(Source: Poll of Polls)
WB News Live Updates: পূর্ব বর্ধমানে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন
West Bengal News Live Updates: ধৃত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে রাজ্যে।
LIVE
Background
সঞ্চয়ন মিত্র, কলকাতা: আজ রথযাত্রা। গত বছরের মতো এবারও ভক্তশূন্য থাকছে পুরীর রথযাত্রা। এই রথযাত্রা ঘিরে রয়েছে নানা কাহিনি, নানা জনশ্রুতি।
পুরীর জগন্নাথ ধাম হল শাক্ত ও বৈষ্ণব ধারার মহামিলন ক্ষেত্র। শ্রীক্ষেত্রে যেমন পুরুষোত্তম জগন্নাথদেব বিরাজ করছেন তেমনি রয়েছেন সতীর ৫১পীঠের অন্যতম দেবী বিমলা। এই দুই জনের সহাবস্থানের পিছনে রয়েছে এক মজার প্রবাদ। পদ্মপুরাণ ও ভগবত পুরাণ অনুসারে পুরীর মন্দির তৈরির পর দেবী বিমলা মন্দির দখল করে রেখেছিলেন। জগন্নাথ-বলরাম-সুভদ্রা মন্দিরের দ্বারে এসে তাঁর কাছে মন্দিরে প্রবেশের অনুমতি চাইলেন। শাস্ত্রে প্রস্তরময়, ধাতুময়, মৃন্ময় এবং দারুময় মূর্তির উল্লেখ পাওয়া যায়। নারায়ণ একমাত্র পুরীধামে দারুব্রহ্মরূপে প্রকাশিত।
সমস্ত ভক্তকুলকে কৃপা করার জন্য প্রভু জগন্নাথদেব মন্দির ছেড়ে বছরে একবার পথে নেমে আসেন। এই রথ হল সচল, গতিময় জীবনের প্রতীক। সেই সুউচ্চ রথে প্রভু স্বয়ং খর্বাকৃতি।তিনি বামনরূপ ধারণ করে বিরাজিত হন, যাতে সহজেই মানুষ তাঁকে টেনে নিয়ে যেতে পারেন।
পুরীধামে যুগ যুগ ধরে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথযাত্রা চলে আসছে। বিভিন্ন মানুষের লেখায় তার নানা বর্ণনা পাওয়া যায়। আবার রথ থমকে যাওয়া নিয়েও রয়েছে নানান জনশ্রুতি। ইংরেজ আমলে সাধক কাঠিয়া বাবার দেখা একটি ঘটনার বর্ণনা পাওয়া যায়। শ্রীক্ষেত্র পুরীতে মহাপ্রভুশ্রী চৈতন্যদেবের অবস্থান এবং রথ-এর সামনে তাঁর প্রেমোন্মত্ত উদ্দাম নৃত্যের বর্ণনা তো অনেকের লেখায় পাওয়া যায়। এভাবেই যুগে যুগে পুরীর রথযাত্রাকে নিয়ে গড়ে উঠেছে নানান প্রবাদ ও জনশ্রুতি।
হুগলি জেলার মাহেশ-এর জগন্নাথ মন্দিরের রথই বাংলার প্রাচীনতম রথ। অনুমান ইতিহাসবিদদের। ঐতিহ্যের সেই রথযাত্রা এবার পা দিল ৬২৫ বছরে।
এই বাংলায় রথযাত্রার ইতিহাস বহুদিনের। মাহেশের রথের কথা তো আমরা সবাই জানি। বাংলার বিভিন্ন প্রান্তের পারিবারিক রথ যাত্রার ইতিহাসও বেশ প্রাচীন। তাদের সবাই যে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে আসীন করে রথ টানেন এমনটা নয়। অনেকেই পারিবারিক কুলদেবতাকে রথে বসিয়ে রশিতে টান দেন। তবে কলকাতার বিভিন্ন বনেদি বাড়িগুলিতে রথের দিন দুর্গার কাঠামো পুজো করার রীতি রয়েছে।
WB News Live Updates: ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে শুভেন্দুর নেতৃত্বে দিল্লি যাবেন বিজেপির ১০ বিধায়ক
ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে দিল্লি যাবে বিজেপি। শুভেন্দুর নেতৃত্বে দিল্লি যাওয়ার ভাবনা ১০জন বিধায়কের।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় বিজেপির পরিষদীয় দল।বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেও সাক্ষাতের ভাবনা
West Bengal News Live Updates: পূর্ব বর্ধমানে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন
পূর্ব বর্ধমানে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন।মঙ্গলকোটের লাকুরিয়ার অসীম দাসকে গুলি করে খুন।কাশেমনগর থেকে বাইকে বাড়ি ফেরার পথে হামলা
WB News Live Updates: শৃঙ্খলা ভাঙলে সিদ্ধান্ত নেবে দল, নাড্ডার সঙ্গে বৈঠকের পর বললেন দিলীপ
অবশেষে দিল্লিতে নাড্ডার সঙ্গে বৈঠক করলেন দিলীপ ঘোষ। শনিবার রাতে দিল্লিতে যান দিলীপ ঘোষ, আজ বিকেলে দেখা হয় সর্বভারতীয় সভাপতির সঙ্গে। ভোটের পর প্রথমবার বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে রাজ্য সভাপতির বৈঠক হয়। দলের ভিতরে যা বলা উচিত, অনেকে তা বাইরে বলছেন। এটা দলের শৃঙ্খলার বাইরে। এতে বিভ্রান্ত হচ্ছেন দলের পুরনো, শৃঙ্খলাবদ্ধ কর্মীরা। এব্যাপারে সিদ্ধান্ত নেবে দল। নাড্ডার সঙ্গে বৈঠকের পর জানালেন দিলীপ ঘোষ।
West Bengal News Live Updates:দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে দিলীপ ঘোষের বৈঠক
দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে দিলীপ ঘোষের বৈঠক।ভোটের পর প্রথমবার সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠক বিজেপির রাজ্য সভাপতির।ভোট পরবর্তী হিংসা থেকে দলে বিদ্রোহ নিয়ে আলোচনা সহ একাধিক সাংগঠনিক বিষয়ে কথা হবে নাড্ডা-দিলীপ ঘোষের। এমনই খবর সূত্রের।
WB News Live Updates: হরিদেবপুরে গ্রেফতার ৩ জেএমবি জঙ্গি, তথ্য সংগ্রহে কাজ শুরু এনআইএ-র
হরিদেবপুরে গ্রেফতার ৩ জেএমবি জঙ্গি, তথ্য সংগ্রহে কাজ শুরু এনআইএ-র।বাড়ির মালিককে ডেকে পাঠাল লালবাজারের এসটিএফ।বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল ১৫জন জেএমবি জঙ্গি!