West Bengal News Live Updates: গ্রুপ ডি নিয়োগে ‘দুর্নীতি’, আদালতের নজরে আরও ৫৪২
Get the latest West Bengal News and Live Updates:প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে মমতা-সুব্রহ্মণ্যম স্বামী বৈঠক। জয়প্রকাশ, মোরারজি, রাজীবের সঙ্গে তুলনা করে প্রশংসা সুব্রহ্মণ্যমের।
LIVE
Background
কলকাতা: এবার মেঘালয় কংগ্রেসে ধস নামিয়ে প্রধান বিরোধী দল তৃণমূল। বিরোধী দলনেতা মুকুল সাংমা সহ ১২ বিধায়ক যোগ দিলেন জোড়াফুলে, খবর সূত্রের।
টাকা দিয়ে মেঘালয়ে বিধায়ক কিনেছে তৃণমূল। নৈতিকতা থাকলে জোড়াফুলের প্রতীকে জিতে দেখাক, আক্রমণ অধীরের। প্রমাণ দিন, নৈতিকতা শিখব না, পাল্টা সৌগত।
২০ এপ্রিল শিল্প সম্মেলনের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর।
মোদির সঙ্গে বৈঠকে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির নিয়ে নালিশ মমতার। উঠল বকেয়ার প্রসঙ্গ। কোথায় কত পেয়ে, কত খরচ, তথ্য দিন, দাবি বিজেপির।
পুরভোট নিয়ে অশান্ত ত্রিপুরা। সায়নীর বিরুদ্ধে কীভাবে খুনের চেষ্টার মামলা? মোদির কাছে নালিশ মমতার। ৩০ নভেম্বর যাচ্ছেন মুম্বই।
দিল্লি গিয়েও সনিয়ার সঙ্গে দেখা করলেন না মমতা। বিজেপির সঙ্গে আঁতাঁতের অভিযোগ অধীরের।গুরুত্বে নারাজ তৃণমূল।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে মমতা-সুব্রহ্মণ্যম স্বামী বৈঠক। জয়প্রকাশ, মোরারজি, রাজীবের সঙ্গে তুলনা করে প্রশংসা সুব্রহ্মণ্যমের।
পুরভোট মামলা পিছিয়ে হাইকোর্টে সোমবার শুনানি। আজ বিজ্ঞপ্তি জারি না হলে ১৯ ডিসেম্বর ভোট অসম্ভব। আইনি পরামর্শ নিচ্ছে কমিশন।
বিজ্ঞপ্তি জটে হাওড়া পুরসভা। বিলে সই না করে ফের ব্যাখ্যা তলব রাজ্যপালের। প্রয়োজনে হাওড়া বাদ দিয়ে শুধু কলকাতায় ভোটের প্রস্তুতি।
খেজুরির সভায় শুভেন্দুর বার্তা, খারিজ বামেদের। আঁতাত স্পষ্ট, খোঁচা তৃণমূলের।
নিয়োগে দুর্নীতির অভিযোগে বামেদের এসএসসি ভবন অভিযানে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
স্কুলে গ্রুপ-ডি নিয়োগে দুর্নীতির অভিযোগ। সিবিআই অনুসন্ধানের নির্দেশে ৩ সপ্তাহের জন্য ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ। সোমবার শুনানি।
কমিশন ও পর্ষদকে গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত সব নথি জমার নির্দেশ হাইকোর্টের। দিতে হবে রেজিস্ট্রার জেনারেলের কাছে। সোমবার শুনানি।
মোদির ঘোষণার পরে কৃষি আইন প্রত্যাহারের পথে কেন্দ্র। মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র, শীতকালীন অধিবেশনে পেশ। মার্চ পর্যন্ত ফ্রি রেশনের সিদ্ধান্ত।
স্কুলে যাওয়ার পথে গলা কেটে ফালাকাটায় দশম শ্রেণির ছাত্রীকে খুন। প্রেমে প্রত্যাখ্যানের প্রতিশোধের অভিযোগ। প্রতিবেশী গ্রেফতার।
রাজ্যে দৈনিক সংক্রমণ-মৃত্যুতে কলকাতাই শীর্ষে। পুজোর পরে টেস্ট কমায় রাজ্যকে চিঠি কেন্দ্রের। হুগলি, কোচবিহার-সহ ৪ জেলার উল্লেখ।
West Bengal News Live: কালীঘাটের গেস্ট হাউসে কালিম্পং থেকে আসা মহিলার রহস্যমৃত্যু
কালীঘাটের গেস্ট হাউসে কালিম্পং থেকে আসা মহিলার রহস্যমৃত্যু। ঘরের ভিতর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কালীঘাট থানার পুলিশ।
West Bengal News Live: শিলিগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকল ডাম্পার
শিলিগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকল ডাম্পার। ডাম্পারের ধাক্কায় মৃত্যু ২ জনের, আহত ৭ জন। শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি আহতরা
West Bengal News Live: ১৭ লক্ষ টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করলেন তৃণমূল নেতা
১৭ লক্ষ টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করলেন তৃণমূল নেতা। চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরে। অপহরণের ঘটনা স্বীকারও করেছেন অভিযুক্ত, পঞ্চায়েত সদস্যার স্বামী। ২২ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ।
West Bengal News Live: ফেসবুক পোস্ট হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী
এবার বিধানসভা ভোটের আগে যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁদের কোনও অবস্থাতেই তৃণমূলে ফেরানো যাবে না। তাঁর প্রতি দলের এমনই নির্দেশ রয়েছে। ফেসবুক পোস্টে এই দাবি করেছেন হুগলির বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। সম্প্রতি হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের তরফে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়, বিজেপি বা অন্য দলের কোনও নেতা, কর্মী যদি তৃণমূলে যোগ দিতে চান, তাহলে আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত নির্দেশ ছাড়া তৃণমূলে কোনও রকম যোগদান করানো যাবে না।
West Bengal News Live: দেওয়াল লিখে প্রচার শুরু করে দিল তৃণমূল
মেদিনীপুর পুরসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। তার আগেই, দেওয়াল লিখে প্রচার শুরু করে দিল তৃণমূল। তৃণমূলের বিরুদ্ধে দেওয়াল দখলের অভিযোগে সরব বিজেপি। দেওয়াল কি কারও পৈত্রিক সম্পত্তি? পাল্টা খোঁচা শাসকদলের।