WB News Live Updates: রাজ্যে ১ দিনে করোনা আক্রান্ত ৭৪৯, মৃত্যু ১৫ জনের
Get the latest West Bengal News and Live Updates:শহরে কোভিশিল্ডের আকাল। পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ টিকাকরণ। ফিরতে হচ্ছে গ্রাহকদের।

Background
সংক্রমণ বেশি থাকলেও ৮ দফায় বিধানসভা ভোট। করোনা সংক্রমণ কমলেও কেন উপনির্বাচন নয় ? প্রশ্ন তুলে সিইও দফতরে তৃণমূলের প্রতিনিধি দল। আটকে থাকা পুরসভায় ভোট নয় কেন ? পাল্টা বিজেপি।
উপনির্বাচনে পর্যুদস্ত হবে তৃণমূল, হারবে ত্রিপুরাতেও। মুখ ফস্কে মন্তব্য, নাকি অসুস্থতা বা অন্য কারণ ? শুধরে নিলেও মুকুল-মন্তব্যে জল্পনা। মনের কথা, কটাক্ষ বিজেপির। ভুল ব্যাখ্যা, প্রতিক্রিয়া শাসক দলের।
তৃণমূলের মুখপত্র থেকে লেখা চাওয়া হয়েছিল। দলকে বিড়ম্বনার ফেলার উদ্দেশ্য ছিল না। যা লিখেছি, সেটা গবেষণার বিষয়। সিপিএমের শোকজের জবাব অজন্তা বিশ্বাসের। খতিয়ে দেখছে দল, সিপিএম সূত্রে খবর।
দেশে করোনায় দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেলেও রাজ্যে কমল সংক্রমণ-মৃত্যু। দেশে ৫০ কোটির বেশি মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে, ট্যুইট মোদির। ৬ মাস আরও সাবধান, সতর্কবার্তা হু-র।
ভাঙড়ের পর তুফানগঞ্জ। তৃণমূলের পার্টি অফিস থেকে করোনা ভ্যাকসিন দেওয়ার অভিযোগ। হয়ে থাকলে ভুল হয়েছে, দাবি শাসকের। স্বজনপোষণের অভিযোগ বিজেপির। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীদের শোকজ।
শহরে কোভিশিল্ডের আকাল। পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ টিকাকরণ। ফিরতে হচ্ছে গ্রাহকদের। কোভিশিল্ড সঙ্কটের মধ্যেই সিরাম কর্তার সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর। উৎপাদন-বৃদ্ধি নিয়ে আলোচনা।
করোনা আবহে আগামী আইসিএসই-আইএসসির দু’বার বোর্ড পরীক্ষা। অর্ধেক পাঠ্যক্রমে অনলাইনে প্রথম সিমেস্টার নভেম্বরে, মার্চ-এপ্রিলে দ্বিতীয় পরীক্ষা। কাটঁছাট সিলেবাসেই পরবর্তী উচ্চমাধ্যমিক।
রাজ্য জয়েন্টের ফল ঘোষণা। সাফল্যের হার ৯৯ শতাংশের বেশি। প্রথম রহড়া রামকৃষ্ণ মিশনের পাঞ্চজন্য। দ্বিতীয় বাঁকুড়ার সৌম্যজিৎ। ১৩ অগাস্ট থেকে কাউন্সেলিং শুরু।
করোনা ও লকডাউনের মধ্যে বকেয়া বেতনের নূন্যতম ৫০ শতাংশ তিন সপ্তাহের মধ্যে মেটাতে অভিভাবকদের। অন্যথায় পদক্ষেপ গ্রহণ করতে পারবে স্কুল কর্তৃপক্ষ। নির্দেশ কলকাতা হাইকোর্টের।
ফের ভুয়ো আইপিএস। বালি থেকে অঙ্কিত কুমার সিং গ্রেফতার। ব্যবহার করতেন কলকাতা পুলিশের লোগো। তোলা তুলতে কাজ লাগাতেন পুলিশের সিনিয়র অফিসারদের ছবি, দাবি পুলিশের।
WB News Live Updates: রাজ্যে এল আরও ৩ লক্ষ ৫৬ হাজার কোভিশিল্ড, ১ লক্ষ কোভ্যাক্সিনের ডোজ
রাজ্য জুড়ে ভ্যাকসিনের সঙ্কটের মধ্যেই এল আরও টিকা। রাজ্যে এল আরও ৩ লক্ষ ৫৬ হাজার কোভিশিল্ড, ১ লক্ষ কোভ্যাক্সিনের ডোজ। কলকাতা পুরসভা, দঃ ২৪ পরগনা, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এই ভ্যাকসিন বণ্টন করা হবে।
WB News Live Updates: এবার পাঁচ টাকায় ডিম-ভাতের ব্যবস্থা হল হলদিয়ায়
এবার পাঁচ টাকায় ডিম-ভাতের ব্যবস্থা হল হলদিয়ায়। মা কিচেন চালু ঘিরে বন্দর শহরে শুরু হয়েছে চাপানউতোর। লোকদেখানো বলে কটাক্ষ করেছে বিজেপি। ইতিবাচক কিছুই দেখে না বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।





















