West Bengal News Live: মালদার কালিয়াচকে ৪ জনকে খুনের পর কেমিক্যাল ব্যবহার?
Get the latest West Bengal News and Live Updates:কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠক-বিতর্কে আলাপনের জবাবে সন্তুষ্ট নয় কেন্দ্র। ৩০ দিনের মধ্যে জবাব তলব। সন্তোষজনক উত্তর না পেলে মেজর পেনাল্টি প্রসিডিংস, বলল কর্মিবর্গ মন্ত্রক।

Background
কলকাতা: পুজোর আগেই উচ্চ প্রাথমিক, প্রাথমিকে রাজ্যে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ। পুজোর পরে নিয়োগ আরও সাড়ে ৭ হাজার, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠক-বিতর্কে আলাপনের জবাবে সন্তুষ্ট নয় কেন্দ্র। ৩০ দিনের মধ্যে জবাব তলব। সন্তোষজনক উত্তর না পেলে মেজর পেনাল্টি প্রসিডিংস, বলল কর্মিবর্গ মন্ত্রক।
নারদ মামলায় এবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ হলফনামা নিতে অস্বীকার করায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ। আজ শুনানি। শুনানি হবে আইনমন্ত্রীর করা মামলাও।
জন বার্লার পর এবার সৌমিত্র খাঁ। পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবিতে এবার সরব বিজেপির আরেক সাংসদ।
বার্লার পরে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে আরও এক বিজেপি বিধায়ক। উস্কানি দেওয়ার অভিযোগে কোচবিহারের ৫ থানায় বার্লার বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ। সরকারে অনাস্থার বহিঃপ্রকাশ, পাল্টা দিলীপ।
ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টে ধাক্কা রাজ্যের। বৃহত্তর বেঞ্চে খারিজ জাতীয় মানবাধিকার কমিশনকে দিয়ে তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি। গঠিত হল ৭ সদস্যের কমিটি। ঘটনাস্থলে গিয়ে অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট।
জাতীয় মানবাধিকার কমিশনে ৫৪১টি অভিযোগ! রাজ্য কমিশনে একটিও নয়! উদ্বেগ প্রকাশ বিচারপতি টন্ডনের। কী লুকোতে চাইছে সরকার? প্রশ্ন বিজেপির। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুধুই নাটক, পাল্টা তৃণমূল।
দিল্লি থেকে কলকাতা ফিরে এবার উত্তরবঙ্গে রাজ্যপাল। বাগডোগরা পৌঁছেই ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে আক্রমণ।
গণনার পরে লাগাতার হিংসা, কেন হল না তদন্ত? ফের রাজ্যকে নিশানা রাজ্যপালের। শুধুই ইস্যু করার চেষ্টা, কটাক্ষ তৃণমূলের। পাহাড়ে ধনকড়কে কালো পতাকা। রাজ্যপালও সুরক্ষিত নয়! খোঁচা দিলীপের।
এবার আলিপুরদুয়ার বিজেপিতে ভাঙন। তৃণমূলে খোদ জেলা সভাপতি। দলত্যাগ জেলা বিজেপির আরও ৮ নেতার।
প্রণব-পুত্র অভিজিতের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ নিয়ে জল্পনা। ক্যামাক স্ট্রিটের অফিসে বেশ কিছুক্ষণের বৈঠক। প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণের অনুষ্ঠান নিয়ে কথা, খবর সূত্রের।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২ হাজারের নীচে। ৪২জনের মৃত্যু। ৮৮ দিন পর দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। দৈনিক মৃত্যু দেড় হাজারের নীচে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় শিশুদের জন্য সতর্ক থাকতে বললেন মুখ্যমন্ত্রী।
২৪ ঘণ্টার মধ্যে বড়বাজারে ফের বিধ্বংসী আগুন। ভস্মীভূত প্লাস্টিকের গুদাম। রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তিনতলায়। দমকলের ১৫টি ইঞ্জনের সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
WB News Live Updates: এই অমৃতাভ চৌধুরীই কি সরকারি খাতায় ২০১০ সালে জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় 'মৃত'
এ যেন সিনেমার চিত্রনাট্য। যাঁর মৃত্যুর জেরে সরকারি চাকরি পেয়েছে পরিবার, আর্থিক সাহায্যও মিলেছে, সেই তাঁরই হঠাৎ জীবিত থাকার চাঞ্চল্যকর তথ্য। কিন্তু, এই কি সেই?এই অমৃতাভ চৌধুরীই কি সরকারি খাতায় ২০১০ সালে জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় মৃত অমৃতাভ চৌধুরী? তদন্তকারীরা বলছেন, এই যে সেই, তা মনে করার একাধিক পোক্ত কারণ ও যুক্তি আছে। কিন্তু, তাঁর সঙ্গে বেশকিছু ধোঁয়াশাও রয়েছে!
WB News Live Updates: হুগলির মগরায় বন্ধ হয়ে গেল সুতো ও রাসায়নিক তৈরির একটি কারখানা
করোনা পরিস্থিতির মধ্যে হুগলির মগরায় বন্ধ হয়ে গেল সুতো ও রাসায়নিক তৈরির একটি কারখানা। তার জেরে কাজ হারালেন প্রায় চার হাজার শ্রমিক। কর্তৃপক্ষের দাবি, বিপুল লোকসানের কারণেই সাময়িক ভাবে বন্ধ রাখা হচ্ছে কারখানা। যদিও পাকাপাকি ভাবে কাজ হারানোর আশঙ্কা করছেন শ্রমিকরা।






















