Woman Kills 2 Daughters: মালদায় দুই মেয়েকে পুকুরে 'ডুবিয়ে মারলেন' মা! "নার্ভের সমস্যা" থেকে এই কাণ্ড ঘটিয়েছে স্ত্রী, দাবি স্বামীর
রবিবার সকাল তখন প্রায় সাড়ে ৬টা। দুই নাবালিকাকে পুকুরে ভাসতে দেখে আঁতকে ওঠেন মালদার চাঁচলের অনুপনগরের বাসিন্দারা...
মালদা: মালদার চাঁচলে দুই মেয়েকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে।
রবিবার সকাল তখন প্রায় সাড়ে ৬টা। দুই নাবালিকাকে পুকুরে ভাসতে দেখে আঁতকে ওঠেন মালদার চাঁচলের অনুপনগরের বাসিন্দারা। তড়িঘড়ি দুই নাবালিকাকে জল থেকে তুলে আনেন তাঁরা। কিন্তু ততক্ষণে সব শেষ।
দুই মেয়েকে জলে ডুবিয়ে খুন করেছেন মা। চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ। এক স্থানীয়র দাবি, পরিবারে গন্ডগোল লেগেই থাকত। সেই কারণেই মা খুন করেছে বলে মনে হয়।আমরা চাই অভিযুক্তদের উপযুক্ত শাস্তি হোক।
মৃত নাবালিকাদের একজনের বয়স ৮। এবং অন্যজনের বয়স ১০ বছর।
কিন্তু মা কেন সন্তানের ঘাতক হয়ে উঠবেন? মৃত নাবালিকাদের বাবার দাবি, তাঁর স্ত্রী মানসিক সমস্যায় ভুগছিলেন। এই ঘটনা তারই জের। বলেন, গতকাল আমার সঙ্গে স্ত্রীর ঝামেলা হয়। আমার স্ত্রী অসুস্থ। নার্ভের সমস্যা আছে। রাতে ঘুমিয়ে পড়ি। সকালে এই ঘটনা দেখি।
অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে চাঁচল থানার পুলিশ।
ঘটনা প্রসঙ্গে মালদার পুলিশ সুপার জানিয়েছেন, দুই নাবালিকাকে খুন করা হয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। পরিবার ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মৃতদের মা ও দিদিমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, পরপর দুই কন্যাসন্তান হওয়ার কারণে পরিবারে অশান্তি হত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ২ নাবালিকার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।