এক্সপ্লোর
Advertisement
সোনারপুরে মধ্যরাতে জলসা থেকে ফেরার পথে মহিলার 'শ্লীলতাহানি', গ্রেফতার উদ্যোক্তা
সোনারপুর: দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে মহিলার শ্লীলতাহানির অভিযোগ। মায়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত ছেলে। গ্রেফতার অভিযুক্ত।
মধ্যরাতে ছেলের সঙ্গে পাড়ায় জলসা দেখে ফিরছিলেন ওই মহিলা। কিন্তু, নিজের পাড়াতেই যে রাতের অন্ধকারে ওঁত পেতে রয়েছে বিপদ, তা ঘুণাক্ষরেও টের পাননি। ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হলেন সোনারপুরের ওই বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে সোনারপুরের খেয়াদা এলাকায় ছেলের সঙ্গে জলসা দেখতে যান মহিলা। ফেরার পথে মোটরবাইক নিতে যান ছেলে। অভিযোগ, সেই সুযোগে মত্ত অবস্থায় মহিলার ওপর চড়াও হন জলসার উদ্যোক্তা মাধব নস্কর। প্রথমে কুপ্রস্তাব, তারপর রাজি না হওয়ায় মহিলার শ্লীলতাহানি ও মারধর করা হয় বলে অভিযোগ।
মায়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ছেলেও।
মহিলার দাবি, প্রতিবেশীদের নিয়ে সোনারপুর থানায় গেলে প্রথমে অভিযোগ নিতে চায়নি পুলিশ। যদিও এনিয়ে পুলিশ সূত্রে দাবি, যাঁরা অভিযোগ জানাতে এসেছিলেন, তাঁরা মত্ত ছিলেন। তাই প্রথমে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। পরে অভিযোগ নেওয়া হয়। শ্লীলতাহানি, মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
অভিযুক্ত মাধব নস্করকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তাঁর দাবি, মিথ্যে অভিযোগ, চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, পাল্টা অভিযুক্তের পরিবার, অভিযোগকারিণীর ছেলের বিরুদ্ধেই ধৃত মাধবের মেয়েকে উত্যক্ত করার অভিযোগ দায়ের করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement