এক্সপ্লোর
Advertisement
মেয়ের সম্ভ্রম বাঁচাতে খুন মা, অধরা দুষ্কৃতীরা
মুর্শিদাবাদ: নিজের চোখের সামনে মেয়ের সম্মান চলে যাবে, মা হয়ে মানতে পারেননি। গর্জে উঠেছিলেন প্রতিবাদে। আর সেই মাসুলই জীবন দিয়ে দিতে হল মা-কে। নৃশংস এই ঘটনার সাক্ষী রইল মুর্শিদাবাদের রঘুনন্দনপুর।
ঘটনার সূত্রপাত শনিবার। ঘড়ির কাঁটায় তখন রাত ১০। বাড়িতে মেয়েকে নিয়ে শুয়ে ছিলেন মা। বাড়িতে হঠাৎই চড়াও হয় ৪-৫ জন দুষ্কৃতী। বছর ষোলোর মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ।
এরপর মেয়ের সম্ভ্রম বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন মা। ৪-৫ জন দুষ্কৃতীর সামনে একাই রুখে দাঁড়ান। কিন্তু, লালসার নেশায় উন্মত্ত দুষ্কৃতীরা পথের কাঁটা সরাতে দু’বারও ভাবেনি। ধারাল অস্ত্র দিয়ে নৃশংসভাবে কোপানো হয় মা-কে। শেষ মুহূর্তে পর্যন্ত লড়ে পড়ে যায় মা।
খবর পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। ততক্ষণে চম্পট দেয় দুষ্কৃতীরা। শনিবার রাতে আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ওই মহিলাকে। কিন্তু, দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেও, মৃত্যুর কাছে হার মানতে হয় তাঁকে।
ঘটনার পর সামশেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু, এখনও অধরা দুষ্কৃতীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement