West Bengal News Live: পুরভোটে প্রার্থীপদ পাইয়ে দিতে টাকা চাওয়ার অভিযোগ, বিজেপির রাজ্য সভাপতিকে নিশানা তৃণমূলের
Get the latest West Bengal News and Live Updates:রাজ্যে করোনায় ফের বাড়ল সংক্রমণ। একদিনে আক্রান্ত ৮৭২ জন। সংক্রমণে শীর্ষে কলকাতা।দেশে বাড়ল দৈনিক মৃত্যুর গ্রাফ।
LIVE
Background
কলকাতা : তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভানেত্রীকে হুমকি দিলেন বিজেপি বিধায়কের। রাজ্যে বিজেপি কোথায়? পাল্টা খোঁচা আলোরানির।
রাজ্যে করোনায় ফের বাড়ল সংক্রমণ। একদিনে আক্রান্ত ৮৭২ জন। সংক্রমণে শীর্ষে কলকাতা। দেশে বাড়ল দৈনিক মৃত্যুর গ্রাফ।
স্কচ পুরস্কারে সম্মানিত পশ্চিমবঙ্গ সরকার। গোল্ড অ্যাওয়ার্ড পেল স্কুল শিক্ষা দফতর, উচ্চশিক্ষা দফতর, পর্যটন ও সংস্কৃতি বিভাগ। শুভেচ্ছা মমতার।
বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে কেন উটপাখির মতো আচরণ করা হচ্ছে? মুখ্যমন্ত্রী যে দুর্দান্ত সাফল্যের দাবি তুলছেন, কেন তা সবার সামনে তুলে ধরবেন না? প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
রাজ্যপালের মন্তব্যকে সমর্থন জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। ভারতের জিডিপি থেকে বাংলার জিডিপি বেশি কী করে? যদি সাফল্য না আসত, তাহলে বাড়ত না। পাল্টা জবাব ফিরহাদ হাকিমের।
বাংলার তৃণমূল নেতৃত্বকে যেন ত্রিপুরার হোটেলে থাকতে না দেওয়া হয়। তেলিয়ামুড়া এলাকার এক হোটেল কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দুষ্কৃতীদের। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে স্থানীয় থানায় বিক্ষোভ তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ ও খোকন দাসের।
ত্রিপুরার হোটেলে হুমকির ঘটনার নেপথ্যে কারা? জানতে তদন্ত করা হচ্ছে, জানালেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে প্রশাসন, আশ্বাস বিজেপি বিধায়ক কল্যাণী রায়ের।
ফের প্রাণ কাড়ল ম্যানহোল। দমদম সেভেন ট্যাঙ্কসে খোলা ম্যানহোলে পড়ে মৃত্যু ব্যক্তির। পুরসভার ভূমিকায় ক্ষোভপ্রকাশ মৃতের পরিবারের। তদন্তের নির্দেশ ফিরহাদ হাকিমের।
WB News Live Updates: আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে খড়গপুরে কচিকাঁচাদের মধ্যে উপহার বিলি তৃণমূলের
খড়গপুর পুরসভার ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু আজ আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে কর্মসূচিতে খড়গপুরে পুরভোটের প্রচারও সেরে নিলেন শাসক দলের নেতারা। কচিকাঁচাদের মধ্যে উপহার বিলি করা হল। আর শিশুদের অভিভাকদের কাছে করা হল ভোটের প্রচার। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
WB News Live Updates: বাংলার নবম গ্র্যান্ডমাস্টার মিত্রাভ গুহকে সম্বর্ধনা দিব্যেন্দু বড়ুয়া চেস অ্যাকাডেমির
বাংলার নবম গ্র্যান্ডমাস্টার মিত্রাভ গুহকে আজ সম্বর্ধনা দিল দিব্যেন্দু বড়ুয়া চেস অ্যাকাডেমি। এই অ্যাকাডেমির শুরুর সময়ের ছাত্র ছিলেন মিত্রাভ। এক সময়ের ছাত্রের সাফল্যে গর্বিত দিব্যেন্দু বড়ুয়া। নতুন গ্র্যান্ডমাস্টারের কথায় উঠে এল পুরনো সেই দিনের কথা।
WB News Live Updates: কল্যাণের পর এবার প্রসূন, রাজীবকে নিয়ে প্রকাশ্যে ক্ষোভ
কল্যাণের পর এবার প্রসূন, রাজীবকে নিয়ে প্রকাশ্যে ক্ষোভ । "ভোটের সময় যারা পালিয়ে গিয়েছিল, তাদের হাওড়ায় ঢুকতে দেব না। যত বড় মাতব্বরই হোক না কেন, হাওড়ায় ঢুকতে দেব না।" ডুমুরজলায় তৃণমূলের সভা থেকে রাজীবকে আক্রমণে প্রসূনের।
WB News Live Updates: ত্রিপুরায় এবার তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ত্রিপুরার উনাকোটির কৈলাসহরে ‘আক্রান্ত’ তৃণমূল। তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গাড়ি রেখে প্রচার চালানোর সময় হামলার অভিযোগ। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি বিজেপির।
WB News Live Updates: ১৩ জন পুরুষ ঘোমটা পরে জগদ্ধাত্রী প্রতিমা বরণ করলেন ভদ্রেশ্বরে তেঁতুলতলায়
ভদ্রেশ্বরে তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজোর। ১৩ জন পুরুষ ঘোমটা পরে জগদ্ধাত্রী প্রতিমা বরণ করলেন। উলু আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠল ঠাকুর দালান, আর এই বরণ দেখতে করোনা বিধি না মেনেই উপচে পড়ল ভিড়।