এক্সপ্লোর
Advertisement
'গলাকাটা' দাবি চালকদের, কোভিড-১৯ রোগীদের ন্যায্য অ্যাম্বুলেন্স ভাড়া বেঁধে দিতে রাজ্যগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের
বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ পিটিশনের শুনানি করে বলেছে, অতিমারীর সময় বিষয়টি সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের ইতিমধ্যেই জারি করা অ্যাডভাইসরি মতো রাজ্য়গুলি মানতে বাধ্য। সব রাজ্য সরকারকেই নিশ্চিত করতে হবে যে, যথেষ্ট সংখ্যক অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য থাকবে।
নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাস সংক্রমণের সময় মারণ ভাইরাসে আক্রান্ত রোগীদের হাসপাতালে, চিকিত্সা কেন্দ্রে নিয়ে যেতে গলা কাটা ভাড়া চাইছে অ্যাম্বুলেন্স চালকরা, এমন একাধিক ঘটনার কথা সামনে আসার পর হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে রাজ্য সরকারগুলিকে অ্যাম্বুলেন্সের নির্দিষ্ট ভাড়া বেঁধে দিতে বলল সর্বোচ্চ আদালত। দেশে কোভিড-১৯ রোগীদের যাতে যথাযথ অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া যায়, তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে শীর্ষ আদালতে পিটিশন জমা পড়েছে। তাতে দাবি করা হয়েছে, অ্যাম্বুলেন্স পরিষেবা বাড়ানোর জন্য যথাযথ নির্দেশ বা রায় দেওয়া হোক।
বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ পিটিশনের শুনানি করে বলেছে, অতিমারীর সময় বিষয়টি সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের ইতিমধ্যেই জারি করা অ্যাডভাইসরি মতো রাজ্য়গুলি মানতে বাধ্য। সব রাজ্য সরকারকেই নিশ্চিত করতে হবে যে, যথেষ্ট সংখ্যক অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য থাকবে।
কোভিড-১৯ আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছতে সাহায্য করার জন্য প্রতিটি জেলায় অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত থাকা উচিত বলেও অভিমত জানিয়েছে বেঞ্চ।
প্রসঙ্গত, দেশের নানা শহর থেকেই অ্যাম্বুলেন্স চালকরা কোভিড-১৯ রোগীর পরিবারের কাছে নির্ধারিত ভাড়ার কয়েক গুণ বেশি দাবি করছেন বলে অভিযোগ আসছে। কলকাতায়ও কিছুদিন আগে এক করোনা রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ৯০০০ টাকা দাবি করেন অ্যাম্বুলেন্স চালক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement