Weather Update চলতি সপ্তাহেই চল্লিশ! ভোটের উত্তাপে পাল্লা দেওয়া শুরু তাপমাত্রার
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটা বাড়ার সম্ভাবনা।
কলকাতা : বাংলায় ভোটের উত্তাপ বাড়ছে। সেইসঙ্গে চড়ছে তাপমাত্রার পারদও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটা বাড়ার সম্ভাবনা।
কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
ভোটের গরমে টগবগ করে ফুটছে বাংলা। প্রচারে, রোড শো, সভায় রাজনীতির উত্তাপে উত্তপ্ত কলকাতা থেকে শিলিগুড়ি। পাল্লা দিয়ে চড়চড় করে বাড়ছে তাপমাত্রা। ফাল্গুনের শেষেই আগুন ঝরাচ্ছে প্রকৃতি।
সকালের দিকে অবশ্য গরম অতটা থাকছে না। বেলা বাড়লে গরম জানান দিচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে শুষ্ক ও গরম আবহাওয়ার কারণ পূবালি হাওয়ায় বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। এর ফলে সকালের দিকে সামান্য কুয়াশা ও মনোরম আবহাওয়া বেশ কিছু জেলায়। বেলা বাড়লেই শুষ্ক আবহাওয়ার সঙ্গে গরম টের পাওয়া যাচ্ছে।
মার্চের শুরুতেই ৩৫ ডিগ্রি পেরিয়েছিল কলকাতায়। ভোটের সময় অবস্থা কী হবে তা নিয়ে ছিল চিন্তাও। সেই আশঙ্কাই সত্যি করে দেখা যাচ্ছে চড়া গরমের মুখে পড়তে হচ্ছে বঙ্গবাসীকে।
মার্চের মাঝামাঝি অবশ্য আবহাওয়ার ভিন্ন রূপ দেখা গিয়েছিল। উত্তরবঙ্গে বৃষ্টি আর দক্ষিণবঙ্গে গরম। ভোটমুখী বঙ্গে রাজনৈতিক উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছিল গরম। ফাল্গুনের শেষেই আগুন ঝরাতে শুরু করেছে প্রকৃতি। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। কলকাতাতেও তাপমাত্রা পারদ ৩৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করা শুরু করে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের কিছু জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। তবে ভোরের দিকে কিছুটা স্বস্তি মিলেছিল।
মাঝে পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় হয় বৃষ্টি। দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বাড়ছিল গুমোট গরম। মাঝেমধ্যেই যেখানে বিকেলের দিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছিল।