West Bengal News Live: রাজ্যে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৯১৪ জন
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব প্রান্তের খবরের সমস্ত আপডেট দেখুন...
LIVE
Background
আজ থেকে ৫০ শতাংশ যাত্রী শুরু হল লোকাল ট্রেন পরিষেবা। তার আগে শিয়ালদা-হাওড়ায় দেখা গেল প্রস্তুতির ছবি।
মনোহরপুকুরে স্ত্রীকে খুন করে মেয়েকেও কোপ। ১০০ নম্বরে ডায়াল করে স্বীকার, দাবি পুলিশের। কর্মহীন থাকায় দাম্পত্য বিবাদে খুন বলে অনুমান।
দিনভর সংঘাত। পুলিশের যুক্তি উড়িয়ে আজ আগরতলায় রবীন্দ্র ভবনের সামনেই অভিষেকের জনসভা। অনুমতি দিল ত্রিপুরা হাইকোর্ট। ধাক্কা বিপ্লব দেব প্রশাসনের।
চার কেন্দ্রে উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি। খড়দা, দিনহাটায় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, শান্তিপুরে বিজেপি এজেন্টকে হুমকির অভিযোগ। গোসাবায় বিধিভঙ্গ। অস্বীকার শাসকের।
খড়দার বাংলাদেশি ভুয়ো ভোটারের অভিযোগ ঘিরে তুলকালাম। বিজেপির অভিযোগ খারিজ সিইও দফতরের। জেলাশাসকের রিপোর্ট তলব কমিশনের। উত্তেজনা তৈরির চেষ্টা, পাল্টা তৃণমূল।
খড়দায় আক্রান্ত প্রয়াত কাজল সিনহার ছেলে। অভিযোগ বিজেপি প্রার্থীর ব্যক্তিগত দেহরক্ষীর বিরুদ্ধে। ভর্তি হাসপাতালে। প্রতিবাদে জয় সাহার গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের।
খড়দায় আক্রান্ত প্রাক্তন সিপিএম বিধায়ক। দলীয় অফিসের সামনেই ইট মেরে তন্ময় ভট্টাচার্যের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নাটক করে মার খাচ্ছেন, পাল্টা পার্থ।
শান্তিপুরে হুমকির মুখে বিজেপির পোলিং এজেন্টকে ঘরে তালাবন্দি করলেন মা। ফুলিয়ায় বিজেপির এজেন্টের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। মিথ্যা অভিযোগ, পাল্টা তৃণমূল প্রার্থী।
দিনহাটায় সন্ত্রাস চালিয়েছে শাসক দল। বসতে দেওয়া হয়নি পোলিং এজেন্ট। অভিযোগ বিজেপি প্রার্থীর। এত কেন্দ্রীয় বাহিনী, কে বাধা দেবে ? পাল্টা উদয়ন গুহ।
বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সবচেয়ে কম ভোট পড়ল খড়দায়। শান্তিপুরে ৭৬ শতাংশ, গোসাবায় ৭৬ শতাংশ, দিনহাটায় ভোটদানের হার প্রায় ৭০ শতাংশ। ফলপ্রকাশ মঙ্গলবার।
কংগ্রেসের জন্যই শক্তিবৃদ্ধি মোদির। কংগ্রেস সিদ্ধান্ত না নিতে পারলে দেশ কেন ভুগবে ? গোয়ায় আক্রমণ মমতার। কংগ্রেস ধ্বংসের চেষ্টা, পাল্টা অধীর।
২০২৪-এ লোকসভা ভোটে বিজেপির নতুন স্লোগান এবার ২৫ পার। ভোট রণকৌশল বৈঠকের পর জানালেন সুকান্ত। অনভিজ্ঞ, আগে বিধায়কদের সামলান। পাল্টা সৌগত।
রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ ফের হাজারের কাছাকাছি। জোগানের অভাবে আজ থেকে কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ কোভ্যাক্সিনের প্রথম ডোজ। মিলবে শুধু দ্বিতীয় ডোজ।
মুর্শিদাবাদের সালারে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীকে কুপিয়ে খুন। ব্যবসায়িক কারণে খুন বলে অনুমান পুলিশের। অভিযুক্তের বাড়ি জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা।
WB News Live: খিদিরপুরের ফ্যান্সি মার্কেটের উল্টোদিকে গ্রিন প্লাজা মার্কেটে ভয়াবহ আগুন
খিদিরপুরের ফ্যান্সি মার্কেটের উল্টোদিকে গ্রিন প্লাজা মার্কেটে ভয়াবহ আগুন। খিদিরপুরে ইলেকট্রনিক সরঞ্জামের পাইকারি বাজারে আগুন লাগে এদিন। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
WB News Live Updates: মালদার কালিয়াচকে আবাস যোজনার ঘরের জন্য কাটমাটি চাওয়ার অভিযোগ
মালদার কালিয়াচকে আবাস যোজনার ঘরের জন্য কাটমাটি চাওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূল পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীর দিকে। পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসীদের একাংশ। অভিযোগ অস্বীকার অভিযুক্তদের। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগের তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন বিডিও।
WB News Live: রিজেন্ট পার্ক থানা এলাকায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু যুবকের
রিজেন্ট পার্ক থানা এলাকায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু যুবকের। পেশায় পুরোহিত ওই যুবক বাড়িতে একাই থাকতেন। পুলিশ সূত্রে খবর, আজ সকালে বাড়িতে আগুন লাগার পর তিনি বের হতে পারেননি। দমকল সূত্রে খবর, কী থেকে অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
WB News Live Updates: বেআইনিভাবে ফেন্সিং দিয়ে বাড়ির সামনের জমি দখলের অভিযোগ অনুপম হাজরার বাবার বিরুদ্ধে
বেআইনিভাবে ফেন্সিং দিয়ে বাড়ির সামনের জমি দখলের অভিযোগ উঠল বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার বাবার বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বাবাকে হেনস্থার অভিযোগ তুলছেন এই বিজেপি সাংসদ। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
WB News Live: মেদিনীপুর মেডিক্যালে গুলিবিদ্ধ ছাত্রীর অস্ত্রোপচারে দেরি
মেদিনীপুর মেডিক্যালে গুলিবিদ্ধ ছাত্রীর অস্ত্রোপচারে দেরি। দীর্ঘক্ষণ অ্যানাস্থেসিস্ট না থাকার অভিযোগ। হাসপাতালের ভূমিকায় ক্ষোভপ্রকাশ রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার। নির্দেশ দিলেন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।