NEET Paper Leak Case: মামলাকারীদের আবেদনের জের, সুপ্রিম কোর্টে পিছল NEET-UG প্রশ্ন ফাঁস মামলার শুনানি
Supreme Court on NEET Paper Leak Case: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল নিট-ইউজি মামলার শুনানি। মামলাকারীদের কয়েকজন কেন্দ্র ও এনটিএ-এর জমা দেওয়া হলফনামার কপি পাননি বলে জানিয়ে আদালতের কাছে সময় চান।
নয়াদিল্লি: মামলাকারীদের আবেদনের জেরে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে (Supreme Court) পিছিয়ে গেল নিট-ইউজি প্রশ্ন ফাঁস (NEET-UG Paper Leak Case) মামলার শুনানি। আজকের বদলে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৮ জুলাই এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এপ্রসঙ্গে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে মামলাকারীদের মধ্যে কয়েকজন আদালতে জানিয়েছেন যে কেন্দ্র ও ন্যাশনাল টেস্টিং অথরিটির জমা দেওয়া হলফনামার কপি তাঁরা এখনও হাতে পাননি। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য শুনানির আগে তাঁদের সময় দরকার।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, বুধবার রাতে ন্যাশনাল টেস্টিং অথরিটির তরফে সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা করা হয়। তাতে দাবি করা হয়েছে যে সমস্ত পরীক্ষার্থী প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত হবে সন্দেহ তারা কেউই ভালো মার্কস পাননি। আইআইটি মাদ্রাজকে দিয়ে তারা নিট-ইউজির ফলাফলে বিশ্লেষণ করিয়েছে তাতে কোনও অনিয়ম ধরা পড়েনি। ফলে পরীক্ষার স্বচ্ছতা নষ্ট হয়নি।
বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। কিন্তু, মামলাকারীদের মধ্যে কয়েকজন আদালতে আবেদন জানিয়েছেন যে তাঁরা এখনও কেন্দ্রীয় সরকার ও ন্যাশনাল টেস্টিং অথরিটির জমা করা হলফনামার কপি হাতে পাননি। শুনানির আগে এই বিষয়ে প্রস্তুতির জন্য তাঁদের কিছুটা সময় চাই। এই আবেদনের ভিত্তিতে আগামী সোমবার মামলাটির শুনানি করতে চেয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কিন্তু, সলিসিটর জেনারেল আদালতে জানান তিনি সোম ও মঙ্গলবার আদালতে হাজির থাকতে পারবেন না। আর বুধবার ছুটি থাকবে আদালত। তাই আগামী বৃহস্পতিবারই ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এবছরের নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে মামলা দায়ের হওয়ার পর সুপ্রিম কোর্ট পরীক্ষা ফের নেওয়া নির্দেশ দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল। যদিও উল্টো দাবি করে কেন্দ্রীয় সরকার। যদিও প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অনেকজনকে জেরাও করা হচ্ছে। অন্যদিকে আদালত চলছে মামলাও। এই সমস্ত বিষয়ের মাঝে বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নয়াদিল্লির বাসভবনে গিয়ে দেখা করলেন নিট-ইউজির কিছু পরীক্ষার্থী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।