West Bengal News Live 'এই মুহূর্তে উপনির্বাচনের পরিস্থিতি নেই', দিল্লিকে রিপোর্ট বঙ্গ বিজেপির
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব প্রান্তের সব খবরের আপডেট...

Background
শিক্ষক ঐক্য মঞ্চের আন্দোলন ঘিরে উত্তপ্ত সল্টলেকের বিকাশ ভবন। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ৫ শিক্ষিকার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। নমুনা সংগ্রহ করল ফরেন্সিক।
বদলির প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন আচমকা আত্মহত্যার চেষ্টা ৫ শিক্ষিকার। সঙ্কটজনক অবস্থায় আরজি কর, এনআরএসে ভর্তি। নেপথ্যে উস্কানি দেখছে তৃণমূল। সরকারই দায়ী, পাল্টা বিরোধীরা।
ভোট পরবর্তী সন্ত্রাস-তদন্তে ১০৯ জনকে নিয়ে ৪টি টিম তৈরি করল সিবিআই। আজকের মধ্যে আসছেন ৮৪জন। তত্ত্বাবধানে ২৫জন অফিসার। অভিযোগ সংক্রান্ত নথি দিল বিভিন্ন জেলা পুলিশ।
মুর্শিবাদাদের নিমতিতা স্টেশনে বিস্ফোরণকাণ্ডে এনআইএ-র চার্জশিট। তৎকালীন মন্ত্রী জাকির হোসেনকে খুনের ছকে চার্জশিটে ২ অভিযুক্ত। খুনের চেষ্টা, ইউএপিএ, বিস্ফোরক আইনে মামলা দায়ের।
এবার বিজেপিতে বিদ্রোহী রিমঝিম। বললেন, টেকেন ফর গ্র্যান্টেড করার ফল কী আমরা দেখেছি। যেখানে যোগ্য সম্মান, সেখানে রাজনীতি করতে চাই।
৯ দিনেই দুয়ারে সরকারের ১ কোটি রেজিস্ট্রেশন পূর্ণ। প্রথম পর্বে লেগেছিল ১৮ দিন। তথ্যেই প্রমাণ দুয়ারে সরকার প্রকল্পের সাড়া, খবর নবান্ন সূত্রে।
শিক্ষকদের ১০০ শতাংশ টিকাকরণ করাতে হবে। প্রয়োজনে কনটেনমেন্ট জোন। করোনা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে জেলাশাসকদের বৈঠকে সিদ্ধান্ত। সিদ্ধান্ত বদলে কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে এখন প্রথম-দ্বিতীয় ডোজ।
করোনাকালে কমছে মাধ্যমিকের সিলেবাস। ৩০ থেকে ৩৫ শতাংশ কমিয়ে ২০২২-র মাধ্যমিক, জানাল মধ্যশিক্ষা পর্ষদ। সব বিষয়েই কমছে সিলেবাসের ভার। কবে পরীক্ষা? স্পষ্ট নয় এখনও।
মায়ের চেক-আপের জন্য কলকাতায় অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী লভলিনা। বললেন, শীঘ্রই নামব প্র্যাক্টিসে। পাখির চোখ এবার প্যারিসে সোনা।
West Bengal News Live: 'এই মুহূর্তে উপনির্বাচনের পরিস্থিতি নেই', দিল্লিকে রিপোর্ট বঙ্গ বিজেপির
এই মুহূর্তে উপনির্বাচনের পরিস্থিতি নেই, দিল্লিকে রিপোর্ট বঙ্গ বিজেপির। ‘করোনা পরিস্থিতিতে রাজ্যে বন্ধ লোকাল, কম যাত্রী নিয়ে চলছে বাস’। ‘সেপ্টেম্বর-অক্টোবরে পুজোর মাসেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা’। ‘করোনা বিধি দেখিয়ে বিজেপির কর্মসূচিতে বাধা দিচ্ছে সরকার’। ‘এই মুহূর্তে ভোট না হলেও, সঙ্কটে পড়বে না রাজ্য সরকার’। ৮টি বিষয়ের উল্লেখ করে কেন্দ্রীয় নেতৃত্বে রিপোর্ট বঙ্গ বিজেপির। নির্বাচন কমিশনে গিয়ে এব্যাপারে মতামত জানাবে বিজেপি।
WB News Live Updates: গ্রেফতার 'বকুলতলা সাথি উন্নয়ন সমিতি'-এর সম্পাদক ববি বন্দ্যোপাধ্যায়
কোটি টাকা আত্মসাতের অভিযোগে তুলে স্বনির্ভর গোষ্ঠী বকুলতলা সাথি উন্নয়ন সমিতির সম্পাদকের বাড়িতে ভাঙচুর চালালেন গোষ্ঠীর মহিলা সদস্যরা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সম্পাদক ববি বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামীকে।





















