West Bengal News Live: আগামী বছর থেকে হাওড়া-রাঁচি রুটে চলবে বন্দে ভারত এক্সপ্রেস
Get the latest West Bengal News and Live Updates:রাজ্যে করোনা আক্রান্ত ফের হাজার ছুঁইছুঁই। দৈনিক সংক্রমণে কলকাতাই শীর্ষে, একদিনে ৪জনের মৃত্যু। উদ্বেগ বাড়াচ্ছে জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা।
LIVE
Background
কলকাতা: উত্তরাখণ্ডে ফের দুর্ঘটনা, ৫ বাঙালির মৃত্যু। কৌশানি যাওয়ার পথে খাদে আসানসোল-রানিগঞ্জের পর্যটকদের গাড়ি। আহত ১১, সঙ্কটজনক ৭।
নিমতৌড়িতে দুর্ঘটনা, ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কোঅর্ডিনেটর তিস্তা বিশ্বাসের মৃত্যু। গুরুতর আহত স্বামী-মেয়ে। গাড়িতে পিছন থেকে ট্যাঙ্কারের ধাক্কা।
রাজ্যে করোনা আক্রান্ত ফের হাজার ছুঁইছুঁই। দৈনিক সংক্রমণে কলকাতাই শীর্ষে, একদিনে ৪জনের মৃত্যু। উদ্বেগ বাড়াচ্ছে জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা।
স্বাস্থ্যসাথী কার্ড না নিয়ে রোগী ফেরানোর অভিযোগ। ৭টি বেসরকারি হাসপাতালকে শোকজ স্বাস্থ্য কমিশনের। ৩ নভেম্বরের মধ্যে জবাব তলব।
মার্চের প্রথম সপ্তাহেই হতে পারে মাধ্যমিক, এপ্রিলের শুরুতে উচ্চমাধ্যমিক, এপ্রিলের শেষে জয়েন্ট এন্ট্রান্স। নবান্নের অনুমোদনের অপেক্ষা।
নভেম্বর থেকে খুলছে স্কুল, তৈরি গাইডলাইনের খসড়া। এক সময়ে সব ক্লাস নয়, স্কুল শুরু-ছুটির সময়ও বদলের ভাবনা। আপাতত খেলাধুলো, অনুষ্ঠানে লাগাম।
পেগাসাস নিয়ে সংসদে ঝড় তোলার প্রস্তুতি তৃণমূলের। প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি সুদীপের। অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ। বাংলাতেও ফোন ট্যাপ হয়, পাল্টা সুকান্ত।
উপনির্বাচনের ঠিক আগে উত্তরবঙ্গ-বিজেপিতে ভাঙন। তৃণমূলে ফিরলেন রায়গঞ্জের বিধায়ক।
ভোটের ৬ মাসের মধ্যেই বিজেপি ৭৭ থেকে কমে ৭০। মমতার প্রশংসা করে দল ছাড়ালেন রায়গঞ্জের বিধায়ক।
এবার আরব আমিরশাহী থেকে মমতাকে আমন্ত্রণ। শারজা আন্তর্জাতিক বইমেলায় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ। বইমেলা শুরু ৩ নভেম্বর, চলবে ১৩ তারিখ পর্যন্ত।
খুনের হুমকি দিয়ে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার স্ত্রীকে হুমকি চিঠি। হেয়ার স্ট্রিট থানায় এফআইআর। রাজাবাজার সায়েন্স কলেজে গিয়ে জিজ্ঞাসাবাদ।
দীপাবলিতে ২ ঘণ্টার জন্য পরিবেশবান্ধব বাজিতে পর্ষদের ছাড়। ৩৫ মিনিট ছাড় বড়দিন-বর্ষবরণের রাতে। বাজি দূষণহীন হয় নাকি! প্রশ্ন পরিবেশকর্মীদের।
স্থিতিশীল হলেও, এখনও সঙ্কটমুক্ত নন সুব্রত মুখোপাধ্যায়। ম্যালেরিয়া আক্রান্ত রাজ্যপাল। দিল্লির এইমসে দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
WB News Live Updates: বহরমপুরে জলাভূমি ভরাটের প্রতিবাদে বিদ্বজ্জনদের অবস্থান ও অনশন কর্মসূচি বানচাল করল পুলিশ
মুর্শিদাবাদের বহরমপুরে জলাভূমি ভরাটের প্রতিবাদে বিদ্বজ্জনদের অবস্থান ও অনশন কর্মসূচি বানচাল করল পুলিশ। ছাব্বিশজন আন্দোলনকারীকে আটক করা হয়। পুলিশের বিরুদ্ধে অনশনমঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদে পথে নামেন আন্দোলনকারীরা। এই ঘটনায় তরজায় জড়িয়েছে কংগ্রেস ও তৃণমূল।
দিনহাটায় উপনির্বাচনের আগে BSF অফিসারের সঙ্গে দেখা করে বিধিভঙ্গ করেছেন দিলীপ ঘোষরা, অভিযোগ তৃণমূলের
দিনহাটায় উপনির্বাচনের আগে BSF অফিসারের সঙ্গে দেখা করে বিধিভঙ্গ করেছেন দিলীপ ঘোষরা। জেলাশাসকের কাছে এই অভিযোগ জানাল তৃণমূল। যদিও নিজেদের অবস্থানে অনড় রয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বামেরা। যদিও তা মানতে নারাজ তৃণমূল।
WB News Live: রাত নামলেই সক্রিয় বালি মাফিয়ার দল, অজয়ের বুক থেকে অবৈধভাবে তুলে নেওয়া হচ্ছে বালি
রাত নামলেই সক্রিয় হয়ে উঠছে বালি মাফিয়ার দল। অজয়ের বুক থেকে অবৈধভাবে তুলে নেওয়া হচ্ছে বালি। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাঁদের দাবি, তার জেরেই ভাঙনে বিপর্যস্ত বেগুনখোলা গ্রাম। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক।
WB News Live Updates: ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থ পুরসভা, অভিযোগে দলের রাজ্য দফতরে মশারি টাঙিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা কর্মীরা
ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থ পুরসভা। এই অভিযোগে দলের রাজ্য দফতরে মশারি টাঙিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা কর্মীরা। দলের শ্রমিক সংগঠনের তরফে পুরসভা অভিযানের ডাক দেওয়া হলেও পুলিশ তাদের রাজ্য দফতরের কাছেই আটকে দেয়।
WB News Live: বিজেপিকে নিয়ে মত পিকের ব্যক্তিগত, প্রতিক্রিয়া তৃণমূলের
জিতুক বা হারুক, ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে বিজেপি। গোয়ায় তৃণমূল নেত্রীর সফরের দিনই এই মন্তব্য করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। রাহুল গান্ধী সম্পর্কেও পিকে-র গলায় কটাক্ষের সুর। বিজেপির হাত শক্ত করছেন! পাল্টা আক্রমণ কংগ্রেসের। পিকের ব্যক্তিগত মত। প্রতিক্রিয়া তৃণমূলের।