(Source: Poll of Polls)
West Bengal News Live: কলকাতা পুরভোটের প্রস্তুতি, প্রতি বরোয় একজন করে পর্যবেক্ষক
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব খবরের আপডেট দেখতে থাকুন, এক নজরে...
LIVE
Background
কলকাতা: আজ দুপুর তিনটেয় কালীঘাটে (Kalighat) তৃণমূলের ওয়ার্কিং কমিটির (TMC Working Committee) বৈঠক। সূত্রের খবর, সংসদের (Parliament) শীতকালীন অধিবেশনে কীভাবে বিজেপির (BJP) মোকাবিলা করা হবে। কংগ্রেসের (Congress) সঙ্গে কক্ষ সমন্বয় করা হবে কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বৈঠকে।
আজ দুপুরে কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি। জানালেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)।
২৪ ঘণ্টার মধ্যেই ভোলবদল। কংগ্রেসের প্রার্থী তালিকায় নাম থাকা পার্থ মিত্র দাবি করলেন, তিনি তৃণমূলেই আছেন। প্রার্থীপদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কংগ্রেস। পাল্টা কংগ্রেসের দাবি, প্রার্থী হতে তদ্বির করেন পার্থ মিত্রই।
পার্থ মিত্র ফিরে গিয়েছেন তৃণমূলে। ফলে ওই ওয়ার্ডে গতকাল ফের নতুন প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। ৮ নম্বর ওয়ার্ডে এবার হাত শিবিরের প্রার্থী তপন শীল।
কলকাতা পুরভোটে কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের আগে প্রদেশ কংগ্রেস দফতরে বিক্ষোভ। স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা না করেই প্রার্থী তালিকা। এই অভিযোগ তুলে গতকাল বিধান ভবনে বিক্ষোভ দেখাল কংগ্রেস কর্মীদের একাংশ।
কলকাতা পুরভোটে কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ। আরও ২৮ জনের নাম ঘোষণা। প্রার্থী বদল করা হল তিনটি ওয়ার্ডে। প্রার্থী ঘোষণার সময়ই বিধান ভবনে হট্টগোল।
সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে জেলায় জেলায় ২৮টি কমিটি গঠন স্বাস্থ্য দফতরের। কমিটির চেয়ারপার্সন শাসক দলের নেতা-মন্ত্রীরা। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে স্বজনপোষণের অভিযোগ বিভিন্ন চিকিৎসক সংগঠনের। প্রতিক্রিয়া মেলেনি স্বাস্থ্য দফতরের।
করোনায় মৃতের সঠিক সংখ্যা জানাক রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে দাবি জানালেন অধীর চৌধুরী। করোনায় মৃতদের পরিবারকে যাতে রাজ্য দ্রুত আর্থিক সাহায্য করে, সেই দাবিও করেছেন তিনি।
নদিয়ার হাঁসখালিতে পথ দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু ঘিরে তুঙ্গে রাজনীতি। আর কত দুর্ঘটনা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে জাগাবে? ট্যুইটে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। তিনিও পরিবহণমন্ত্রী ছিলেন। তখন কী করেছেন? পাল্টা শুভেন্দুকে খোঁচা সুখেন্দুশেখর রায়ের।
নিক্কোপার্কের সামনে নবদিগন্ত ট্রাফিক গার্ডের অভিযান। মদ খেয়ে কেউ গাড়ি চালাচ্ছেন কিনা, তা ধরতেই রবিবার রাতে অভিযান চালাল পুলিশ। পরীক্ষা করে দেখা হয় গাড়ির কাগজপত্রও।
WB News Live Updates : ডেঙ্গি মোকাবিলায় অভিযান বিধাননগর ও বরানগর পুরসভার
ডেঙ্গি মোকাবিলায় অভিযান বিধাননগর ও বরানগর পুরসভার। বিধাননগরে বাড়ির ছাদে জল জমে রয়েছে কি না দেখতে, ওড়ানো হয় ড্রোন। বরানগরে বাড়ি বাড়ি প্রচার করেন পুর কর্মীরা।
WB News Live Updates : কলকাতা পুরভোটের প্রস্তুতি, প্রতি বরোয় থাকছেন একজন করে পর্যবেক্ষক
কলকাতা পুরভোটের প্রস্তুতি। আজ বরোর পর্যবেক্ষক ও রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করল রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা পুরসভার প্রতি বরোতে থাকছেন একজন করে পর্যবেক্ষক। নিয়োগ করা হচ্ছে, ৪ জন বিশেষ পর্যবেক্ষকও।
WB News Live Updates : পুরীতে কলকাতা ট্রাফিক পুলিশের এসির অস্বাভাবিক মৃত্যু
পুরীতে কলকাতা ট্রাফিক পুলিশের এসির অস্বাভাবিক মৃত্যু। পুরীর হোটেলে কলকাতা ট্রাফিক পুলিশের এসি অলোক রায়ের অস্বাভাবিক মৃত্যু হয় । সপরিবারে পুরী বেড়াতে গিয়েছিলেন, হোটেলের ঘরে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। চিকিৎসক এসে মৃত বলে ঘোষণা করেন। পুরী যাচ্ছে লালবাজারের একটি টিম।
WB News Live Updates : সরকারকে ধান বিক্রি করেও লাভের লাভ হচ্ছে না, অভিযোগ রায়গঞ্জ ব্লকের কৃষকদের একাংশের
সরকারকে ধান বিক্রি করেও লাভের লাভ হচ্ছে না। অভিযোগ, রায়গঞ্জ ব্লকের কৃষকদের একাংশের। তাঁদের দাবি, সরকারি মাণ্ডিতে বিক্রি করলেও ১ কুইন্ট্যাল ধান দিলে ৯২ বা ৯৩ কেজির দাম দেওয়া হচ্ছে। বিষয়টি জানা নেই বলে দাবি, জেলা তৃণমূল সভাপতির। ধান কেনার নামে কাটমানি নিচ্ছে সরকার। অভিযোগ বিজেপির।
WB News Live Updates : সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত : মমতা
মেঘালয়ের ১২জন বিধায়কের সঙ্গে দেখা করতে পেরে অত্যন্ত আনন্দিত। ওয়ার্কিং কমিটির বৈঠকের পরে জানালেন তৃণমূলনেত্রী। গোয়া, হরিয়ানা, বিহারের মতো রাজ্যের নেতাদের সঙ্গেও আমার দেখা হয়েছে। সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত, এটা আমাকে আনন্দ দেয় বলেও লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।