নিজের সন্তানের জন্য সম্পত্তি নিশ্চিত করতে স্বামীর প্রথম পক্ষের ছেলেকে ‘খুন’, গ্রেফতার সৎ মা
উত্তর দিনাজপুর: নিজের সন্তানের ভবিষ্যত্ সুরক্ষিত করতে স্বামীর প্রথম পক্ষের সন্তানকে খুনের অভিযোগ! উত্তর দিনাজপুরের ইটাহারে গ্রেফতার সৎ মা। প্রথম পক্ষের স্ত্রী মারা গিয়েছেন বছর পনেরো আগে। দুই ছেলেই সাবালক। সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন ইটাহারের মুদি ব্যবসায়ী শম্ভু দাস। ঠিক করেছিলেন, দু’পক্ষের সন্তানদেরই সম্পত্তির সমান ভাগ দেবেন। অভিযোগ, সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি, ব্যবসায়ীর দ্বিতীয় পক্ষের স্ত্রী অর্চনা। প্রতিবেশীদের দাবি, স্বামীর প্রথম পক্ষের ২ ছেলে যাতে কোনওভাবেই সম্পত্তির ভাগ না পায়, সেজন্য প্রায়ই স্বামীর সঙ্গে অশান্তি হত দ্বিতীয় পক্ষের অন্তঃসত্ত্বা স্ত্রী অর্চনার। সৎ মায়ের অত্যাচারে কয়েকদিন আগে বাড়ি ছেড়ে চলে যায় শম্ভুর বড় ছেলে। মঙ্গলবার সকালে ছোট ছেলের দেহ উদ্ধার হয় বাড়ি থেকেই। কীভাবে মৃত্যু হল ওই যুবকের? তা নিয়ে প্রশ্ন তোলেন প্রতিবেশীরা। অভিযুক্ত সৎ মা-কে ধরে শুরু হয় মারধর। পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশের অনুমান, শ্বাস রোধ করে খুন করা হয়েছে বছর একুশের ওই যুবককে। প্রতিবেশীদের অভিযোগ, স্বামীর সম্পত্তির ভাগ পাওয়া থেকে বঞ্চিত করতেই মহিলা খুন করেছেন স্বামীর প্রথম পক্ষের ছেলেকে। কথায় বলে, কুসন্তান যদি বা হয়, কুমাতা কখনও নয়। কিন্তু মা হয়ে কী করে করে খুন করলেন সৎ ছেলেকে? অবাক প্রতিবেশীরা। কঠোর শাস্তি চান অভিযুক্তর।