Sunny Leone: 'অনামিকা'-তে নতুন রূপে দর্শক আমায় দেখতে পাবেন: সানি লিওন
পরিচালক বিক্রম ভট্টের 'অনামিকা' ওয়েব সিরিজে কাজ করছেন বলিউড অভিনেত্রী সানি লিওনি। আর এই ধারাবাহিকে তাঁর এক নতুন অবতার দর্শকেরা দেখতে পাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
মুম্বই: পরিচালক বিক্রম ভট্টের 'অনামিকা' ওয়েব সিরিজে কাজ করছেন বলিউড অভিনেত্রী সানি লিওনি। আর এই ধারাবাহিকে তাঁর এক নতুন অবতার দর্শকেরা দেখতে পাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
'জিসম টু' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন সানি লিওন। এক পর 'এক পহেলি লীলা' ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছিলেন সানি। 'ওয়ান নাইট স্যান্ড' ও 'মস্তিজাদে' ছবিতেও অভিনয় করেছিলেন সানি। অভিনেত্রী জানিয়েছেন, 'অনামিকা' ওয়েব সিরিজে তাঁর চরিত্রের অনেকগুলো স্তর রয়েছে। আর তাই, তিনি নিজের অভিনয় ক্ষমতাকে আরও ভালোভাবে প্রকাশ করার সুযোগ পাবেন বলে তাঁর বিশ্বাস।
সংবাদসংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে সানি লিওনি বলেছেন, 'অনামিকা আমার কাছে খুব বিশেষ একটা শো। দর্শক অ্যাকশন ড্রামা দেখতে ভালোবাসেন। এই ওয়েব সিরিজে দর্শক এমন গল্পই দেখার সুযোগ পাবেন। ব্যক্তিগত জীবনে আমি মোটেই 'অনামিকা'-র চরিত্রের মত নয়। কিন্তু অ্যাকশন দৃশ্য শ্যুটিং করতে ভালো লাগছে। এই ওয়েব সিরিজে দর্শকেরা আমায় অন্যরূপে দেখতে পাবেন।'
আরও পড়ুন: 'শুভ জন্মদিন বিট্টু', সোশ্যাল মিডিয়ায় সোহমকে শুভেচ্ছা 'মামু' প্রসেনজিতের
এই সিরিজের পরিচালকের ভূমিকায় রয়েছেন বিক্রম ভট্ট। সানি লিওনি জানিয়েছেন, 'এই সিরিজে আমার কাজ করার আগ্রহের অন্যতম একটা কারণ হল বিক্রম স্যর। আমি একজন শিক্ষিত অভিনেত্রী নয় কিন্তু বিক্রম স্যর আমার মধ্যে থেকে অভিনেত্রী সত্তা বের করে আনার যথাসাধ্য চেষ্টা করছেন। কেবল অভিনয় নয়, অনামিকার চরিত্র শরীরী ভাষাও গুরুত্বপূর্ণ। বিক্রম স্য়র আমায় সবকিছু শিখিয়ে দিয়েছেন। এর আগে আমি অ্যাকশন দৃশ্য শ্যুটিংয়ের বিষয়ে তেমন বেশি কিছু জানতাম না। কিন্তু অনামিকার ওয়ার্কশপ থেকে অনেক কিছু শিখেছি।'
সানি আরও যোগ করেন, 'আমায় এই ছবির শ্যুটিংয়ের জন্য বিভিন্ন ধরণের অ্যাকশন -এর প্রশিক্ষণ নিতে হচ্ছে। স্ট্রিট ফাইট থেকে শুরু করে ক্যারাটে, সবই শিখেছি আমি। এই চরিত্রটা ফুটিয়ে তোলা আর তার জন্য যাবতীয় প্রশিক্ষণ আমার চিরকাল মনে থাকবে।'