এক্সপ্লোর
Advertisement
বারাসতে যুবক হত্যা: প্রেমিকের হাতে খুন স্বামী, ফোনে স্ত্রী শুনলেন শেষ আর্তনাদ!
উত্তর ২৪ পরগনা: হৃদয়পুরেই হৃদয়হীনা স্ত্রী!প্রেমিকের জন্য স্বামীকে খুন!!
খুনের সময় প্রেমিকের ফোনে সরাসরি শুনলেন স্বামীর শেষ আর্তনাদ!!!
ঘটনার ২ সপ্তাহ পর উত্তর ২৪ পরগনার বারাসতের হৃদয়পুরে যুবক খুনের ঘটনায় চাঞ্চল্যকর দাবি পুলিশের। গ্রেফতার মৃতের স্ত্রী ও তাঁর প্রেমিক।
পুলিশের দাবি, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের শিকার স্বামী।
গত ৩রা মে, হৃদয়পুরের শুভায়নপাড়ার বাড়ি থেকে উদ্ধার হয় ভ্রমণ সংস্থার ম্যানেজার অনুপম সিংহর রক্তাক্ত দেহ। স্ত্রী মনুয়া বাপের বাড়িতে থাকায় বাড়িতে একাই ছিলেন তিনি।
তদন্তকারীদের দাবি,ঘটনার পর বয়ানে অসঙ্গতি দেখা যায় মৃতের স্ত্রী মনুয়া মজুমদারে। পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। এরপরই খতিয়ে দেখা হয় তাঁর মোবাইল ফোন। কললিস্ট খতিয়ে দেখে জানা যায়, দিনে গড়ে ৮ ঘণ্টা এক যুবকের সঙ্গে ফোনে কথা বলেন মনুয়া।
কে সেই যুবক?
যার সঙ্গে স্বামীর থেকেও বেশি কথা বলেন তরুণী?
পুলিশের দাবি, জেরার মুখে তরুণী জানান, যুবকের নাম অজিত রায় ওরফে বুবাই। অশোকনগরের বাসিন্দা ওই তরুণের সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সম্প্রতি বিয়ে করতে চাইছিলেন তাঁরা। কিন্তু বাধা হয়ে দাঁড়ান স্বামী। পথের কাঁটা সরাতেই খুনের ছক।
কিন্তু অনুপমকে কীভাবে খুন করলেন অজিত?
তদন্তকারীদের দাবি, ২ তারিখ রাতে অফিস থেকে যখন বাড়ি ফিরছিলেন অনুপম, তখন ঘন ঘন ফোন করে তাঁর গতিবিধি জেনে প্রেমিককে জানিয়ে দিচ্ছিলেন স্ত্রী।
পুলিশের দাবি, আগে থেকেই অনুপমের বাড়ির পাশে লুকিয়ে ছিলেন অজিত।
অনুপম ঘরে ঢুকতেই পিছন থেকে ধাক্কা। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাথায় রডের বাড়ি। পরে ছুরি দিয়ে কেটে দেওয়া হয় হাতের শিরা।
শুধু তাই নয়, পুলিশের দাবি, খুনের সময় প্রেমিকের সঙ্গে ফোনে ছিলেন তরুণী। প্রেমিকের মুখ থেকে সরাসরি শুনছিলেন স্বামীকে খুনের ঘটনাক্রম। শুনছিলেন, স্বামীর শেষ আর্তনাদ!
মঙ্গলবার রাতে পুলিশ গ্রেফতার করে মনুয়া ও তাঁর প্রেমিককে।
কিন্তু অগ্নিসাক্ষী করে যাঁকে বিয়ে করা, যাঁর হাত ধরে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করা, সেই স্বামীকে কীভাবে এমন নৃশংসভাবে খুন করালেন স্ত্রী?
ভেবেই কেঁপে উঠছে হৃদয়পুর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement