West Bengal News Live: কাল থেকে ফের ৪ লক্ষ করে ভ্যাকসিন দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Get the latest West Bengal News and Live Updates:বিধানসভার অভ্যন্তরীণ প্রশাসনে হস্তক্ষেপের চেষ্টা করছেন রাজ্যপাল। লোকসভার অধ্যক্ষের কাছে বেনজির নালিশ বিধানসভার অধ্যক্ষের।

Background
বিধানসভার অভ্যন্তরীণ প্রশাসনে হস্তক্ষেপের চেষ্টা করছেন রাজ্যপাল। লোকসভার অধ্যক্ষের কাছে বেনজির নালিশ বিধানসভার অধ্যক্ষের।
কলাইকুণ্ডায় মোদির বৈঠক থেকে বেরিয়ে যাওয়ায় আলাপনের বিরুদ্ধে কেন্দ্রের চার্জশিট। হারের প্রতিহিংসায় প্রধানমন্ত্রীর নির্দেশে বেআইনি পদক্ষেপ, অভিযোগ তৃণমূলের। আলাপনকে সামনে রেখেই তো লুঠ, পাল্টা দিলীপ।
জন বার্লার পরে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সরব এবার ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক।
পৃথক রাজ্যের দাবি। সৌমিত্রের দাবিতে দলেই প্রশ্ন। ক্ষুণ্ণ হচ্ছে ভাবমূর্তি, সতর্ক করার দাবি মিডিয়া সেলের একাংশের। বাংলা ভাগ চায় না বিজেপি, দলে থাকলে মানতে হবে নীতি, বার্তা দিলীপের। বিতর্কের মুখে সুর নরম সৌমিত্রর।
বিচারপতি অনিরুদ্ধ বসু সরে দাঁড়ানোর পরে নারদ-মামলায় সুপ্রিম কোর্টে নতুন বেঞ্চ। হাইকোর্ট হলফনামা না নেওয়ার অভিযোগে মমতা-মলয়ের আবেদনের শুনানি। ফের শুনানি আগামী শুক্রবার।
সংসদে শপথগ্রহণের সময় বিবাহিত বলেও কেন পরে সহবাসের দাবি? তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে এবার লোকসভার অধ্যক্ষকে বিজেপি সাংসদের চিঠি। সবেতেই রাজনীতি, পাল্টা তৃণমূল।
মাথা মুড়িয়ে বিজেপি থেকে তৃণমূলে খানাকুলের বহু বিজেপি কর্মী-সমর্থক। ভুলের প্রায়শ্চিত্ত বলে দাবি। ময়ূরেশ্বরে তুলসী গাছ নিয়ে তৃণমূলে যোগ বিজেপি কর্মীদের। হয়ত সুরক্ষা দিতে পারিনি, তাই ফিরছেন, স্বীকারোক্তি দিলীপের।
শর্তসাপেক্ষে দেশে ফিরতে তৈরি বিনয় মিশ্র। চাই গ্রেফতার না করার প্রতিশ্রুতি। আদালতে প্রস্তাব আইনজীবীর। কড়া পদক্ষেপ নয়, আশ্বাস দিতে তৈরি, জানাল কেন্দ্র। ইচ্ছেমতো সিদ্ধান্ত নেওয়া যায়? সিবিআইকে প্রশ্ন বিচারপতির।
সারদার আমানতকারীদের টাকা ফেরাতে ১ সদস্যের কমিটি গড়ার ভাবনা হাইকোর্টের। শ্যামল সেন কমিশনের রিপোর্ট কেন এখনও পড়ে? কেন দেওয়া হচ্ছে না ১৩৮ কোটি? প্রশ্ন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। ২৯ জুন শুনানি।
ভুয়ো আইএএস পরিচয় দিয়ে টিকাকরণ কেন্দ্রে। কসবায় গ্রেফতার ১। পুরসভার যুগ্ম কমিশনার পরিচয়ে দেওয়ার অভিযোগ। নিউ মার্কেট থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। এই কেন্দ্রেই টিকা নেন সাংসদ মিমি।
কারিগরি শিক্ষার প্রশিক্ষণের খরচে বেনিয়মের অভিযোগ। বিভাগীয় তদন্তের নির্দেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর। কম প্রশিক্ষণ সত্বেও, কীভাবে খরচ বরাদ্দের ২০০ কোটি টাকা? তদন্ত করে রিপোর্ট তলব।
৪ জনকে খুনের পর অ্যাসিডে ডুবিয়ে দেহ লোপাটের ছক ছিল আসিফের? কালিয়াচককাণ্ডে সন্দেহ তদন্তকারীদের। কীভাবে খুন? হদিশ পেতে ধৃতকে নিয়েই ঘটনার পুনর্নির্মাণ। গোপন জবানবন্দি দিতে পারেন দাদা-মামা।
বয়স বলছেন তিরিশ, হওয়ার কথা চল্লিশ। জ্ঞানেশ্বরী প্রতারণাকাণ্ডে অভিযুক্ত অমৃতাভ চৌধুরীর বয়স নিয়ে ধোঁয়াশা। অসিফিকেশন টেস্টের সিদ্ধান্ত সিবিআইয়ের। দু’একদিনের মধ্যেই হবে ডিএনএ টেস্টও।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ফের ২ হাজারের নীচে, ৪৭জনের মৃত্যু। তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে বিশেষজ্ঞ কমিটি রাজ্যের। চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ফাইজারের টিকা। কোভ্যাকসিনের তৃতীয় ট্রায়ালের রিপোর্ট পেশ।
WB News Live Updates: ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল
রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রাজ্যে ৭ সদস্যের প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গে এল রাজীব জৈনের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল। অভিযোগকারীদের সঙ্গে কথা বলবেন প্রতিনিধি দলের সদস্যরা
WB News Live Updates: ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পকাণ্ডের তদন্তে এবার লালবাজার
ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পকাণ্ডের তদন্তে এবার লালবাজার। তদন্তভার হাতে নিল লালবাজারের প্রতারণা দমন শাখা। কসবা থানায় গিয়ে অভিযুক্ত দেবাঞ্জন দেবকে জিজ্ঞাসাবাদ






















