(Source: Poll of Polls)
West Bengal News Live: ভোটের আগে কাউন্সিলরদের কাজ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
Get the latest West Bengal News and Live Updates: প্রতি পুরসভায় পর্যবেক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
LIVE
Background
কলকাতা : বিধানসভায় বিএসএফের পরিসর বৃদ্ধির প্রতিবাদে প্রস্তাব পাস। ভোটাভুটিতে পক্ষে পড়ল ১১২টি ভোট, বিপক্ষে ৬৩। প্রস্তাব পাঠানো হবে কেন্দ্রের কাছে।
বিএসএফ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে এলাকা দখলের চক্রান্ত দেখছে রাজ্য। ৮০ কিমি পর্যন্ত বাড়ুক বিএসএফের কাজের পরিসর, দাবি শুভেন্দুর।
তল্লাশির নামে মহিলাদের অবাঞ্ছিত স্পর্শ করে বিএসএফ। বিধানসভায় উদয়নের অভিযোগে তোলপাড়। মহিলাদের তল্লাশি করেন মহিলা রক্ষীরাই, অভিযোগ উড়িয়ে জানাল বিএসএফ।
উদয়নের মন্তব্যের বিরোধিতায় বিজেপি। পাল্টা বিধানসভাতেই বিজেপি বিধায়কের পা ভেঙে দেওয়ার হুমকি উদয়নের। কড়া বার্তা দিয়ে থামালেন অধ্যক্ষ।
ডিসেম্বরে কলকাতা-হাওড়ায় পুরভোটে অনিশ্চয়তা। মামলা চলাকালীন বিজ্ঞপ্তি নয়, হাইকোর্টে জানাল কমিশন। ২৪ নভেম্বর শুনানি।
ভোটের আগে আগরতলার জন্য তৃণমূলের ইস্তেহার। জলকর বাতিল থেকে সম্পত্তি করের ভার কমানোর আশ্বাস। শুধুই ঘোষণা, খোঁচা বিজেপির।
ভোটের আগে উত্তরাখণ্ডের বাঙালি মহল্লায় নাড্ডা। বাংলায় রাজনৈতিক বিদ্বেষ, দুর্নীতি দেখে দুঃখ হয় বলে মন্তব্য। আগে পিএম কেয়ার নিয়ে মুখ খুলুন, পাল্টা সুখেন্দু।
রাজ্যে চালু দুয়ারে রেশন। ২জন করে কর্মী নিয়োগ করতে পারবেন ডিলাররা। ১০ হাজার টাকা মাইনের অর্ধেক দেবে রাজ্য।
বাড়িতে নয়, ৫০০ মিটার পরপর দুয়ারে রেশনের গাড়ি। জানাতে হবে আগে থেকে। নতুন গাড়ির জন্য ১ লক্ষ দেবে রাজ্য।
কলেজ খোলার প্রথম দিনেই টিএমসিপি-এসএফআই সংঘাতে উত্তপ্ত প্রেসিডেন্সি।হেল্প ডেস্ক নিয়ে বচসায় হাতাহাতি।
স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ। ব্যাখ্যা সন্তোষজনক না হলে সিবিআই হতে পারে, হুঁশিয়ারি হাইকোর্টের। এসএসসি সচিবকে তলব।
আদালতের জট কাটিয়ে ২ মাসে ১৫ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য। বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী।
রাজ্যে ফের খুলল স্কুল। ফুল-কলম-শাঁখ বাজিয়ে অভ্যর্থনা।প্রথম দিনেই স্কুল-কলেজে প্রায় ৮০ শতাংশ উপস্থিতি।
রাজ্যে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ। দৈনিক মৃত্যুতে শীর্ষে কলকাতা। বড়দিন, নববর্ষের মতো উৎসবের সময় কড়াকড়ি নিয়ে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের।
WB News Live: ইডি-র ডিরেক্টর মেয়াদ বৃদ্ধিকে চ্যালেঞ্জ মহুয়া মৈত্রর
ইডি-র ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রর ১ বছর মেয়াদ বৃদ্ধি। কেন্দ্রের অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদ টুইটারে লেখেন, সিবিআই এবং ইডি ডিরেক্টরের মেয়াদ বাড়ানো নিয়ে কেন্দ্রের অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আমি পিটিশন দাখিল করেছি। সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী কেন্দ্রের এই পদক্ষেপ।
West Bengal News Live: চিংড়িঘাটায় একের পর এক দুর্ঘটনার জেরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
চিংড়িঘাটায় একের পর এক দুর্ঘটনার জেরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কলকাতা ও বিধাননগর পুলিশকে সমন্বয় বাড়িয়ে দুর্ঘটনা রোখার জন্য নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই কলকাতা ও বিধাননগরের পুলিশ আধিকারিকরা চিংড়িঘাটায় যান। সেখানে পুলিশের নজরদারিও বাড়ে।
WB News Live: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট, বিজেপি নেতাকে মারধরের অভিযোগ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করায় কোচবিহারে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া মেলেনি। যদিও গেরুয়া শিবিরের অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল।
West Bengal News Live: জন্মদিনের পার্টিতে চলল গুলি, বিহারের সংস্কৃতি এবার এই রাজ্যেও?
উত্তরপ্রদেশ , বিহারের সংস্কৃতি এবার এই রাজ্যেও? জন্মদিনের পার্টিতে চলল গুলি । যদিও পুলিশের তৎপরতায় ঘটনায় গ্রেফতার হল দুজন । ঘটনাটি ঘটেছে কুলটি থানার বরাকর গোয়ালাপট্টিতে । পুলিশ সূত্রে জানা গেছে এলাকার বাসিন্দা মনোজ যাদবের বাড়িতে ছেলের জন্মদিনের পার্টি ছিলো। এই অনুষ্ঠানে নিজের লাইসেন্স রিভলভার নিয়ে যোগ দিয়েছিলেন ধর্মেন্দ্র যাদব নামে এক যুবক । অনুষ্ঠান চলাকালীন আচমকাই ধর্মেন্দ্র নিজের রিভলভার বের করে শূন্যে চার রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ ।
WB News Live: একা থাকার সুযোগে বাড়িতে লুঠপাটের অভিযোগ
ডানকুনিতে রামকৃষ্ণপাড়ায় একা থাকার সুযোগে বাড়িতে লুঠপাটের অভিযোগ। ধারালো অস্ত্রের কোপে আশঙ্কাজনক বৃদ্ধ। ভর্তি নার্সিংহোমে। জানা গিয়েছে, বাড়িতে একাই থাকতেন ৭৮ বছরের অমরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে পরিচারিকা কাজে এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তাঁকে নার্সিংহোমে ভর্তি করেন জামাই। ঘটনায় গ্রেফতার ২ জন।