(Source: Poll of Polls)
West Bengal News Live: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭০৫ জন, মৃত্যু ১৩ জনের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব খবরের আপডেট দেখতে থাকুন, এক নজরে
LIVE
Background
কলকাতা: বাদল অধিবেশনে হইচই, শীতকালীন অধিবেশনে শাস্তি। গোটা অধিবেশনের জন্যেই কংগ্রেস (Congress), তৃণমূল (TMC), বাম (cpm), শিবসেনার ১২ জন সাংসদ সাসপেন্ড।
আত্মপক্ষ সমর্থনে বলার সুযোগ না দিয়েই কেন শাস্তি? রাজ্যসভায় সাসপেনশন নিয়ে আক্রমণে কংগ্রেস-তৃণমূল। চেয়ারম্যানের সিদ্ধান্ত, পাল্টা বিজেপি।
সাসপেনশনের প্রতিবাদেও দূরত্ব! রণকৌশল ঠিক করতে আজ কংগ্রেস-সহ ১৪দলের বৈঠকে নাম নেই তৃণমূলের। জানানোই হয়নি, দাবি সুখেন্দুর।
পাখির চোখ ২০২৪। কংগ্রেসের মুখাপেক্ষী না হয়ে জাতীয় স্তরে লড়াইয়ের বার্তা মমতার। আজ যাচ্ছেন মুম্বই। ইডি ডাকতেই তালগোল, খোঁচা অধীরের।
তৃণমূলের ৩দিন পরে কলকাতা পুরভোটের প্রার্থী ঘোষণা বিজেপির। প্রাধান্য পেলেন মহিলারা।
কলকাতা পুরভোটে তৃতীয় দফায় আরও ৩১টি ওয়ার্ডের প্রার্থীর নাম ঘোষণা প্রদেশ কংগ্রেসের। বদল ৫ প্রার্থী। ৩ দফায় ঘোষিত হল ১২০ জন প্রার্থীর নাম।
প্রার্থী নিয়ে অসন্তোষ। সন্তোষপুরে তৃণমূল কর্মীদের একাংশের বিক্ষোভ। একটা ওয়ার্ডে সবাই টিকিট পেতে পারেন না, জানিয়ে দিলেন ফিরহাদ।
লোকসভা-রাজ্যসভায় ধ্বনিভোটে পাস কৃষি আইন প্রত্যাহার বিল। তুমুল বিক্ষোভ বিরোধীদের।
প্রত্যাহার-বিল পাস
বিরোধী জোটে আরও ফাটল। কংগ্রেসের ডাকা বৈঠকে গরহাজির তৃণমূল।পাল্টা গাঁধীমূর্তির পাদদেশে বিক্ষোভ। রণকৌশল নিয়ে কালীঘাটে বৈঠক।
বিজেপি-ত্যাগের পর বাসন্তীতে তৃণমূলের মঞ্চে শ্রাবন্তী।
ভ্যাকসিনেশনে অনেক এগিয়ে বিজেপি শাসিত রাজ্য। গোয়া-হিমাচলে ১০০ শতাংশ প্রথম ডোজ। ৯০ শতাংশের আগেই আটকে বাংলা-সহ বিরোধী শাসিত রাজ্য, দাবি সূত্রের।
রাজ্যে একদিন ৫১১জন করোনা আক্রান্ত, ১১জনের মৃত্যু। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা। ২ সপ্তাহের মধ্যেই বুস্টার ডোজ নিয়ে সিদ্ধান্ত, জানাল কেন্দ্র।
WB News Live Updates : উচ্চমাধ্যমিকে এবার বাধ্যতামূলক টেস্ট পরীক্ষা, শেষ করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে ; সিদ্ধান্ত সংসদের
ওমিক্রনের জন্য বাধ্যতামূলক উচ্চমাধ্যমিক টেস্ট ? করোনার নতুন প্রজাতির কারণে সিদ্ধান্ত বদল ? উচ্চমাধ্যমিকে এবার বাধ্যতামূলক টেস্ট পরীক্ষা। প্রতি বিষয়ে ৫০ নম্বর করে লিখিত পরীক্ষা।
পরীক্ষা শেষ করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। পুরনো অবস্থান বদলে সিদ্ধান্ত সংসদের। ‘কোনও কারণে উচ্চমাধ্যমিক না হলে টেস্টের নম্বর দিয়েই মূল্যায়ন’। ইঙ্গিত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের
WB News Live Updates : আরজি কর-এর আন্দোলনে কারা নির্দেশ অমান্য করেছেন ? ২১ ডিসেম্বরের মধ্যে জানাতে বলল কলকাতা হাইকোর্ট
আরজি কর-এর আন্দোলনে কারা হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন? ২১ ডিসেম্বরের মধ্যে তাঁদের নাম জানানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানাল আদালত।
WB News Live Updates : করোনায় আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কম্পিউটার প্রশিক্ষক, পূর্বস্থলীতে শনিবার পর্যন্ত বন্ধ স্কুল
করোনায় আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কম্পিউটার প্রশিক্ষক। এই কারণে পূর্বস্থলীতে শনিবার পর্যন্ত একটি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করা হয়েছে স্যানিটাইজেশন। উদ্বিগ্ন অভিভাবকরা।
WB News Live Updates : করোনা আক্রান্ত গোখেল মেমোরিয়াল গার্লস কলেজের এক ছাত্রী
করোনা আক্রান্ত গোখেল মেমোরিয়াল গার্লস কলেজের এক ছাত্রী। একাধিক বিভাগের ছাত্রীকে কলেজে আসতে মানা করা হয়েছে। দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ। আরও একাধিক ছাত্রীর কোভিড সংক্রমণের আশঙ্কা। আপাতত এক সপ্তাহ কয়েকটি বিভাগে ক্লাস বন্ধ, জানাল কলেজ কর্তৃপক্ষ।
WB News Live Updates : গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭০৫ জন, মৃত্যু ১৩ জনের
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭০৫ জন, মৃত্যু ১৩ জনের। দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা, দৈনিক সংক্রমণে কলকাতা। একদিনে কলকাতায় সংক্রমিত ১৯২ জন, ২ জনের মৃত্যু ।
উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ১৩৭ জন, মৃত্যু ৪ জনের।