WB News Live: রাজ্যে আরও ৩ জন মিউকরমাইকোসিসে আক্রান্ত, সংখ্যা বেড়ে ৬৬
Get the latest West Bengal News and Live Updates: এখনও পর্যন্ত রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে মৃত ১৬

Background
কসবার ভুয়ো ক্যাম্পে দেওয়াই হয়নি করোনার ভ্যাকসিন! চাঞ্চল্যকর দাবি পুরসভার। পাউডারে জল মিশিয়ে কোভিশিল্ডের মতো ভায়ালে দেওয়া হয়েছিল ইঞ্জেকশন। ছিল না কোনও ম্যানুফ্যাকচারিং, এক্সপায়ারি ডেট, ব্যাচ নম্বর। প্রাথমিক তদন্তের পর বিস্ফোরক দাবি পুরসভার। দেবাঞ্জনের অফিসে মিলল প্রচুর ভায়াল।
কোভিশিল্ডের আড়ালে কী ইঞ্জেকশন দেওয়া হয়েছিল কসবার ভুয়ো ক্যাম্পে? ভায়ালে কোভিশিল্ডের স্টিকারের পিছনে মিলল অ্যান্টি ব্যাকটিরিয়াল অ্যামকাসিন-৫০০!
শুধু কসবা নয়, আমহার্স্ট স্ট্রিটে সিটি কলেজেও ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প করেছিল দেবাঞ্জন! টিকা নেন অধ্যাপক, পড়ুয়া-সহ ১০০ জন।
সংস্থার কর্মীদের টিকাকরণের জন্য পুরসভার নামে টাকাও তুলেছিল দেবাঞ্জন। ১ লক্ষ টাকা আদায়ের অভিযোগ। স্পেশাল কমিশনারের নামে কসবায় ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগে থানায় পুরসভা।
তালতলায় মন্ত্রী-সাংসদ-বিধায়কের সঙ্গে ফলকে যুগ্ম সচিব পরিচয়ে দেবাঞ্জনের নাম। প্রকাশ্যে আসতেই পড়ল কালো কালি। সোশাল মিডিয়ায় নেতা থেকে পুলিশের সঙ্গে ছবি। ভ্যাকসিন কেলেঙ্কারিতে ধৃতের প্রভাব নিয়ে বাড়ছে রহস্য। চিনি না, দাবি নেতাদের।
ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প নিয়ে দায় এড়াল পুরসভা। ভ্যাকসিনের নামে লুঠ, শ্বেতপত্র প্রকাশ হোক, পাল্টা দাবি বিজেপির।
বিজেপির দাবি খারিজ। স্ক্রুটিনির পরে বিধানসভায় পিএসি-র প্রাথী তালিকায় মুকুল। অশোক লাহিড়ি-সহ ২০ প্রার্থীর নাম প্রকাশ। নৈতিকতা বিসর্জন দিয়ে পদ পাওয়ার চেষ্টা, মুকুল নিয়ে কটাক্ষ বিজেপির।
ভবানীপুর সহ রাজ্যের ৭ কেন্দ্রে বাকি উপ নির্বাচন। দিল্লির নির্বাচন কমিশনে চিঠি মুখ্য নির্বাচন আধিকারিকের।
উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। প্রকাশিত তালিকায় নেই যোগ্যদের নাম। অভিযোগ চাকরিপ্রার্থীদের।
কংগ্রেসের নেতা সিঙ্ঘভি, বিজেপি-যোগ আরেক আইনজীবীর। মামলা লড়ছেন তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রীর হয়ে। তাহলে কেন বিচারপতিকে নিয়ে প্রশ্ন? এজলাস বদলের আবেদনের শুনানিতে পাল্টা প্রশ্ন বিচারপতির।
হাইকোর্টে নন্দীগ্রাম মামলার এজলাস বদলের আবেদনের শুনানি শেষ। স্থগিত রায়দান। শুনানিতে ভার্চুয়ালি অংশ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটের পরেও লাগাতার হিংসার অভিযোগ। রাজ্যে মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি। তথ্য সংগ্রহে গেলেন উঃ ২৪ পরগনার হাড়োয়া, ন্যাজাট থানায়। নদী পেরিয়ে সন্দেশখালিতে কথা বললেন অভিযোগকারীদের সঙ্গে।
দার্জিলিঙে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে জন বার্লা। পাল্টা প্ররোচনার অভিযোগে চন্দননগর থানায় তৃণমূল।
পৃথক রাজ্যের দাবি। অশান্তিতে প্ররোচনার অভিযোগে সৌমিত্র, জন বার্লার বিরুদ্ধে চন্দননগর থানায় তৃণমূল। আরেক বিধায়কের বিরুদ্ধে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ। রাজভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার ২।
রাজ্যে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ। শুরু ১২ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন ট্রায়াল। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে জাইডাস ক্যাডিলার করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ। তিনটি ডোজে দেওয়া হবে ভ্যাকসিন।
উত্তরপাড়ায় ভ্যাকসিন নিয়ে হাহাকার। লাইন দিয়েও বৃহস্পতিবার মেলেনি ভ্যাকসিন। আজ ভ্যাকসিন পেতে রাতভর লম্বা লাইন। বচসা, বিশৃঙ্খলা।
কোভ্যাক্সিনের সার্টিফিকেট গ্রাহ্য হচ্ছে না বিদেশে। সমস্যায় পড়ছেন দেশের পড়ুয়ারা। প্রধানমন্ত্রীকে অবিলম্বে হস্তক্ষেপের দাবিতে চিঠি মুখ্যমন্ত্রীর।
৩০ জুন থেকে রাজ্যে কার্যকর উচ্চশিক্ষায় ছাত্র ঋণ। দশম শ্রেণি থেকে উচ্চশিক্ষার জন্য কম সুদে মিলবে ১০ লক্ষ টাকা পর্যন্ত। সরকারই থাকবে গ্যারান্টার, জানালেন মুখ্যমন্ত্রী। শোধ করতে হবে ১৫ বছরের মধ্যে।
WB News Live Updates: এরাজ্যেও মিলেছে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট
এরাজ্যেও মিলেছে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট। চিন্তা বাড়াচ্ছে পশ্চিমবঙ্গ-সহ ৮ রাজ্য। ডেল্টা ভ্যারিয়েন্ট মিলেছে অন্ধ্রপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, কেরল, মহারাষ্ট্রে। পঞ্জাব, তেলঙ্গানাতেও মিলেছে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট। উদ্বেগ বাড়িয়ে ডেল্টা ভ্যারিয়েন্টের ৫০%-র বেশি মিলেছে ৮ রাজ্যে। এমনটাই জানিয়েছেন ন্যাশনাল সেন্টার অফ ডিজিস কন্ট্রোলের ডিরেক্টর।
West Bengal News Live: রাজ্যে আরও ৩ জন মিউকরমাইকোসিসে আক্রান্ত, সংখ্যা বেড়ে ৬৬
রাজ্যে আরও ৩ জন মিউকরমাইকোসিসে আক্রান্ত। রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্ত বেড়ে হল ৬৬। মিউকরমাইসোসিসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে মৃত ১৬। উপসর্গ নিয়ে মারা গিয়েছেন ৩৬ জন।






















