LIVE UPDATES: শুধু ছাত্র বলেই কেউ আইন হাতে তুলে নিতে পারে না, জামিয়ার ঘটনায় বললেন প্রধান বিচারপতি

Background
নয়াদিল্লি: দিল্লি পুলিশের সদর দফতরের বাইরে ৬ ঘণ্টার ধর্নার পর উঠে গেলেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকশো ছাত্রছাত্রী। গতকাল জামিয়ায় পুলিশ পদক্ষেপের বিরুদ্ধে ধর্নায় বসেন তাঁরা। দাবি করেন, আটক হওয়া ৫০ জন ছাত্রছাত্রীকে ছেড়ে দিতে হবে। পুলিশ জানিয়েছে, আজ ভোরেই ওই পড়ুয়াদের ছেড়ে দেওয়া হয়েছে।
ক্যাম্পাস থেকে বেরিয়ে এসে বাসে আগুন দেওয়া হয়েছে ও পাথর ছোঁড়া হয়েছে অভিযোগ ওঠায় গতকাল জামিয়ায় অভিযান চালায় পুলিশ। লাঠিচার্জে বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছেন বলে অভিযোগ। পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশের ওপরেও পাথর ছুঁড়েছে, তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন এতে, এঁদের মধ্যে রয়েছেন সাউথ ইস্ট ডিস্ট্রিক্টের ডিসিপি, অতিরিক্ত ডিসিপি (দক্ষিণ), পুলিশের ২ জন এসিপি, ৫ জন এসএইচও প্রমুখ।






















