Sushant Death Probe: সুশান্ত মৃত্যুতদন্তে ক্রিকেটার রোহিত শর্মার স্ত্রীর আত্মীয় বান্টি সাজদেহকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
Sushant case update: বান্টি হলেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার স্ত্রী ঋতিকার তুতো ভাই, যাঁর আরেক বোনের বিয়ে হয়েছে সলমন খানের ভাই সোহেলের সঙ্গে...
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুত মৃত্যুতদন্তে এবার সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে বলিউড ও ক্রীড়ামহলে পরিচিত মুখ বান্টি সাজদেহ্।
বান্টি হলেন কর্নারস্টোন স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট-এর কর্ণধার। সংস্থাটি ক্রিকেটার থেকে শুরু করে সিনে সেলিব্রিটিদের ব্র্যান্ডিং ও স্পনসরশিপ করে।
তবে, তার চেয়েও বড় বিষয়, বান্টি হলেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার স্ত্রী ঋতিকার তুতো ভাই। এই বান্টির আরেক বোনের বিয়ে হয়েছে সলমন খানের ভাই সোহেলের সঙ্গে।
জানা গিয়েছে, একটা সময় বান্টির এই সংস্থায় কাজ করতেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান, যাঁর অপমৃত্যু ঘটে অভিনেতার মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে।
সূত্রের খবর, এই সংস্থার হয়ে কাজ করার সময়ই সুশান্তের সঙ্গে পরিচয় হয়েছিল দিশার। ২০০৮ সালে তৈরি হওয়া কর্নারস্টোনের দাবি, তারা দেশের অন্যতম সেরা ট্যালেন্ট ম্য়ানেজমেন্ট কোম্পানি। তাঁরা মূলত সিনেজগৎ ও ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন সেলিব্রিটির স্পনসরশিপ ও বিভিন্ন ধরনের ব্র্যান্ডিংয়ের কাজ করে।
কয়েকদিন আগে প্রাক্তন আমলা আরভিএস মণি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সঙ্গে বলিউড, ক্রিকেটের দুনিয়া, দিশা, বান্টি সাজদেহ্-এর সংস্থা এবং দুবাই আন্ডারওয়ার্ল্ডের গভীর যোগাযোগ রয়েছে।
তিনি বলেছিলেন, এই মামলায় অনেকগুলি মাত্রা রয়েছে। কেউ কোনও কথা বলছে না। এর সঙ্গে গভীরতর রাজনৈতিক যোগাযোগ এবং ষড়যন্ত্র রয়েছে। যার উদঘাটিত হওয়ার প্রয়োজন।
মণি বলেছিলেন, বলিউড ও ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে দুবাইয়ের আন্ডারওয়ার্ল্ড। অনেকেই এই কর্নারস্টোনের সঙ্গে জড়িত। অধিকাংশ ক্রিকেট তারকাদের ব্র্যান্ডিং ও প্রমোশন করে বান্টি সাজদেহর সংস্থা।