Yaas Cyclone LIVE : অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস, আজ বেলা ১২টায় ল্যান্ডফল
Yaas Cyclone Live Updates in West Bengal ‘পূর্ব মেদিনীপুরে ৯০-১২০, দক্ষিণ ২৪ পরগনায় ৮০-৯০, কলকাতায় ৭০-৮০ কিমি প্রতি ঘণ্টায় ঝড় হতে পারে‘, জানাল আবহাওয়া দফতর
LIVE

Background
Yaas Cyclone LIVE লাল সতর্কতা পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে
প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইয়াস। লাল সতর্কতা জারি করা হল পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে। এমনই বার্তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আবহাওয়া দফতর।
Cyclone Yaas Live Updates এগিয়ে আসছে ইয়াস
এই মুহূর্তে বালেশ্বর থেকে ২৫০ কিমি দূরে ইয়াস। পারাদ্বীপ থেকে ১৬০ কিমি দূরে। দিঘা থেকে ২৪০ কিলোমিটার দূরে।
Yaas Cyclone LIVE কাল বেলা ১২টায় ইয়াস আছড়ে পড়বে বালেশ্বরের কাছে
শক্তি বাড়িয়ে দিঘা-সাগরের আরও কাছে ইয়াস। সর্বোচ্চ ১৮৫ কিমি বেগে কাল বেলা ১২টায় আছড়ে পড়বে বালেশ্বরের কাছে। পূর্ব মেদিনীপুরে গতি হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিমি, দঃ ২৪ পরগনায় ঘণ্টায় ৮০-৯০ কিমি।
Cyclone Yaas Live Updates হালিশহর, চুঁচুড়ায় ইয়াসের আগে 'টর্নেডো'
ইয়াসের আগে 'টর্নেডো'। হালিশহর, চুঁচুড়ায় টর্নেডোতে ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত। ৪-৫ জন আহত হয়েছেন। বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
Yaas Cyclone LIVE ইয়াস সতর্কতা, সকাল ৮.৩০ থেকে সন্ধে ৭.৪৫ বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর
কলকাতা বিমানবন্দরে ইয়াস সতর্কতা। আগামীকাল সকাল ৮.৩০ থেকে সন্ধে ৭.৪৫ পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
