West Bengal News Live: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৯৭৬ জন, মৃত ১৫
Get the latest West Bengal News and Live Updates:বাংলাদেশের অশান্তিকে হাতিয়ারের অভিযোগে শান্তিপুরে অভিষেকের নিশানায় শুভেন্দু।
LIVE
Background
কলকাতা: রাজ্যে একদিনে করোনায় ৮০৬জন আক্রান্ত, ১৫জনের মৃত্যু। দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা, ৬জনের মৃত্যু। রাজ্যকে চিঠি উদ্বিগ্ন কেন্দ্রের।
বাংলায় উদ্বিগ্ন দিল্লি
বেলাগাম সংক্রমণ। কাল থেকে ৩দিন রাজপুর-সোনারপুরের ৩৫টি ওয়ার্ডে কার্যত লকডাউন। শুধু অত্যাবশ্যকীয় পরিষেবাকে ছাড়।
কালীপুজোয় সব ধরনের বাজি বন্ধে হাইকোর্টে মামলা। করোনার সংক্রমণ বৃদ্ধির কথা উল্লেখ করে গত বছরের নির্দেশ বহাল রাখার আবেদন।
সরকারি হাসপাতালে ভর্তি হতে গেলে থাকতেই হবে স্বাস্থ্যসাথী কিংবা হেলথ কার্ড। না হলে হাসপাতালেই মিলবে কার্ড। অ্যাডভাইসরি স্বাস্থ্য দফতরের।
আবশ্যিক ‘স্বাস্থ্যসাথী’
মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টাকে খুনের হুমকি দিয়ে স্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি। তৎপর রাজ্য সরকার। ব্যবস্থা করা হল নিরাপত্তার।
ভোটার তালিকা তৈরি হলেই পাহাড়ে জিটিএ নির্বাচন, পরে পঞ্চায়েত। কার্শিয়ঙে ঘোষণা মুখ্যমন্ত্রীর। কেন পুরভোট কেন স্থগিত? পাল্টা বিজেপি।
বাংলাদেশের অশান্তিকে হাতিয়ারের অভিযোগে শান্তিপুরে অভিষেকের নিশানায় শুভেন্দু।
ভোটের সময় বাংলাদেশ সফর, অশান্তির সময় যাচ্ছেন না কেন? মোদি-শাহকে তোপ অভিষেকের। বিদেশনীতি নিয়ে লাফালাফি কেন! পাল্টা শমীক।
কংগ্রেস-সিপিএম নয়, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে তৃণমূলই। ফের হুঙ্কার অভিষেকের।
ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল। গাড়ি ভাঙচুরের অভিযোগ। হামলায় অভিযুক্তরা কেন অধরা? ডিজিপিকে চিঠি সুস্মিতার। রবিবার যাচ্ছেন অভিষেক।
ফের তৃণমূলের নিশানায় কংগ্রেস। বাংলা-ত্রিপুরায় সাইনবোর্ড, কেন লড়ে? খোঁচা সুস্মিতারও।
জগদ্দলে বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়ির সামনে বোমাবাজি। ভাটপাড়া থেকে এনআইএ-র হাতে গ্রেফতার ২।
ফুসফুসে সংক্রমণ। শ্বাসকষ্ট, রক্তচাপের সমস্যা। স্থিতিশীল হলেও বিপন্মুক্ত নন সুব্রত মুখোপাধ্যায়। কিছুটা উন্নতি হলেই অ্যাঞ্জিওগ্রাম।
WB News Live Updates: করোনা বিধি মানতে, হুগলির ব্যান্ডেলে সতর্কতামূলক প্রচার
রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা বিধি মানতে, হুগলির ব্যান্ডেলে সতর্কতামূলক প্রচার। চন্দননগর কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে মাইকে প্রচার করেন চুঁচুড়া পুরসভার কর্মীরা। অন্যদিকে, রাজপুর-সোনারপুর পুর এলাকায়, আগামী তিনদিন সমস্ত বাজার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
WB News Live Updates: আজ ডেঙ্গি নিয়ন্ত্রণ নিয়ে একটি বৈঠক করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর
পুজোর পর করোনার বাড়বাড়ন্তের মধ্যেই এবার ডেঙ্গি নিয়ে আশঙ্কা। আজ ডেঙ্গি নিয়ন্ত্রণ নিয়ে একটি বৈঠক করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। সেই বৈঠকে রাজ্যের ৪৩টি পুর এলাকার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়ছে, যে বাড়িতে ডেঙ্গি আক্রান্তের সন্ধান পাওয়া যাবে তার ৫০ মিটারের মধ্যে ফিভার সার্ভে করতে হবে। ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিললেই জানাতে হবে পুর ও নগরোন্নয়ন দফতরে। অন্যদিকে, বাড়ি বাড়ি গিয়ে মশাদমন অভিযানের সময়সীমা ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
West Bengal News Live: রাজ্যপালকে দেখতে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রাজ্যপাল জগদীপ ধনখড়। ভর্তি আছেন দিল্লির এইমসে। সেখানে রাজ্যপালকে দেখতে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অশোক ভট্টাচার্যের স্ত্রীর মৃত্যু, সমাবেদনা জানিয়ে ফোন মুখ্যমন্ত্রীর
অশোক ভট্টাচার্যের স্ত্রীর মৃত্যু, সমাবেদনা জানিয়ে ফোন মুখ্যমন্ত্রীর। বহুদিন থেকে অসুখে ভুগছিলেন, মুখ্যমন্ত্রীকে বললেন অশোক ভট্টাচার্য। আপনি একা হয়ে গেলেন, সাবধানে থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন। শিলিগুড়ির প্রাক্তন মেয়রকে ফোনে বললেন মুখ্যমন্ত্রী
WB News Live Updates: ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, মেদিনীপুর, হাওড়ার বহু এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জোন
ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। মেদিনীপুর, হাওড়ার বহু এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে। করোনা সংক্রমণ রুখতে পথে নেমেছ পুলিশ। মাস্ক বিলির পাশাপাশি, করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।