বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে কল্যাণীর আইনের ছাত্রীকে গুলি করে খুন
কল্যাণী: কল্যাণীতে তরুণীকে গুলি করে খুন। স্বামীর বিরুদ্ধ অভিযোগ মৃতের পরিবারের। আটক তরুণীর স্বামী-সহ ২। শীতের সন্ধেয় অন্ধকার গলিতে হঠাৎ গুলি! এফোঁড়-ওফোঁড় তরুণীর মাথা। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে গুলিবিদ্ধ দেহ। বৃহস্পতিবার সন্ধেয় হাড়হিম করা এই ঘটনা ঘটে নদিয়ার কল্যাণীতে। তখন সন্ধে সাড়ে ৭টা। পুলিশ সূত্রে খবর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তরুণীর মাথার পিছন দিকে এবং বুকের বাঁদিকে গুলি করা হয়! কল্যাণী আইন কলেজের প্রথম বর্ষের ছাত্রী, খড়দা থানা এলাকার বাসিন্দা মৌমিতা বিশ্বাসের গত বছর সঙ্গে বিয়ে হয় টিটাগড়ের বাসিন্দা নিখিল সেনের সঙ্গে। কিন্তু, এর কয়েক মাস পর থেকেই শুরু হয় অশান্তি। যার জেরে শেষমেশ বাপের বাড়িতে চলে আসেন মৌমিতা। আর তারপর এরকম ঘটনা। ঘটনার তদন্তে নেমে, তরুণীর স্বামী নিখিল সেন ও বাসুদেব দাস ওরফে সুরিজৎ নামে এক যুবককে আটক করেছে কল্যাণী থানার পুলিশ। পরিবারের দাবি, যেখানে থেকে দেহ উদ্ধার হয়েছে, সে দিকে কোনও দিন যেতেন না মৌমিতা। রোজকার রুট বলতে কল্যাণী আইন কলেজ থেকে স্টেশন। তাহলে কেউ কি মৌমিতাকে ডেকে নিয়ে গিয়েছিল? বা আসতে বলেছিল? আর তারপরই খুন? উত্তর খুঁজছে পুলিশ।