WB By-Elections: ভোট বাকি সাত আসনে, ইভিএম পরীক্ষার নির্দেশ দিয়ে চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের
আগে বিধানসভার উপনির্বাচন? না, আগে রাজ্যের বকেয়া পুরভোট? তা নিয়ে তৃণমূল ও বিজেপির টানাপোড়েন তুঙ্গে।
![WB By-Elections: ভোট বাকি সাত আসনে, ইভিএম পরীক্ষার নির্দেশ দিয়ে চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের West Bengal Preparations by-elections 5 seats CEO writes letter district polling officers regarding checking EVMs VVPAD WB By-Elections: ভোট বাকি সাত আসনে, ইভিএম পরীক্ষার নির্দেশ দিয়ে চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/17/53f0771b1b7fd3ecc5c4895b01a33c68_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রাজ্যে পাঁচ বিধানসভা আসনে উপনির্বাচন ও দুই আসনের ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল? হাইপ্রোফাইল ভবানীপুর সহ ৫টি আসনে উপনির্বাচন ও ২টি আসনে নির্বাচন বাকি রয়েছে। এই আসনগুলিতে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে রাজ্যের শাসক দল। এরইমধ্যে ভিভিপ্যাট ও ইভিএম পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়ে পাঁচ জেলার নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করে দেখার জন্য শুক্রবার এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইঞ্জিনিয়াররা যখন ইভিএম ও ভিভিপ্যাটগুলি পরীক্ষা করবেন, তখন কোভিড প্রোটোকল কঠোরভাবে মেনে চলার নির্দেশ চিঠিতে দেওয়া হয়েছে।চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে, জেলার নির্বাচনী আধিকারিকরা যেন দ্রুত ইভিএম এবং ভিভিপ্যাটগুলির ফার্স্ট লেভেল চেকিং-এর কাজ শুরু করে দেন।
আগে বিধানসভার উপনির্বাচন? না, আগে রাজ্যের বকেয়া পুরভোট? তা নিয়ে তৃণমূল ও বিজেপির টানাপোড়েন তুঙ্গে। এই প্রেক্ষাপটে ৫ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কথা মাথায় রেখে ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষার কাজ শুরু করার নির্দেশ দিল নির্বাচন কমিশনের রাজ্য দফতর।শুক্রবার এই মর্মে কোচবিহার, কলকাতা দক্ষিণ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া-এই পাঁচ জেলার নির্বাচনী আধিকারিক অর্থাত্ জেলাশাসককে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।
রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ বাকি রয়েছে। যারমধ্যে ৫টিতে হবে উপনির্বাচন।কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়ক পদে ইস্তফা দেওয়ায়, ফাঁকা রয়েছে ভবানীপুর কেন্দ্র।এই কেন্দ্র থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন বলে জানা গেছে। গত দুবার এই আসন থেকে জিতেই বিধায়ক হয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছিলেন তিনি। সেখানে তিনি হেরে গিয়েছেন। এই আসনের ফলাফলকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছেন।
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ও উত্তর ২৪ পরগনার খড়দা-এই দুই কেন্দ্রে বিধায়কের মৃত্যু হয়েছে।ফলে এই দুই আসনে উপনির্বাচন হবে। অন্যদিকে, নদিয়ার শান্তিপুর ও কোচবিহারের দিনহাটায় জয়ী বিজেপি প্রার্থীরা বিধায়কপদ ত্যাগ করায়, এই দু’জায়গাতেও উপনির্বাচন হবে।পাশাপাশি, করোনায় প্রার্থীদের মৃত্যুর কারণে নির্দিষ্ট সময়ে ভোট করা যায়নি মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে। এখানে সাধারণ নির্বাচন হবে।নির্বাচন কমিশন সূত্রে খবর, যেহেতু জঙ্গিপুর ও সামশেরগঞ্জে আগে ভোট হয়নি, তাই ওই দুই কেন্দ্রের জন্য ইভিএম এবং ভিভিপ্যাট পরীক্ষার প্রয়োজন নেই।
বৃহস্পতিবারই তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দিল্লিতে দরবার করে।ওইদিন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রের সঙ্গে দেখা করে দ্রুত ভোট করানোর দাবি জানায় তৃণমূল। এর একদিন পরেই, ইভিএম এবং ভিভিপ্যাট-এর পরীক্ষা করে দেখার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)