(Source: Poll of Polls)
West Bengal News Live: সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে গেলেন ফিরহাদ-পার্থ, দেখা করলেন পরিবারের সঙ্গে
Get the latest West Bengal News and Live Updates: ভাইফোঁটার দিনে সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে গেলেন তৃণমূলের দুই নেতা
LIVE
Background
৫ দশকের বর্ণময় জীবনের অবসান। চোখের জলে সুব্রত মুখোপাধ্যায়কে চিরবিদায়। শেষযাত্রায় মানুষের ঢল।
সুব্রতকে শেষশ্রদ্ধায় ভাঙল শাসক-বিরোধী ব্যবধান। রবীন্দ্রসদন থেকে বিধানসভা। দলমত নির্বিশেষে শেষশ্রদ্ধা। কান্নায় ভাঙলেন সুব্রত বক্সি।
চলে গেলেন বঙ্গ রাজনীতির ত্রি মাস্কেটিয়ার্সের শেষ সৈনিক। দীপাবলির উৎসবের আবহে আলো নিভল একডালিয়ায়। কান্নায় ভাঙলেন অগণিত অনুরাগী।
সুব্রত-শোকে বিহ্বল বাংলা। শূন্য বালিগঞ্জের বাড়ির বসার ঘর। নীরব একডালিয়ার কলতান। নাদনঘাটে পঞ্চায়েতমন্ত্রীর প্রাথমিক স্কুলেও শ্রদ্ধাজ্ঞাপন।
সুব্রত’দাই ছিলেন আমাদের উত্তমকুমার, বললেন ফিরহাদ। রাজনীতির শিক্ষক ছিলেন, প্রতিক্রিয়া পার্থ। করতেন না ভেদাভেদ, বললেন শুভেন্দু।
রবীন্দ্রসদনে বন্ধু-সুব্রতকে বিদায় মুনমুনের।
সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে মোহনবাগান ক্লাবে শোকের ছায়া। অর্ধনমিত পতাকা।
ঠাকুরপুকুরে শ্বাসরোধ করে হরিদেবপুরের মহিলাকে খুন, রাস্তার ধারে গর্ত থেকে উদ্ধার দেহ। ময়নাতদন্তের রিপোর্টে পড়ে গিয়ে মৃত্যুর অনুমান খারিজ।
ফের কলকাতায় আক্রান্ত একাকী বৃদ্ধা। টালা থানা এলাকায় দরজার লক ভেঙে হামলা, লুঠপাটের অভিযোগ। ঘটনাস্থলে গেল ফরেন্সিক দল।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭৬৩, ১৩জনের মৃত্যু। দৈনিক সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে কলকাতা। উদ্বেগ বাড়াচ্ছে দুই ২৪ পরগনাও।
করোনাকালে কেন্দ্রের বিনামূল্যে রেশন সম্ভবত আর মিলবে না ৩০ নভেম্বরের পর। এমন প্রস্তাব নেই, স্বাভাবিক হচ্ছে অর্থনীতি, দাবি কেন্দ্রের।
West Bengal News Live: ৪৮ ঘণ্টার মধ্যেই ঠাকুরপুকুর হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ
মহিলাকে খুনের অভিযোগে গ্রেফতার হলেন মাংসের দোকানের কর্মী। ধৃত, খুনের কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। শুক্রবার সকালে ঠাকুরপুকুর থানার এলাকার সখেরবাজারে, ফুটপাথের ধারে একটি গর্তের মধ্যে মহিলার মৃতদেহ উদ্ধার হয়। তাঁর গলায় শাড়ি প্যাঁচানো ছিল। শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন।
WB News Live Updates: প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কেন?
অর্ডার করেও মেলেনি খাবার। অথচ অ্যাপে শো করছে খাবার ডেলিভারি হয়ে গিয়েছে! অনলাইন খাবার সরবরাহের এক সর্বভারতীয় সংস্থার বিরুদ্ধে এমনই অভিযোগ এনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবিষয়ে ওই অনলাইন ফুড ডেলিভারি সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
West Bengal News Live: সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে গেলেন ফিরহাদ-পার্থ
সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে গেলেন ফিরহাদ-পার্থ, দেখা করলেন পরিবারের সঙ্গে। বালিগঞ্জের এই ফ্ল্যাট আজ শুনশান। এসেছিলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, "এ বাড়িতে কত এসেছি, তাঁকে দেখেই রাজনীতি শিখেছি, পুরভোটের আগে অপূরণীয় ক্ষতি।" অন্যদিকে, রুবি হাকিম বলেন, "সুব্রতদা আমাকে বোনের মতো দেখতে, যখন তখন আসতাম, মেয়রের হাতে চা খাচ্ছি কত বড় ব্যাপার, শেষ দেখা হয়েছিল জেলে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, "আমার রাজনৈতিক গুরু, ভাবতেও পারছি না বিধানসভায় আর দেখতে পাব না, সবসময় পরামর্শ দিতেন, কীভাবে চালাব জানি না।"
WB News Live Updates: দুর্গাপুর জাতীয় সড়কে পুলিশের জিপে ধাক্কা বেপরোয়া লরির
দুর্গাপুর জাতীয় সড়কে পুলিশের জিপে ধাক্কা বেপরোয়া লরির। গুরুতর আহত গুড়াপ থানার ওসি ও এসআই। গ্রিন করিডোর করে আনা হল কলকাতায়। শিবপুরে টোটো ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল মহিলার। দুবরাজপুরে গাড়ি-বাইক সংঘর্ষে আহত ৫জন.
West Bengal News Live: চিংড়িঘাটা মোড়ে জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মারল বেপরোয়া গাড়ি
চিংড়িঘাটা মোড়ে জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মারল বেপরোয়া গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হল এক পথচারীর, আহত আরও ৬ জন। ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত।