রবীণ ত্রিপাঠী।
West Bengal News Live : পাইপলাইন মেরামতির জন্য হাওড়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে জল সরবরাহ
পাইপলাইন মেরামতির জন্য বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত হাওড়া পৌর নিগমের ১ থেকে ৫০ ও ৬৩ থেকে ৬৬ নম্বর ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে, বিজ্ঞপ্তি জারি হাওড়া পৌর নিগমের।
West Bengal News Live : আলাপনকে কারণ দর্শানোর নোটিস
ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং (ডিওপিটি)-তে রিপোর্ট না করার জন্য শো কজ করা হল রাজ্যের সদ্যপ্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে, খবর সংবাদসংস্থা এএনআই সূত্রে।
West Bengal News Live : প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকে রাজ্যপাল-বিধায়কদের থাকা নিয়ে প্রশ্ন তুলে কড়া চিঠি মমতার
‘আমি নিয়মমাফিক প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক চেয়েছিলাম, বৈঠকের কাঠামো বদলে আপনার দলের স্থানীয় বিধায়ককে ডাকলেন, আমার মনে হয়, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকে তাঁর থাকার এক্তিয়ার নেই, মাননীয় রাজ্যপাল ও কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীকে আপনি ডেকেছিলেন, আপনিও জানেন, মাননীয় রাজ্যপালের ওই বৈঠকে কোনও ভূমিকা নেই,’ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রীর।
West Bengal News Live : রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন হরিকৃষ্ণ দ্বিবেদী
রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হচ্ছেন বি পি গোপালিকা।