এক্সপ্লোর
Advertisement
LIVE UPDATES: শুধু ছাত্র বলেই কেউ আইন হাতে তুলে নিতে পারে না, জামিয়ার ঘটনায় বললেন প্রধান বিচারপতি
LIVE
Background
নয়াদিল্লি: দিল্লি পুলিশের সদর দফতরের বাইরে ৬ ঘণ্টার ধর্নার পর উঠে গেলেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকশো ছাত্রছাত্রী। গতকাল জামিয়ায় পুলিশ পদক্ষেপের বিরুদ্ধে ধর্নায় বসেন তাঁরা। দাবি করেন, আটক হওয়া ৫০ জন ছাত্রছাত্রীকে ছেড়ে দিতে হবে। পুলিশ জানিয়েছে, আজ ভোরেই ওই পড়ুয়াদের ছেড়ে দেওয়া হয়েছে।
ক্যাম্পাস থেকে বেরিয়ে এসে বাসে আগুন দেওয়া হয়েছে ও পাথর ছোঁড়া হয়েছে অভিযোগ ওঠায় গতকাল জামিয়ায় অভিযান চালায় পুলিশ। লাঠিচার্জে বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছেন বলে অভিযোগ। পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশের ওপরেও পাথর ছুঁড়েছে, তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন এতে, এঁদের মধ্যে রয়েছেন সাউথ ইস্ট ডিস্ট্রিক্টের ডিসিপি, অতিরিক্ত ডিসিপি (দক্ষিণ), পুলিশের ২ জন এসিপি, ৫ জন এসএইচও প্রমুখ।
13:57 PM (IST) • 16 Dec 2019
এদিকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের চিফ প্রোক্টর ওয়াসিম আহমেদ খানের অভিযোগ, জোর করে পুলিশ তাঁদের ক্যাম্পাসে ঢুকে স্টাফ মেম্বার, পড়ুয়াদের মারধর করেছে। পাল্টা চারটি বাস, অন্য যানবাহনে অগ্নিসংযোগের পরই তারা কাঁদানে গ্যাসের শেল ফাটায়, লাঠি চালায় বলে দাবি পুলিশের।
13:57 PM (IST) • 16 Dec 2019
গতকাল সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখানোর সময় দক্ষিণ দিল্লিতে জামিয়া মিলিয়ার কাছে নিউ ফ্রেন্ডস কলোনিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় স্থানীয়দের। চারটি সরকারি বাসে আগুন লাগানো হয়, দুটি পুলিশের গাড়িও আগুনে পোড়ে। ৬ জন পুলিশকর্মী ও ২ জন দমকলকর্মী জখম হন।
জামিয়ার পড়ুয়াদের বিক্ষোভ, প্রতিবাদের সময়ই ঝামেলার সূত্রপাত। যদিও পড়ুয়াদের সংগঠনের দাবি, হিংসা, অশান্তি, লুঠপাটের কোনও যোগ নেই। ‘কিছু শক্তি’ প্রতিবাদের সময় ঢুকে পড়ে ‘ঝামেলা পাকিয়েছে’। জামিয়ার ধৃত পড়ুয়াদের পরে ছেড়ে দেয় পুলিশ।
13:56 PM (IST) • 16 Dec 2019
দিল্লি হাইকোর্টেও পিটিশন জমা পড়েছে রবিবার রাতে জামিয়ার পড়ুয়াদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে প্রতিকার চেয়ে। দ্রুত শুনানির আবেদন করা হলেও প্রধান বিচারপতি ডি এন পটেল ও বিচারপতি সি হরি শঙ্করের বেঞ্চ তা খারিজ করে বলে, বিষয়টি খুব জরুরি নয়।
13:56 PM (IST) • 16 Dec 2019
আরেক শীর্ষ আইনজীবী কলিন গনজালভেস কোনও অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে পুলিশি আচরণের তদন্ত দাবি করলে প্রধান বিচারপতি বলেন, আমরা ভিডিও দেখতে চাই না (যখন এক আইনজীবী ঘটনার ভিডিও আছে বলে জানালে এই প্রতিক্রিয়া তাঁর)। সরকারি সম্পত্তি ভাঙচুর, নষ্ট হওয়া চলতে থাকলে আমরা পিটিশন শুনব না। আগামীকাল মঙ্গলবার বিষয়টির শুনানি হতে পারে বলে সূত্রের খবর।
13:56 PM (IST) • 16 Dec 2019
কিন্তু সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি এস এ বোবদে এই পিটিশনের পরিপ্রেক্ষিতে বলেছেন, স্রেফ পড়ুয়া বলেই তার অর্থ এই নয় যে, তারা আইনশৃঙ্খলা হাতে তুলে নেবে। আগে পরিস্থিতি শান্ত হোক, তারপর বিষয়টি ভেবে দেখা যাবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার মতো সঠিক মনের অবস্থায় আমরা নেই। আগে হিংসা-হাঙ্গামা থামুক। প্রধান বিচারপতি আরও বলেছেন, আমরা অবশ্যই কী কী অধিকার, সেসব নির্ধারণ করব। কিন্তু আগে এসব বন্ধ করতে হবে, তারপরই আমরা স্বতঃপ্রণোদিত হয়ে বিবেচনা করব। আমরা অধিকার, শান্তিপূর্ণ প্রতিবাদ, বিক্ষোভের বিরুদ্ধে নই।
Load More
Tags :
Citizen (Amendment) Actবাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement