Ghanta Khanek Sange Suman ( ২৮.১১.২০২৪) পর্ব ২: জেলে খুন হতে পারেন চিন্ময়কৃষ্ণ? আশঙ্কাপ্রকাশ কলকাতা ইসকনের । মিছিল ঘিরে কলকাতায় ধুন্ধুমার | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman: ইসকন-ব্যানের আর্জি খারিজ বাংলাদেশ হাইকোর্টে, 'আইনশৃঙ্খলার দায় সরকারের,' জানিয়ে দিল আদালত। বাংলাদেশি হিন্দুদের সমর্থনে মিছিল ঘিরে কলকাতায় ধুন্ধুমার, ভাঙল পুলিশি ব্যারিকেড, ধস্তাধস্তি। 'জোর করে বন্ধ করা হয়েছে ইসকনের সেন্টার, ভক্তদের তুলে নিয়ে গেছে পুলিশ'। 'জেলেই খুন করা হতে পারে চিন্ময়কৃষ্ণ দাসকে,' এবিপি আনন্দে আশঙ্কাপ্রকাশ কলকাতা ইসকনের। 'শুধু হিন্দুরা নন, অত্যাচারের খাঁড়া নামছে অন্যান্য ধর্মের সংখ্যালঘুদের ওপরেও,' বললেন বাংলাদেশের বৌদ্ধ সন্ন্যাসী। বাংলাদেশ নিয়ে বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসলেন প্রধানমন্ত্রী। "কোনও ধর্মের ওপর অত্যাচার মানা যায় না," বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী, বিক্ষোভের জেরে ত্রিপুরায় বন্ধ হল সীমান্ত বাণিজ্য, সোমবার পেট্রাপোল অচলের ডাক বিজেপির।
আরও খবর...
ABP Ananda LIVE: নৈরাজ্যের আগুনে জ্বলছে বাংলাদেশ। চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় ইসকনের সন্ন্যাসীদের কীর্তন। প্রতিবাদের কীর্তন